পাতা:সতুর মা.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে স্বতরাং ছুটা ফুরাইবার আগেই চিন্তা কলিকাতায় গেল । এত দিন থাকিতে ছেলেকে ছাড়িতে যোগমায়ার কষ্ট হইল, কিন্তু বাধা দিলেন না । আহা ! ছেলের যাহাতে পড়ার ক্ষতি হইবে যোগমায়া মা হইয়া কি তাহা করিতে পারেন ? ছুটা ফুরাইল। চিন্তা কলেজে ভৰ্ত্তি হইয়া বাড়ীতে পত্র লিখিলেন । এখন হইতে মাসান্তে আর কতগুলি করিয়া টাকা পুত্রকে পাঠাইতে হইবে, সেই পরিমাণ অর্থ কি উপায়ে তাহাকে যোগাড় করিতে হইবে, চিন্তার পিত তাহারই চিন্তায় কিছুদিন উন্মন হইয়া রহিলেন। আর মা তাহার সংসারের নিতান্ত বাধাবাধি খরচপত্রের মধ্য হইতেও দুই একটি করিয়া পয়সা রাখিয়া যাহা জমাইতে পারিয়াছিলেন সেগুলির বদলে এই শুভ-দিনে দুটি চকচকে টাকা সেই দৈবজ্ঞঠাকুর আবার যদি কখনো গ্রামে আসেন র্তাহাকে দিবেন বলিয়া বস্ত্রখণ্ডের পর বস্ত্রখণ্ড বাধিয়া খরচের সময় সহজে নজরে না পড়ে ঘরের এমন একটা নিভৃত স্থানে রাখিয়া দিলেন । চিন্তার এক সহাধ্যায়ীর চেষ্টায় যাহার স্বপরিশে চিন্ত একটু সুবিধায় কলেজে ভৰ্ত্তি হইতে পাইল—চিন্তার প্রতি তাহার একটু বিশেষ দৃষ্টি পতিত হইল। তিনি সূক্ষ দৃষ্টিতে দেখিলেন, চিন্তা ছেলেটি মন্দ নয়-শুধু