পাতা:সতুর মা.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে দারিদ্র্যের পেষণে পিষ্ট হইয়াই অকলে দেহমনের স্ফৰ্ত্তি হারাইতে বসিয়াছে। ইহাকে সাহায্য দ্বারা উন্নত করার এই উপযুক্ত সময়, এবং ভবিষ্যতে এ সাহায্যের শুভ ফল ফলিবে সন্দেহ নাই। ছেলেটির মূখের ভাব কথাবাৰ্ত্তা চলন-ধরণের মধ্যে যে একটা বিষণ্ণতা ও ক্ষোভের ভাব লুকানো ছিল তাহাও তাহার সূক্ষ দৃষ্টি এড়াইতে পারিল না। বিদায়-কালে স্বীয় নামের একখানি কার্ড দিয়া তিনি চিন্তাকে মধ্যে মধ্যে র্তাহার সহিত সাক্ষাৎ করিতে বলিয়া দিলেন । কার্ডে নাম ঠিকানা পড়িয়া চিন্তা বুঝিল, তাহার সাহায্যকারী ভদ্র লোকটির নাম স্যামুয়েল ডি, এন, মল্লিক, বাড়ি বেশী দূর নয়, চিন্তার মেসের কাছাকাছি,— ইচছা বা আবশ্যক হইলে যাওয়া আসার বিশেষ অসুবিধা হয় না, কিন্তু এতটা কাছে বাড়ী জানিয়া চিন্তা কিছু চিন্তিত হইল। তাহার যেরূপ হীনাবস্থা তাহাতে বন্ধুবান্ধবের নিকট হইতে দূরে থাকাই শ্ৰেয়: ; নিকটে সন্ত্রম হানির বিশেষ সস্তাবনা, আর সেটা চিন্তার কোনোক্রমেই বাঞ্ছনীয় নহে। - যাহা হউক, অনেক ভাবিয়া-চিন্তিয়া অনুরোধ রক্ষার্থে একদিন চিন্তা সসঙ্কোচে স্যামুয়েল সাহেবের বাড়ি গিয়া ፃኬy