পাতা:সতুর মা.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে উপস্থিত হইল। সাহেব গৃহে ছিলেন, তাহার আগমনে বিশেষ আনন্দ প্রকাশ করিয়া স্ত্রী-কন্যা ও পুত্রদের সহিত তাহার পরিচয় করাইয়া দিলেন, তাহারাও চিন্তার সহিত প্রথম হইতেই বেশ পরমাত্মীয়ের স্থায় ব্যবহার করলেন, বস্তৃক্ষণ বহু গ্ৰীতিকর আলোচনার পর অবসর মত আর একদিন আসিতে অমুরুদ্ধ হইয়া চিন্তা সে দিনকার মত বিদায় লইয়া তাহার নির্জন অন্ধকূপবং ঘরটিতে ফিরিয়া আসিল । প্রথম সাক্ষাতের পর নিজের প্রয়োজন ও মল্লিকপরিবারের অনুরোধক্রমে আরো কয়েকবার স্যামুয়েল সাহেবের বাড়ী যাওয়ায় চিন্তার সঙ্কোচ অনেকটা কাটিয়া গিয়াছিল। তাহার প্রতি মল্লিক-পরিবারের অপ্রত্যাশিত সদাচরণে চিন্তা পরমাপ্যায়িত হইয়াছিল। কিন্তু এই ধনী-পরিবারের সংস্রবে আসিয়া চিন্তার নিজের দারিদ্র্য আরো ভীষণ আকার ধারণ করিল। নিজের বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনের উপর তাহার অশ্রদ্ধা জন্মিল। স্যামুয়েল সাহেবের বাড়ী হইতে সদ্যঃ-প্রত্যাগত চিন্তাহরণ যখন আবার নিজের জীর্ণ শয্যা অতি সামান্য গৃহসামগ্রী ও স্বল্প ংখ্যক বস্ত্রাদির দিকে চাহিত, তখন আরো গভীর ভাবে নিজের দৈন্য অনুভব করিয়া মনে-মনে দারুণ অশান্তি ፃሕ