পাতা:সতুর মা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে চমকিয়া জিজ্ঞাসা করিলেন, “কলিকাতায় ! চিন্তার কাছে ? কেন ? বাছার আমার অসুখ-বিসুখ হয়নি তো ? ওগো বলন গা হঠাৎ চিন্তার কাছে যাবে কেন ? কি হয়েছে তার ?” w গৃহিণীর উৎকণ্ঠ লক্ষ্য করিয়া চেষ্টাভূত হাস্তে প্রফুল্ল ভাব দেখাইয়া চিন্তার পিতা বলিলেন, “ন গো না, সে-জন্য তোমার ভাবনা নেই, তোমার চিন্তা ভালোই আছে ; আমি কলকাতায় যাচ্চি একটা বিশেষ দরকারে । কলকাতায় যখন বাচ্চ চিন্তার বাসায় যাব না তো আর কোথায় যাব ?” যোগমায়ার মন এ কথায় শান্ত হইল না ; বহুবার বহু প্রশ্ন করিয়া জানিবার চেষ্টা করিলেন—“চিন্তা ভাল আছে ত ? কোনো অসুখ হয় নি ত ?” চিন্তার পিতা বিশেষভাবে বুঝাইলেন যে, চিন্তা বেশ ভালই আছে, সেজন্য ভাবনা নেই, কিন্তু যে দরকারে তিনি যাইতেছেন কাজ সারিয়া ফিরিতে প্রায় এক সপ্তাহ লাগিবে। • তাহার অনুরোধক্রমে মধু সর্দার ষ্টেশনে অপেক্ষী করিতেছিল, টিকিট কিনিয়া তাড়াতাড়ি দুজনে ট্রেণে উঠিলেন । গাড়ীতে বসিয়া চিন্তার পিতার অন্তর আর বাধা মানিল না; মুখে উড়ানি ঢাকা দিয়া বৃদ্ধ বালকের স্যায় কাদিয়া ফেলিলেন। মধু সর্দার তাহাকে শাস্ত করিয়৷ タ8