পাতা:সতুর মা.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে পড়চে তাই বিছেটাই না হয় শিখেছে, বুদ্ধি তো পাকে 向?” চিন্তার পিতা দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, “বল তো কে সে সামুয়েল সাহেব—আমার মুখের গ্রাস কেড়ে নিলে, আমার প্রস্তুত অন্নে ছাই দিলে!” বৃদ্ধের বদনে আবার যুগপৎ ক্রোধ ও ক্ষোভের চিহ্ন প্রকটিত झडेश्व्ल । কিছুতেই কিছু হইল না। এক সপ্তাহ ধরিয়া অনেক সলা-পরামর্শ অনুরোধ-উপরোধ ও উকীলের বাড়া হঁাটাহঁাটি ছুটাছুটা করিয়া মধু সর্দার ও চিন্তার পিতা হতাশ হইয়া বাসায় ফিরিলেন। চিন্তার উদ্ধারসাধন হইল না। চিন্তা শিশু নিরক্ষর বা উন্মাদ নহে, সুশিক্ষিত বুদ্ধিমান ও সাবালক, সুতরাং পাপ হইতে পরিত্রাণ-কামনায় ধৰ্ম্মের স্বরূপ জ্ঞাত হইয়া স্ব-ইচ্ছায় সুস্থ শরীরে সে খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিয়াছে, ইহাতে তাহার পিতা-মাতার বা বন্ধুবান্ধবের কিছু বলিবার নাই। ভগ্নহৃদয় ক্ষীণ আশায় বাধিয়া চিন্তার পিতা বলিলেন, “মধু চেষ্টা কর, একবার যাতে চিন্তার সঙ্গে দেখা করতে পারি, আইন-কানুন চুলোয় যাক আমি একবার তার মনের কথাটা—তার নিজের মুখে শুনে বুঝব। আমি যে তার বাপ, সে আমার ছেলে واسb