পাতা:সতুর মা.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে তার নিজের মুখের কথা শুনে লোকের কথায় আমি ফিরতে পারবো না ।” বহু চেষ্টায় চিন্তার পিতা চিন্তার সাক্ষাৎলাভে সমর্থ হইলেন। পিতার ক্ষমতায় যতটুকু সম্ভব সকলই হইল, কিন্তু স্যামুয়েল ডি এন, মল্লিকের ভাবী জামাতা শ্ৰীমান চিন্তাহরণ নূতন আলোক ও নবজীবন হইতে আর অন্ধকারে ফিরিল না । চিন্তার পিতা চিন্তার বর্তমান গ্যাসদীপ্ত সুবাসামোদিত স্থসজ্জিত পাঠগৃহ হইতে বাহির হইয়া শুনিতে পাইলেন, কোনো তরুণী বীণানিন্দিত-স্বরে চিন্তাকে প্রিয় সম্বোধনে জিজ্ঞাসা করিতেছেন, “তোমাকে আমার কাছ থেকে নিয়ে পালাবার নানা ফন্দি এটে কে সে বুড়োটি এইমাত্র তোমার কাছে এসেছিল বলত ?” চিন্তা তাহার কি উত্তর দিল তাহা শুনিবার মত ধৈর্য্য ও প্রবৃত্তি তখন তাহার ছিল না ; কোনোমতে তিনি গেটের বাহিরে আসিয়া মধু সর্দারের স্বন্ধ-অবলম্বনে অৰ্দ্ধ-জ্ঞানশূন্ত অবস্থায় গাড়িতে উঠিয়া বসিলেন। “ সোজাসুজি ঘরে না গিয়া একটি দিন অন্যস্থানে থাকিয়া দেহমনের কথঞ্চিৎ সুস্থতা বিধান করিয়া মধুসর্দার চিন্তার পিতাকে বাড়ী পৌঁছিয়া দিয়া গেল । ♥ፃ