বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$48 কোলাহলের মধ্যে স্লষ্ট বাক্য কহিতে ক্ষমতা হয় । কোন কেহ কহেন, যে তিনি নিজ কম্বদতা দূর করিবার জন্যে বাক্য প্রয়োগসময়ে ক্ষুদ্র ২ পাষাণ কণিকা মুখের মধ্যে রাথিতেনু। এই প্রকারে তিনি নানা পরিশুম করিয়া সুবক্তৃত বিষয়ে ক্রমে তৎপর হইলেন। তাহার বাল্যাবস্থাতে পিতৃ বিয়োগ হইয়াছিল, ও তিনি স্বয়ণ দুৰ্ব্বল ও রুগ্ন ছিলেন, ও আহার প্রতিপালকের। উত্তম রূপে তাহার প্রতিপালন করিল না, ইত্যাদি নানা প্রতিখন্ধক থাকিলেও তিনি শেষেতে গুণবান হইলেন। যখুন তিনি প্রথমে লোকদের প্রতি বাক্য কহিলেন, তখন তাহীকে সকলেই শাঁস দিয়া নিরস্ত করিল। তাহাতে তিনি লজ্জা ও দুঃখান্বিত হইলেন ; কিন্তু তাহাতে আশা রহিত হইলেন না । তৎ প্রযুক্ত তিনি অধিক পরিশুম করিতে লাগিলন। পরে তাহার. মনোরম বাক্য শুবৰ করিয়া সকল লোক মুগ্ধ হইয় তাহার প্রশ^সা করিল। প্রত্যুষে গাত্রোথান করা ও অন্ধ রাত্রে শয়ন এই তাহার প্রতিদিন নিয়ম নিয়পিত ছিল । এবপ২ যেন মিত্ৰ বগের সহিত সাক্ষাৎ করিতে বহি গমনেচ্ছা ন হয়, তন্নিমিত্তে তিনি আপনার অৰ্দ্ধেক মস্তক মুণ্ডন করিলেন। বাক্য কহিবার সময়ে চাহার এক কুস্বভাব ছিল, যে স্কন্ধ মূল উত্তোলন কারতেন, ত্বৎপ্রত্যকারার্থে স্কন্ধ মূলের উপরিভাগের এক তীকু শূল অধোমুখে রুথিয় তাহার নীচে স্কন্ধ রাথিয় দাড়াইতেন ; তাহাতে বাক্য কালে স্কন্ধ মূল উঠিলে ঐ শূলাগুেতে বিদ্ধ হইত। ও উত্তম বাকপটুতার নিমিত্তে ও স্মরণার্থে থুকিদিদির ইতিহাসের এক বৃহৎ পুস্তক আটবার তিনি স্বহস্তুে লিপি করিলেন । তদ্ব্যতিরেকে তিনি তদ্বিষয়ে আর ২ পরিশুম করিলেন, ও, শেষেতে বাকপটুতাতে এমন নৈপুণ্য