পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 & প্রাপ্ত হইলেন, যে তিনি সদ্বক্তৃগণের মধ্যে প্রধান ও অক্ষয় যশস্বী হইলেন । -- এই প্রকরণে ফিলিপের চরিত্র প্রকাশ করণ উচিত ছিল, কিন্তু তাহার যুদ্ধনৈপূণ্য ও ঔদার্য গুণ দিমস্তিনের ভণের সদৃশ নয়; যেহেতু তাহ জ্ঞান ও সৎকর্ম মহত্ত্ব ও পরমৈশ্বৰ্য্য হইতে উত্তম হয় । ফিলিপ উৎকোচ প্রদানভীর দিমস্তিনির মুখ বদ্ধ করিতে পারিলেন না । পরে ফিলিপের মৃত্যু সম্বাদ পাইয়া দিমস্তিমি আহ্বাদিত হইলেন ; কিন্তু এ প্রধান মানুষের উচিত কৰ্ম্ম নয় ; কেননা যদি বিপক্ষ ম্যক্তি হয় তথাপি তাহার দুঃখেতে কিম্বা মরণেতে আমোদ করা কন্তব্য নয়। এস্কিনি নামে দিমস্তিনির এক জন বিপক্ষ সে এমত করে নাই৷ ‘এস্কিনি দিমস্তিনির দ্বারা দূরীকৃত হইয়াছিলেন। এক দিবস এস্কিনি জন সমূহের সাক্ষাতে আপনার ও দিমস্তিানর বিবাদ সম্বলিত রাজকীয় পত্র পাঠ করিলেন; তিনিও সূৰক্ত ছিলেন, এই হেতু তাহার তদ্বাক্য শুবণে সকলেই প্রশ^সা করিল। তৎপরে ঐ দিমস্তিনির লিখিত বাক্যের পাঠ শুৰণ করিয়া তাহারণ দিমস্তিনিকে ততোধিক প্রশ^সা করিল। ত হাতে এস্কিনি কহিলেন, য়ে যদি তোমরা দিমন্তিনির মুখেতে এই পাঠ শুবণ করিত। তবে কত প্রশ^সা করিতা তাহা বলা যায় না। - দিমস্তিনি ফিলিপের বিরুদ্ধে ওযমন বাফ কহিতেন, তেমন সি কন্দরের বিরুদ্ধেও কছিতেন । কতক লোকে বলে যে হাপাল নামে সিকদরের এক দূতের দ্বার: তিনি উৎ কোচরূপে সুৱৰ্ণ গুহণ করিলেন। যদ্যপি এ কথাতে অনেকের বিশ্বাস না হয়, তথাপি এই অপবাদ প্রাপ্ত হইয়া তিনি জাথিনী নগরহইতে দূরীকত হইলেন। পরে তিনি পুনৰ্ব্বার তথা আনীত হইয়।