বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ëqe এমত সশস্ক হইলেন, যে সময়ান্তরে ইচ্ছা পৰ্ব্বক তন্নগর পরিত্যাগ করিয়া দেশান্তরে ভূমণ করিতেং শেষেতে কালরিয়া নামে উপদ্বীপেতে বিষ পান করিয়া আত্মিঘাতী হইলেন । অখ্রিনী লোকের ফোকিওন নামে এক প্রধান সেনাপতি দুই তিম বার মহাযুদ্ধ করিয়া ফিলিপৰুে জয় করিলেন; তিনি ক্লাপাল নামক দতহস্তে উৎকোচয় স্বর্ণ গ্রহণ করিলেন না। এক र्मभट्झ যখন দি মস্তিনি আশ্বিনীকে ফিলিপের সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত করিলেন, তখন ফোকিওন অতি সরক্ট ও সুমানুষ প্রযুক্ত ফিলিপের ধূৰ্ত্তত জ্ঞাত হইলেন না; কিন্তু-দিমন্তিনি সুন্দর রূপে ফিলিপের স্বভাৰ জ্ঞাত ছিলেন ; এব" অনুমান হয় যে যদি আাথিনীয়েরা তাহার পরামর্শ গ্রাহ্য করিত, তবে বুঝি য়ুনানী দেশ"মণকিদোন দেশের অধীন হইত না । ফোকিওন ৪৫ বার প্রধান সেনাপত্য পদে নিযুক্ত হইয়ণছিলেন, ও অপেন দেশের নিমিত্তে অনেক হিত্যচরণ করিয়াছিলেন ; কিন্তু অকৃতজ্ঞ অাথিনীয় কর্তৃক শেষেতে প্রাণ দণ্ডে দণ্ডিত হইলেন । বিষ পান করাইবার কালে কোন বন্ধু জন তাহাকে জিজ্ঞাসা করিল, যে তোক্ষর পুত্রের বিষয়ে কিছু বক্তব্য আছে ? তাহাতে ভদ্র ও প্রাচীন ফোকিওন কহিলেন, যে আমার পুত্রকে ইহা কহিবা, যে স্বামীর এই অভিলাষ যে তিনি আমার প্রতি যে আখিনীয়দের অন্যায় কৰ্ম্ম, তাহ যেন মনে না করেন। তিনি এই উত্তম ক্ষমাৰণক কহিয়া বিষপান পৰ্ব্বক নিজ প্রাণ পরিত্যাগ করিলেন । য়ুৱানী দেশেতে দেল্লী নামে এক নগর ছিল। সেই নগরেতে জাপলে শ্ৰীমক দেবতার এক মন্দির ছিল ; সেই