বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Aste যুদ্ধের পরে পার্থীয় লোক তাছার মন্তক ছেদন করিয়া এক ৰশার উপরে বিন্ধ করিয়া তাহার পিতাকে দেখাইল ; তদৰ্শনে তৎপিতা মম্বা শোকান্ত হইলেন, কিঞ্চিদ্বিলন্থে তিনিওঁ,তাহদের কর্তৃক হত হইলেন । এই পার্থীয় লোক তীর শিক্ষার্তে বড় তৎপর ছিল, ও অশ্বারূঢ় হইয়ণ দৌড় করিতে ২ পশ্চাম্ভাগ্নে থাকিয়া তার দ্বারা শত্ৰুগণকে মারিতে পারিত। এই কারণ ੇ পার্থীয় সৈন্যকে প্রায় কেহ জয় করিতে পারিত না । & سیسم eeحمصeوہ مس۔ ৪৩ ত্রয়শ্চন্ধারিণশত্তমাখায় । ফার্সালিয়া নগরে সিসার ও পম্পি সেনাপতির যুদ্ধবিবরণ । সিসারের এই এক প্রসিদ্ধ বাক্য ছিল, যে রুবিকন নদী পার হইয়াছি, অতএব আমাকে আগ্নে গমন করিতে হয় । তিনি কি অভিপ্রায়ে এই বাক্য কহিয়াছিলেন, তাহ এখন লেখা যাইতেছে। তাঁহাতে,সকলে জানিবেন, যে ঐ বাক্য দুঃসাধ্য ও অনুচিত বিষয়ে প্রবৃত্ত মানুষের সাইসোক্তি । পৰ্ব্বেতে ক্রাস্তুের মৃত্যু হইয়াছিল । সিসার গল দেশে ও পমি রোম নগরে ছিলেন অতি উচ্চ পূদ পাইবুর ও রোমের অদ্বিতীয় রাজা হইবার জন্যে সিসারের বড় অণকাডু ছিল। তন্নিমিত্তে স্বীয় পদ সমপর্ণ করিয়া গল্লিকে তাহার পদ প্রত্যপর্শ করিতে সিসার প্রার্থনা করিলেন। সেই কারণ উভয়ের মধ্যে বিবাদ উপস্থিত হইলে সিসার.সেনাপতি সসৈন্য হইয়। ইটালি দেশে ফিরিয়া যাইতে এৰণ২ তাহ বলেতে স্বর্ণধীন করিতে উদ্যত হইলেন । যুলিয়া নামে সিসারের দুহিত। পল্লির ভায্য ছিলেন, তৎকালে তাহায় মৃত্যু হইয়াছিল ।