পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

צול কহিয়া তিনি নিজ তুরঙ্গকে কশাঘাত করিয়া নদীতে কল্প দিয়। উচ্চৈঃস্বরে কছিলেন, যে আমি পাশ ফেলিলাম, ইহার তাৎপর্ষার্থ এই, যে ব্যবস্থাতিক্রম করিয়া অামি নদী উত্তীর্ণ হইলাম ; অতএব দুঃসাধ্য কৰ্ম্ম সমন্ন করিতে আমার আগে গমন উচিত হয় । । পরে সকলে উত্তীর্ণ হইয়ণ রোম নগরে যাত্র করিলেন । তথায় উপস্থিত হইলে রোম নিৰাসির মহাশঙ্কাকুল হইল । বৃতেন দেশের জয়কারির সহিত যুদ্ধ করিতে সমর্থ না হইয়। পমি ত্ৰাসযুক্ত হইয় কাপুয়া নগরে পলায়ন করিলেন। সিসার জয়শ্রীতে উল্লাসিত হইয়া রোমেতে প্রবেশ কুরিলেন । পরে পল্লির বিরুদ্ধে তথায় যুদ্ধযাত্রা করিলেন । পল্লি তাহার আগমন সম্বাদ পাইয়া য়ুনানী দেশে পলায়ন করিয়া মাকিদোনীয় দেশস্থ ফার্সালিয়া নগরে উপস্থিত হইলেন। পরে সেখানে সিসার উপস্থিত হইলে এক তুমুল যুদ্ধ হইল, তাহাতে সিসার জয়যুক্ত হইলেন । পমি পরাভূত হইয়ণ তথাহইতে পলায়ন করিলেন । য়ুনানী দেশে তাহার অনুসন্ধানে সিসার ভূমণ করিতে লাগিলেন। একদিবস তদনুসন্ধানে সিসর এক নৌকাতে আরোহণ করিলেন ; তখন প্রচণ্ড বায়ু s পস্থিত হইলে দাড়ি লোকেরণ তরঙ্গ দেখিয়া অতিস্কেতে হতজ্ঞান হইয়া অfপন ২ দাড় পরিত্যাগ পৰ্ব্বক মরণ নিশ্চয় করিল। তাছাতে দাসের ন্যায় কুৰত্ৰধারী সিসার আপন সৈন্যগণের নিকটে যাইতে ত্বরাবান হইয় আপন নাম প্রকাশ পৰ্ব্বক দাড়ীদিগকে কহিলেন, যে তোমরা কিছু ভয় করিও না, কেনন। সিসার ও র্তাহার শৌভাগ্য এই নৌকাতে বিদ্যমান আছে । তখন ঐ ৰাক্যেতে দাড়িগণ হৃষ্ট হইয়ণ পূনৰ্ব্বার বল করিয়া দাড় বাহিতে