এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সোহিয়া। শ্রুতি । সোহিয়া । সন্ন্যাসিনী । b"○ লেপন করিয়া দিতে কলঙ্কের কালি । বোলে তারে, স্বার্থ অনুরোধে নাহি ইচ্ছা লঙ্ঘিবারে লোকাচার, সমাজবন্ধন , এ জনমে আর দেখা মেরি হবে না তাহাব সনে, বৃথা আশা ; যেতে বোলো গৃহে ফিরে ;– ভুলে যেতে পরের নারীরে । ভূলিতে র্তাহারে করিতেছি চেষ্টা আমি । যাই তবে, হইনু বিদায়। ল’য়ে যাও ভিক্ষা তব । অব কিছু নাহি প্রয়োজন। (গাহিতে গাহিতে প্রস্থান।) গীত । কঠোর হৃদয় যার সে কেন পারিতি করে প্ৰমত নহে ছেলুথল, জীবনমরণ ওরে। যে জন প্রেমেরই লাগি, হইয়াছে সৰ্ব্বত্যাগী অনাহারী মত্ত যোগী তোমারই তরে,