পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য సిరి বাঙ্গলা ভাষার ব্যাকরণ রচনা করেন। উইলকিন্স নামক একজন সাহেব হুগলীতে বাঙ্গলা বই ছাপাইবার জন্য একটি প্রেস স্থাপন করেন ; উইলকিন্স নিজ হাতে কাটিয়া বাঙ্গলার এক শেঠ হরপ প্রস্তুত করেন, এবং বাঙ্গলা হরপ প্রস্তুত করিবার প্রণালী দুই জন দেশী কারিগরকে শিক্ষা দেন। এই দুই কারিগর কৰ্ম্মকার, জাতীয় সম্পর্কে খুড়ো-ভাইপো ছিলেন—ইহঁাদের নাম পঞ্চানন ও মনোহর । উইলকিন্স বাঙ্গলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন, এবং ফষ্টার নামক আর একজন সাহেব ১৭৯৯ সনে প্রথম বাঙ্গল অভিধান রচনা করেন। ইংরেজেরা এইভাবে বাঙ্গলা লিখিবার ব্যবস্থা নিজেরাই করিলেন। এখন তাহাদের আর একটা দরকার হইল, তাহাদের আইন কানন বাঙ্গলায় বুঝাইয়া না দিলে দেশী লোকেরা তাহা বুঝিবে কিরূপে ? এবং তাহারাই বা রাজ্য শাসন করিবেন কিরূপে ? ফষ্টার সাহেব বাঙ্গলা নিজে শিখিয়া গভর্ণমেণ্টের আইন গুলি বাঙ্গলায় তর্জামা করিয়া ফেলিলেন । এই আইনের . অনুবাদের প্রথমখণ্ড ইং১৭৯৩ সনে প্রকাশিত হইয়াছিল ।