পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミQ চণ্ডীমঙ্গল করিতেন । কিন্তু ধনপতি সদাগর দেবীকে "ডাইনি দেলতা” বলিয়া গালি দিতেন এবং একদিন বাণিজ্যে যাওয়ার সময় মঙ্গলচণ্ডীর দ্বট লাথি মারিয়া ভাঙ্গিয়া ফেলিলেন । বাণিজ্যে যাইয়া ধনপতি ঘোর বিপদে পতিত হন । তিনি যখন সিংহলে উপস্থিত হন, তখন চণ্ডী তাহাকে এক আশ্চর্য্য লীলা দেখাইলেন । সমুদ্রের মধ্যে মস্তবড় এক পদ্মবন এবং সেই পদ্মবনের মধ্যে সকলের অপেক্ষা বড় যে পদ্মটি তার উপর বসিয়া এক পরম সুন্দরী কন্যা এক হাতে একটা হাতী ধরিয়া ভাঙ্গ গিলিতেছেন এবং পুনরায় তাহ মুখ হইতে বাহির করিয়া ফেলিতেছেন । সিংহলের রাজার নিকট তিনি এই গল্প করাতে রাজা তাহ কিছুতেই বিশ্বাস করিলেন না। তখন সৰ্ত্ত হইল, যদি ধনপতি রাঙ্গাকে এই ঘটনা চাফুষ দেখাইতে পারেন, তবে তিনি সদাগরকে অৰ্দ্ধেক রাজ্য দিবেন, আর যদি না দেখাইতে পারেন তবে চিরকাল তিনি কারারুদ্ধ হইয়া থাকিবেন। ধনপতি রাজাকে সেই লীলা দেখাইতে পারিলেন না। যেহেতু দেবীর ঘটে লাথি মারাতে তিনি ক্রুদ্ধ হইয়া ধনপতিকে শাস্তি দেওয়ার জন্যই এই মায়া-পদ্মবন