পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ○。 বীরের বচন শুনি, আসিয়া বলে বেণ্যানী, আজি ঘরে নাহিক পোদার । প্রভাতে তোমার খুড়া, গিয়াছে খাতক পাড়া, কালি দিব মাংসের উধার ॥ আজি কালকেতু যাহ ঘর । কাষ্ঠ আন এক ভার, হাল বাকী দিব ধার, মিষ্ট কিছু আনিত বদর। শুনগো শুনগো খুড়ি, কিছু কাৰ্য্য আছে দেরী, ভাঙ্গাইব একটি অঙ্গুরী। আমার জোহাব খুড়ি, কালি দিহ বাকী কড়ী, অন্য বণিকের যাই বাড়ী। বাপ একদও কর বিলম্বন। সহাস্য বদনে বাণী, বলে বেণে নিতস্বিনী, দেখি বাপা অঙ্গুরী কেমন। ধনের পাইয়া আশ, ' আসিতে বীরের পাশ, ধায় বেণে খিড়কির পথে। - মনে বড় কুতুহলী, কাধেতে কড়ির থলী, হরপী তরাজু করি হাতে ॥