পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য Q8 অষ্টপণ পাচগণ্ডা অঙ্গুরীর কড়ি। মাংসের পিছিল৷ বাকী ধারি দেড় বুড়ি। একুনে হইল অষ্টপণ আড়াই বুড়ি। কিছু চালু চালু খুদ কিছু লহ কড়ি। কালকেতু বলে খুড় মূল্য নাহি পাই । ষে জন অজুরী দিল, দিব তার ঠাই। বেণে বলে দরে বাড়াইলাম পঞ্চবট । আমা সঙ্গে সওদা করি না পাবে কপট ॥ ধৰ্ম্মকেতু ভায়া সঙ্গে ছিল নেন দেন । তাহা হইতে দেখি তোমা বড়ই সেয়ানা। কালকেতু বলে খুড়া না কর ঝগড়া। अछूत्रौ जहेम्ना श्राभि बाहे श्रछ नाम्ना ॥ বেণে বলে দরে বাড়াইলাম আড়াই বুড়ি । চালু খুদ না লইও গণি লও কড়ি। - মুরারি নিজে বাকী কড়ি দেওয়ার ভয়ে পালাইয়া উপস্থিত হইল এবং কালকেতুকে উন্ট অনুৰোগ দিয়া বলিল,-“আজকাল তুমি দেখা করতে আল না কেন ?”