পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য 6 o' আইসেন। কর্ণসেনের রাণী পুত্ৰগণের মৃত্যুতে শোকে প্রাণ ত্যাগ করেন। কর্ণসেনের বয়স তখন প্রায় ৮০ বৎসর। এই বয়সে এইরূপ শোক পাইয়া কর্ণসেন সন্ন্যাসী হইতে ইচ্ছা করেন, এবং সন্ন্যাস লইয়া বনে যাইবার পূৰ্ব্বে রাজা ধৰ্ম্মপালের নিকট বিদায় লওয়ার ইচ্ছায় একবার গৌড়ে যান । ধৰ্ম্মপাল দেখিলেন, উাহারই জন্য এই সামন্ত রাজা সৰ্ব্বস্ব হারাইয়া ফকিরী লইতেছেন, র্তাহার চিত্ত কর্ণসেনের দুঃখে গলিয়া গেল। তিনি র্তাহার শ্বালিকা পরম সুন্দরী ষোলবর্ষবয়স্ক রঞ্জাবতীকে কর্ণসেনের সঙ্গে বিবাহ দিয়া বুদ্ধ রাজাকে আবার সংসার ধৰ্ম্মে মতি লওয়াইলেন । পূর্বেই বলিয়াছি, প্রধান মন্ত্রী মহামাদ রঞ্জাবতী ও গৌড়ের রাণীর সহোদর ভাই ছিলেন। ছোট বোনটিকে যখন রাজা, ৮৭ বৎসরের বরের হাতে দিলেন, তখন মন্ত্রী গৌড়ে ছিলেন না । তিনি বাড়ী আসিয়া এই কাণ্ডটা দেখিয়া অত্যন্ত চটিয়া গেলেন এবং রঞ্জাবতীকে এই বুড় স্বামীর ঘর করিতে নিষেধ করি८णन । किड़ बछांबडी बड़ डॉई*द्र रूष फूछ् कब्रिग्न স্বামীর সঙ্গে চলিয়া গেলেন । মহামাদ এই ব্যবহারে