পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Qb" গোরক্ষ যোগী বলিলেন “চ্চিঃ ছেলের কাছে কি মায়ের এই সকল ভাব সাজে ?” পুনঃ পুনঃ দেবী গোরক্ষকে ভুলাইবার নানা ফনী করিলেন,-গোরক্ষ যদিও পরম মুন্দর নব যুবক,— তথাপি তিনি খাটি সাধুভাহাকে দেবী এক ভিলও নড়াইতে পারিলেন না,-মহাদেবের কাছে দেবীর মুখ এতটুকু হইয় গেল , তাহাকে স্বীকার করিতে হইল, জগতে অন্তত: একজন লোকও এমন আছে, যাহাকে স্ত্রীলোক রূপের মায়াজাল বিস্তার কবিয়াও টলাইতে পারে না। গোরক্ষ যোগী একদিন এক নবীন যোগীর ব্যবহারের দোষ ধরিয়াছিলেন, তাহাতে সে রাগিয়া র্তাহাকে বলিঙ্গ—“আপনি কি যোগবলের বড়াই করিতেছেন ? আপনার গুরুভক্তি নাই, আপনি আবার অপরকে নীতি শিখাইতে আইসেন ? আপনার গুরু মীননাথ কদলীপত্তন নগরে যাইয়৷ ষোলশ’ রূপবতী স্ত্রীলোকের মায়ায় পড়িয়া “মহাজ্ঞান” হারাইয়াছেন,— তিনি আর তিনদিন পরে মারা পড়িবেন, আর আপনি প্তাহার উদ্ধারের কোন উপায় না করিয়া এইখানে যোগ বলের বড়াই করিতেছেন । আপনার গুরুর দাত্তগুলি