পাতা:সরোজিনী নাটক.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৪ সরোজিনী নাটক । ভৈরব। ( রণধীরসিংহের প্রতি ) মহাশয়! মহারাজ কি আদেশ কচ্চেন শুনচেন তো ? এখন কি কর্তব্য বলুন। রণধীর । মহারাজ ! এই কি আপনার ক্ষত্ৰিয়-প্রতিজ্ঞ ? এই কি আপনার দেশানুরাগ ? এই কি আপনার দেব-ভক্তি ? এই রূপে কি আপনি সূৰ্য্যবংশাবতংস রাজা রামচন্দ্রের বংশ বলে পরিচয় দেবেন ? আর, চতুভূজ দেবীর এই পরিত্র মন্দিরে দণ্ডায়মান হয়ে, তার সমক্ষেই আপনি তার অবমাননা ক'ত্তে সাহসী হ’চ্চেন ? লক্ষ্মণ । কি দেবীর অবমাননা ? না রণধীর, আম হ’তে ত৷ কখনই হবে না। তোমাদের যা কর্তব্য তা কর, আমি চল্লেম। ( গমনোদ্যম ) ভৈরব। ওকি মহারাজ : কোথায় যান ? আপনি গেলে উৎসর্গ করবে কে ? তা কখনই হ’তে পারে না । লক্ষ্মণ । ( ফিরিয়া আসিয়া) তোমরা আমাকে মার্জন কর, এ নিষ্ঠুর দৃশ্য আর আমি দেখতে পারি নে। রণবীর। না মহারাজ, আপনাকে এ দৃশ্য আর দেখতে হবে না ; আমি তার উপায় কচ্চি। মহারাজ ! আপনি এখন শিশুর দ্যায় হয়েছেন, শিশুকে সেরূপে ঔষধ খাওয়াতে হয়, আমাদের এখন সেইরূপ উপায় অবলম্বন ক’ত্তে হবে । আসুন, এই বস্ত্র দিয়ে আপনার চক্ষু বন্ধন করে দি, তা হলে আর আপনার কষ্ট হবে না। . লক্ষ্মণ । তোমাদের যা অভিরুচি কর। আমার নিজের উপর