পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।



১৭২
সরোজিনী নাটক।

 রাজমহিষী। (অগ্নিকুণ্ডের নিকট গিয়া যোড়হস্তে স্বগত) হে অগ্নিদেব! তোমার নাম পাবক, তুমি যেখানে থাক, সেখানে কলঙ্ক কখন স্পর্শ ক'ত্তে পারে না, তোমার হস্তে আমার সরোজিনীকে সমর্পণ ক’ল্লেম, তুমিই তার সহায় হয়ো।

 নেপথ্যে। হা! এইবার আমাদের সর্বনাশ হ’ল! মহারাজ! ধরাশায়ী হ’লেন—চিতোরের সূর্য্য চিরকালের জন্য অস্ত হ’ল। (দূরে যবনদের জয়ধ্বনি)

 রাজমনিষী। ও কি!—ও কি! হা!—কি শুনলেম—মহারাজ ধরাশায়ী! বাছা, আমি চল্লেম,—অগ্নিদেব! আমাকে গ্রহণ কর।

(অগ্নিকুণ্ডে পতন।)

 সরোজিনী। মা, যেও না মা-—আমাকে ফেলে যেও না। মা, আমি কি দোষ করেছি? আমাকে ফেলে কোথা গেলে মা! হা! এর মধ্যেই সব শেষ হ’য়ে গেছে,—কাকে আর ব’ল্চি। আমিও যাই—আর কার জন্যে থাকব—কুমার বিজয়সিংহের সঙ্গে এ জন্মে বুঝি আর দেখা হ’ল না। (অগ্নিকুণ্ডে পতনোদ্যম।)

 নেপথ্যে। রে পাষণ্ডগণ! তোরা কখনই অন্তঃপুরে প্রবেশ ক’ত্তে পারবি নে।

 সরোজিনী। ঐ—আবার তার গলার শব্দ শুনতে পেয়েছি। একটু অপেক্ষা করি, এইবার বোধ হয় তিনি আসচেন।

 নেপথ্যে। দুর্ম্মতি, নরাধম, যতক্ষণ আমার দেহে এক বিন্দু