পাতা:সরোজিনী নাটক.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bo সরোজিনী নাটক । পারে ? যাতে আমি এই ভয়ানক বিপদ হতে রক্ষা পাই, তার একটা উপায় স্থির করুন। তা হলে আপনি যা পুরস্কার চাবেন, তাই দেব। ভৈরব । মহারাজ ! যদি এর কোন প্রতিবিধান থাকৃতে ত৷ হলে আমি অগ্ৰেই আপনাকে বলতেম। পুরস্কারের কথা বলা । বাহুল্য, ভগবানের নিকট মহারাজের মঙ্গল প্রার্থনা করাই তো আমা দের একমাত্র কর্তব্য । রণধীর । মহাশয় ! তবে কি আর কোন উপায় নাই ? ভৈরব । না,--আর কোন উপায়ই নাই । রণধীর । মহারাজ ! কি করবেন,—যখন অদ্য কোন উপায় নাই, তখন কাজেই স্বদেশ রক্ষার জন্য এই নিষ্ঠুর কাৰ্য্যেও অনুমোদন কত্তে হয় । লক্ষ্মণ। কি বলুচ রণধীর ?-নিষ্ঠুর কার্য্য — শুধু নিষ্ঠুর নয়, এ অস্বাভাবিক। দেখ, এমন যে নিষ্ঠুর ব্যাঘ্ৰজাতি তারাও আপন শাবকদিগকে যত্নের সহিত রক্ষা করে, তবে কি রাণী লক্ষ্মণসিংহ ব্যাঘ্ৰজাতি অপেক্ষাও অধম ? রণধীর। মহারাজ ! পশুগণ প্রবৃত্তিরই অধীন। কিন্তু মনুষ্য প্রবৃত্তিকে বশীভূত কত্তে পারে বলেই পশু অপেক্ষ শ্রেষ্ঠ। লক্ষ্মণ । আমি জন্ম-জন্মান্তরে পশু হয়ে থাকি, সেও ভাল, তথাপি এরূপ শ্রেষ্ঠত চাইনে । রণধীর। মহারাজ ! প্রবৃত্তিস্রোতে একেবারে ভাসমান হবেন