পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্ৰহ: { দোষ (অর্থাৎ অনিত্যত্ব এবং পরিণামে দুঃখহেতুত্ব ) প্রদর্শন করিয়া দিয়া থাকে ॥২৭ কৃক্ষে স্বমাতুর্মলমূত্রমধ্যে স্থিতিং তদ বিট্‌ক্ৰিমিদংশনঞ্চ । তদীয়-কেীক্ষেয়কবহ্নিদাহং বিচাৰ্য্য কো বা বিরতিং ন যাতি ॥ ২৮ অন্বয়। স্বমাতুঃ (নিজ জননীর ) কুক্ষেী (উদরে) মলমূত্রমধ্যে (মল ও মূত্রের মধ্যে) স্থিতিং (অবস্থান) তদা (সেই অবস্থানকালে) বিট্‌ক্রিমি দংশনং (বিষ্ঠাজাত ক্রিমিগণের দংশন ) তদীয়-কেীক্ষেয়ক-বহ্নিদাচং (এবং জননীর উদরমধ্যস্থিত অগ্নির তাপ দ্বারা দাহ ) বিচাৰ্য (বিচার করিয়া) কে বা (কোন ব্যক্তিই বা ) বিরতি (বৈরাগাকে ) ন যাতি ? (প্রাপ্ত হয় না?)। ২৮ অনুবাদ । নিজ জননীর উদরে বিষ্ঠা ও মূত্রের মধ্যে অবস্থান ও সেই অবস্থানকালে বিষ্ঠাজাত ক্রিমি দ্বারা দংশন এবং জননীর জঠরমধ্যস্থিত বহির তাপ দ্বারা দাহ প্রভৃতির বিচার করিয়া কোন ব্যক্তি ( এই সংসারের উপর ) বিরক্তিকে না প্রাপ্ত হয় ? ॥ ২৮ স্বকীয় বিত্র নিমজ্জন যৎ ৪ চোত্তানগত্যা শয়নং তদা যৎ । বালগ্ৰহাদ্যাহতিভাক্‌চ শৈশবং বিচার্য্য কো বা বিরতিং ন যাতি ॥ ২৯ অন্বয়। তা (সেই সময়ে) যং (মে) স্বকীয়বি নিমজ্জন (নিজের বিষ্ঠা এবং মূত্রের মধ্যে নিমগ্ন হইয়া থাকা) যৎ (যে) উত্তানগত (উদ্ধদিকে পাদ করিয়া) (নিম্নমুখে ) শয়নং (অবস্থান) চ (এবং ) বালগ্ৰহাদ্যাহতিভা (বালকগণের পীড়াদায়ক গ্রগণের আক্রমণযুক্ত) শৈশবং (বাল্যকালকে ) বিচাৰ্য (বিচার করিয়া) কোব৷ (কোন ব্যক্তিই বা ) বিরতিং (বৈরাগ্যকে ) ন যাতি ( প্রাপ্ত হয় না ? ) ॥২৯ অনুবাদ। সেইকালে (অর্থাৎ জননীর জঠরমধ্যে বাসকালে)

  • বিসর্জনং তৎ ইতি বা পাঠ: ।