পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্ৰহঃ । '(t নিজেরই বিষ্ঠা এবং মূত্রের মধ্যে নিমগ্ন হইয়া যে অবস্থান, জননীর জঠরমধ্যে উদ্ধভাগে পাদস্যসপূর্বক নিম্নে মুখ করিয়া যে অবস্থিতি, এবং ( জন্মের পর ) বালকগণের পীড়াপ্রদ বিবিধ গ্ৰহগণের উপদ্রবসস্কুল যে শৈশব, তাহা চিন্তা করিয়া কোন ব্যক্তি বৈরাগ্যকে প্রাপ্ত হয় না ? || ২৯ স্বীয়ৈঃ পরৈস্তাড়নমজ্ঞভাবম্ অত্যন্তচাপল্যমসংক্রিয়াঞ্চ । কুমারভাবে প্রতিষিদ্ধবৃত্তিং বিচাৰ্য্য কে বা বিরতিং ন যাতি ॥ ৩০ অম্বথ। কুমারভাবে (কোণারাবস্থাতে ) স্বীয়ৈঃ (স্বজনকর্তৃক ) পরৈঃ (এবং অনামীয় জনকর্তৃক ) তাড়নম (প্রহার প্রভৃতি) অজ্ঞভাবম্ (মূর্খতা) অত্যন্তচাপল্যম্ (অতিশয় চপলতা) অসংক্রিয়াং (অনুচিত কাৰ্য্য) প্রতিষিদ্ধবৃত্তিং চ (এবং নানাপ্রকার প্রতিষিদ্ধসেবা ) বিচার্য (চিন্তা করিয়া) কে বা (কোন ব্যক্তিই বা ) বিরতিং (বৈরাগাকে ) ন যাতি (প্রাপ্ত হয় না)। ৩০ অনুবাদ । (তাহার পর) কৌমারাবস্থাতে আত্মীয় এবং অনাত্মীয় জনকর্তৃক তাড়না, মূখ্যতা, অতিশয় চাঞ্চল্য, অনুচিত কাৰ্য্য ও নানাপ্রকার প্রতিষিদ্ধ সেবা ( প্রভৃতির বিষয় ) চিন্তা করিয়া কোন ব্যক্তি বৈরাগ্যকে প্রাপ্ত হয় না ? ॥ ৩০ মদোদ্ধতিং মান্যতিরস্কৃতিং চ কামাতুরত্বং সময়াতিলঙ্ঘনম্। তাং তাং যুবত্যোদিতদুষ্টচেষ্টাং বিচাৰ্য্য কো বা বিরতিং ন যাতি ॥ ৩১ অম্বয়। মদোদ্ধতিং (যৌবনমদে ঔদ্ধত্য ) মান্ততিরস্কৃতিং (মাননীয় জনকে তিরস্কার) কামাতুরত্বং (কামব্যাকুলতা) সময়াতিলঙ্ঘনং (মর্য্যাদার অতিক্রম) তং তং (সেই সেই) যুবত্য (যুবতির সহিত) উদিত দুষ্টচেষ্টাং (নব নব ভাবে আবির্ভূত দুষ্ট চেষ্টা) বিচাৰ্য (চিন্তা করিয়া) কে বা (কোন ব্যক্তিই বা) বিরতিং (বৈরাগাকে) ন যাতি ( প্রাপ্ত হয় না ? ) ॥ ৩১