পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

29 সৰ্ব্ববেদান্তসিদ্ধান্ত-সারসংগ্ৰহ: | অনুবাদ। যৌবন-মদে ঔদ্ধতা, মান্যজনকে তিরস্কার করা, কামাতুরতা, মৰ্যাদা লঙ্ঘন,এবং যুবতীর সহিত সমাগমকালে সেই সেই নূতন নূতন আবির্ভূত কুৎসিত চেষ্টা চিন্তা করিয়া কোন ব্যক্তি বৈরাগ্যকে প্রাপ্ত না হয় ? ॥৩১ বিরূপতাং সৰ্ব্বজনাদবজ্ঞাং সৰ্ব্বত্র দৈন্যং নিজবুদ্ধিহৈন্যম। বৃদ্ধত্ব-সম্ভাবিত-দুর্দশাং তা বিচাৰ্য্য কো বা বিরতিং ন মাতি ॥ ৩২ অন্বয় । বিরূপতাং ( জরাজনিত কদাকারতা ) সৰ্ব্বজনাং ( সকল লোকের কাছে) অবজ্ঞাং (অবমান ) সৰ্ব্বত্র (সকল স্থলে) দৈন্তং (অবসয়ত) নিজবুদ্ধি হৈন্তং (নিজবুদ্ধির হীনতা) তাং (সেই ) বৃদ্ধত্ব সম্ভাবিতদুর্দশাং (বৃদ্ধত্বনিবন্ধন সম্ভাবিত দুরবস্থাকে ) বিচাৰ্য (চিন্তা করিয়া) কে বা (কো ব্যক্তিই বা ) বিরতিং (বৈরাগ্যকে ) ন যাতি (প্রাপ্ত হয় না ? ) ॥৩২ - অনুবাদ। বিকৃত আকার, সকল লোকের নিকটে অবজ্ঞা, সকল স্থানেই দীনতা, নিজবুদ্ধির হ্রাস এবং সৰ্ব্বজনপ্রসিদ্ধ বাৰ্দ্ধক্যবশে সস্তাবিত দুরবস্থার বিষয় চিন্তা করিয়া কোন ব্যক্তি না বৈরাগ্য প্রাপ্ত श्ध्न ? ॥ ७२ পিত্তত্ত্বরাশক্ষিয়গুল্মশূল শ্লেষ্মাদি-রোগোদিত-তীব্রন্থঃখম্। দুৰ্গন্ধমস্বাস্থ্যমনূনচিন্তাং বিচাৰ্য্য কো বা বিরতিং ন যাতি ॥৩৩ অন্বয়। পিত্তজরার্শঃক্ষয়গুল্মশূল শ্লেষ্মাদিরোগোদিত তীব্ৰভুঃখং (পিত্তজর, অৰ্শ, ক্ষয়, গুল্ম, শূল ও শ্লেষ্মা প্রভৃতি রোগ হইতে উৎপন্ন ভীষণ দুঃখ) দুৰ্গন্ধম্ (শরীরের দুর্গন্ধ), অস্বাস্থ্যং (সৰ্ব্বদা স্বাস্থ্যের অভাব) অনুনচিন্তাং (এবং নিরন্তর চিন্তা ) বিচাৰ্য্য (বিচার করিয়া) কে বা (কেই বা ) বিরতিং (বৈরাগ্যকে ) ন যাতি (প্রাপ্ত হয় না?) ॥৩৩