পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 সৰ্ব্ববেদান্ত সিদ্ধান্ত-সারসংগ্ৰহঃ । অম্বয়। ধনং ( ধন ) মুখয়তি (মুখ প্রদান করে) এব (ই) ইতি (এই প্রকার) অন্তরাশা-পিশাচ্য (মনের মধ্যে স্থিত আশাৰূপধারিণী পিশাচী কর্তৃক) দৃঢ়তরং (অতি দৃঢ়ভাবে) উপগৃঢ় (আলিঙ্গিত হইয়া) জড়াত্মা (জড়ভাবাপন্ন) মূঢ়লোকঃ (মোহগ্ৰস্ত ব্যক্তি) তদুপান্তে (ধনের কাছে ) সন্ততং ( সৰ্ব্বদা) প্রেক্ষমাণঃ (দেখিতে দেখিতে ) নিবসতি ( বাস করে ) ; পশ্চাৎ ( শেষে কিন্তু) তৎ (সেই ধনই) এতস্ত (এই মূঢ়বাঁক্তির ) প্রাণং (প্রাণকে ) হৃত্ব (হরণ করিয়া) ব্রজতি (চলিয়া যায় ) ॥ ৭৮ অনুবাদ। ধন আমাকে সুখপ্রদান করিবেই—এইপ্রকার হৃদয়স্থিত যে আশা তাহা পিশাচী স্বরূপে মূঢ় ব্যক্তিকে গাঢ়রুপে আলিঙ্গন করিয়া থাকে ; তাহারই বশে জড়াত্মা হইয়া মনুষ্য ধনের দিকে চাহিয়৷ সর্বদাই ধনের নিকট বাস করিয়া থাকে। শেষে কিন্তু,সেই ধনই তাহার প্রাণবিনাশের হেতু হয় এবং তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়৷ যায় ॥ ৭৮ সম্পন্নোহন্ধবদেব কিঞ্চিদপরং নে বীক্ষতে চক্ষুষা সদ্ভিবজ্জিতমার্গ এব চরতি প্রোৎসাহিতো বালিশৈঃ। তস্মিন্নেব মুহুঃ শ্বলন প্রতিপদং গত্বান্ধকূপে পত ত্যস্তান্ধত্ব-নিবৰ্ত্তকৌষধমিদং দারিদ্র্যমেবাঞ্জনৰ্ম্ম ॥৭৯ অন্বয় । সম্পন্নঃ (ধনী) অন্ধবৎ ( অন্ধের ন্যায়) অপরং (অন্ত ) কিঞ্চিং (কোন বস্তুই) চক্ষুষা (নয়ন দ্বারা) নো বীক্ষতে এব (দেখিতেই পায় না), সঞ্জি (সাধুগণ কর্তৃক ) বজ্জিতমার্গে (পরিত্যক্ত পথে) এব (ই) বালিশৈ: (মূর্ধর্গ কর্তৃক ) প্রোৎসাহিত (প্রকৃষ্টরূপে উৎসাহিত হইয়া) চরতি (বিচরণ করিয়া থাকে)। তস্মিন (সেই পথে) এব (ই) প্রতিপদং (প্রত্যেক পদেতেই ) মুহু: (বারবার) স্থল (স্বলিত হইয়া) গত্বা (যাইয়া) অন্ধকূপে (অন্ধকূপসদৃশ মহাবিপদে ) পততি (পতিত হইয়া থাকে), তন্ত (সেই ব্যক্তির ) অন্ধত্বনিবৰ্ত্তকং (এইপ্রকার অন্ধত্বকে নিবারণ করিতে সমর্থ) ইদং (এই) দারিদ্র্যং (দরিদ্রতা) অঞ্জনং (অঞ্জন) এব (ই) ঔষধং (ঔষধস্বরূপ ) { ভবতি ইতি শেষ:=হইয়া থাকে ] ॥ ৭৯ o অনুবাদ। সম্পত্তিশালী মমুষ্য অন্ধের ন্যায়(ধন ছাড়া) অপর