পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্ৰহ: | نارا নিজনেই অবস্থান করিতে হইবে ; এই প্রকার সংকল্প করিয়া যদি কেহ একাকী বাস করে ; তাহা হইলে (তাহার সেইরূপ বাসকেই ) একান্ত শীলতা বলা যায় ীি ১২৭ মুমুক্ষুত্বম্। সংসারবন্ধনিম্মুক্তিঃ কুদা ঝটিতি মে ভবেৎ। ইতি যা সুদৃঢ়া বুদ্ধি রীরিত স মুমুক্ষুত ॥১২৮ অন্বয়। কদা (কোন সময়ে ) ঝটিতি (শীঘ্ৰ ) মে ( আমার ) সংসারবন্ধনিমুক্তি: (সংসার-বন্ধন হইতে মোক্ষ হইবে) ইতি (এই প্রকার) যা (যে) সুদৃঢ় (স্বস্থির ) বুদ্ধি (ভাবনা), সা (তাহাই ) মুমুকুতা (মোক্ষকামনা) ঈীরতা ( বলিয়া কথিত হইয়া থাকে ) ॥১২৮ অনুবাদ । সত্বর কোন সময়ে এই সংসার-বন্ধন হইতে আমার মোক্ষলাভ হইবে, এই প্রকার যে সুদৃঢ় ভাবনা, তাহাই মুমুকুতা বলিয়া কথিত হইয়া থাকে ॥১২৮ - দমঃ । ব্রহ্মচৰ্য্যাদিভিধ ম্মৈ বুদ্ধেৰ্দোষনিবৃত্তয়ে। দণ্ডনং দম ইত্যাহু মনসঃ শান্তিসাধনম্। স্ট্র ১২৯ অন্বয়। দোষনিবৃত্তয়ে (কামাদি দোষসমূহকে বিধ্বস্ত করিবার জষ্ঠ ) ব্ৰহ্মচৰ্য্যাদিভিঃ (ব্রহ্মচৰ্য্য প্রভৃতি) ধৰ্ম্মৈঃ (ধৰ্ম্মের দ্বারা) মনসঃ (হৃদয়ের) শান্তিসাধনং (শাস্তির উপায় স্বরূপ ) দওনং (দণ্ডপ্রদান অর্থাৎ নিয়ন্ত্রণকে ) দমঃ (দম) ইতি (এই নামের দ্বারা ) ২াহুঃ (পণ্ডিতগণ নির্দেশ করিয়া থাকেন) ॥১২৯ অনুবাদ। (কাম ক্রোধ প্রভৃতি) দোষ নিবৃত্তি করিবার জন্য ব্রহ্মচৰ্য্য প্রভৃতি ধৰ্ম্মের দ্বারা মনের শান্তিবিধানের উপায়স্বরূপ

  • দমশষার্থকোবিদ: ইতি বা পাঠ: |