পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WoS সব্ববেদান্ত-সদ্ধান্ত-সারসংগ্ৰহ: | যে দগুন (অর্থাৎ নিয়ত করিয়া রাখা ), जैश३ (পণ্ডিতগণ) দম বলিয়া নির্দেশ করিয়া থাকেন ॥ ১২৯ তত্তদ্ববৃত্তিনিরোধেন বাহেন্দ্রিয়বিনিগ্ৰহঃ । যোগিনে দম ইত্যাহুমনসঃ শান্তিসাধনম্। ১৩০ অম্বয় | তত্তারুক্তিনিরোধেন (সেই সেই বৃত্তিনিরোধ দ্বারা) বাহেন্দ্রিয় বিনিগ্ৰহ: ( বহিরিত্রিয়ের সম্যকৃরূপে যে নিগ্ৰহ ) { তমেব=তাহাকেই ] যোগিন: (যোগীরা) মনসঃ (মনের) শান্তিসাধনম্ (শান্তির উপায়রূপ) দমঃ ইতি (দম এই নামে ) আহুঃ (নির্দেশ করিয়া থাকেন)। ১৩০ অনুবাদ। বাহেন্দ্রিয় সমূহের সেই সেই বৃত্তি নিরোধদ্বার বহিরিন্দ্রিয়ের যে সম্যকরূপে নিগ্রহ, [ তাহাকেই ] যোগীর চিত্তের শান্তিবিধানের উপায়স্বরূপ দম এই নামে অভিহিত করিয়া থাকেন ॥ ১৩০ ইন্দ্রিয়েম্বিন্দ্রিয়ার্থে প্রবৃত্তেযু যদৃচ্ছয়। অনুধাবতি তান্যেব মনো বায়ুমিবানলঃ ॥১৩১ অন্বয়। ইন্ত্রিয়ার্থে (শস্ব স্পর্শ প্রভৃতি ইন্দ্রি ভোগ্য বিষয়সমূহে) ইঞ্জিয়েযু (ইন্দ্ৰিয়সমূহ) প্রবৃত্তেষু (প্রবৃত্ত হইলে) যদৃচ্ছয়া (স্বভাববশতঃ) অনল: ইব ( অগ্নি যেমন ) বায়ুং (বায়ুকে ) [ অনুগমন করে সেইরূপ ] মন; (অন্তঃকরণও ) তানি এব (সেই ইন্দ্ৰিয়সমূহকেও) অনুধাবতি (অনুসরণ করিয়া থাকে ) ॥১৩১ অনুবাদ । ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ভোগ্য শব্দ স্পর্শ প্রভৃতি বিষয়সমূহে প্রবৃত্ত হইলে, অগ্নি যেমন বায়ুর অনুসরণ করে, সেইরূপ অন্তঃকরণও স্বভাবের বশে সেই ইন্দ্রিয়গণেরই অনুসরণ করিয়৷ থাকে ॥১৩১ ইন্দ্রিয়ে নিরুদ্ধেযু ত্যক্ত বেগং মনঃ স্বয়ম্। সত্যভাবমূপাদত্তে প্রসাদস্তেন জায়তে। ১৩২ . অন্বয়। ইঞ্জিয়েযু (ইন্দ্ৰিয়সমূহ) নিরুদ্ধেযু (নিরুদ্ধ হইলে) মন