পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રાઇફ সাধন । প্রকৃত প্রস্তাবে বস্তুটা কি তাহার পর্যালোচনায় প্রবৃত্ত হওয়া যাইবে । - -- কবি ভবভূতি। ভারতবর্ষের কাব্যজগতে কালিদাস ও ভবভূতি কবিশ্রেষ্ঠ। মহাভারত ও রামারণ এই দুইখালি অসামান্য, অতুল্য ও অনন্ত কাব্যরত্নখনি ছাড়িয়া দিলে, সংস্কৃত আর কোনও গ্ৰন্থই শকুন্তলা ও উত্তরচরিতের সমতুল নহে। কল্পনাপটু ও কারণ্যেরগপ্রধান হিন্দু কবিদ্বেগের কল্পনা ইষ্টতে শকুন্তলা ও উত্তরচরিতের ন্যায় স্বদের কাব্য কখন নিঃস্তত হর নাই । হিন্দুজগতে আবাল-বৃদ্ধবণিতা সকলের নিকটেই শকুন্তলা ও উত্তরচরিতের বেরূপ আধর, অন্য কোনও কাব্যের সেরূপ অাদর নাই । অনেক প্ৰগল্‌ভ বালক জিজ্ঞাসা করিরা থাকে, কালিদাস বড়, ন। ভবভূতি যড় ? প্রশ্নটা শুনিলে, বিবাহের সময় যে জিজ্ঞাসা করে, বর বড়, না কনে বড়,-সেই কথাটা মনে গড়ে । দৈর্ঘ্যে ও প্রস্থে বর বড় হইতে পারেন, মাধুর্য্য ও কাশীয়তার কনে বড়। বুদ্ধি ও বিবেচনাশক্তিতে কথন কখন যুর বড়,—অনেক সময়ে কনে বড় । লেখাপড়ার এতদিন বর বড় ছিল, এখন বলা যায় না, অনেক কনে "ব এ”-উপাধি সম্প্রাপ্ত । কাব্য ও উপন্যাস লেখার আজকাল কনে বড়,—আমরা হtয় মানিয়াছি । কালিদাস বড়, যা ভবভূতি বড়, এ কথা সহজে মীমাংস৷ করিবার ৰোগা নহে। প্ৰগল্‌ভ বালকে বাছাই বলুক, যাহার কবিত্বের মৰ্ম্ম হৃদরের সহিত বুঝিতে পারেন, তাছায়াই এই প্রশ্নের কবি ভবভূতি। తెt - উক্তত্ব দিতে সঙ্কুচিত হইবেন । অনেক গুণে কালিদাস বড়, আবার অনেক গুণে তবভূতি বড়। কালিদাসের রচনা যখুব ও সুললিত, তবভূতির রচলা সেরূপ যখুর নহে, স্থানে স্থানে কৰ্কশ। কালিদাসের উপমাগুলি যেন উপবলে রাশি রাশি বন্যফুল ফুটিয়া রহিস্থাছে, সেইরূপ স্বাভাবিক, যেইরূপ বিচিত্র, সেইরূপ সুগন্ধ ও সুন্দর–হৃদয় যুদ্ধকারী। ভবভূতির সেরূপ উপযাচাতুর্য্য নাই। তম্ভিয় কালিদাসের কল্পনায় যেন আবিস্কারক্ষমতা অধিক আছে, কল্পনা হইতে যে জগৎট যখন স্থষ্টি করেন, কি কণুমুনির আশ্রম, কি উমার জন্মস্থান, কি যকের প্রবাসভূমি, সে জগৎটা বেন সৰ্ব্বাঙ্গসুন্দর হয়, পাঠক সেই জগতে বিচরণ করিতে করিতে বেন বহির্জগৎ ভুলির যান, BBB KDDB BBB BBBB tt g BBBB DD BBS ভূতির কল্পনার এরূপ আবিষ্কারক্ষমতা নাই। আরও বোধ হয়, নানবহৃদরের সরলতা, কমলীয়ত, মধুরতা বর্ণনা করিতেও কালিদাস ভবভূতি হইতে স্বপটু, এবং বহির্ক্সৰ্গং বর্ণনায় কালিদাস অতুল্য। উদাহরণস্থলে আশ্রমবাসিনী শকুন্তলার হৃদয়ের সরলতা ও কমণীয়তা দেখ, এবং যক্ষ বৰ্ণিত ভারতবর্ষের শৈল ও নদী, পুরী ও গ্রাস্তরের বর্ণনা দেখ । এইসমস্ত গুণে কালিদাস বড়, কিন্তু ভৱভূতিও নিগুৰ্ণ মহেন। মানবন্ধদ্বয়ের তীব্ৰ তেজ, তীব্র সর্প, তীব্র দুঃখ বৰ্ণনায় ভবভূতি কালিদাসকে পরাস্ত করেন । মালতীমাধবে যেরূপ BBBBB BBBBBB BBBS BBBBBB BBBB BB BBB নাই। সীতায় বনবাসে স্বেরূপ দুঃখের পর অধিকতর দুঃখের উচ্চ,াগে হৃদর বিধীর্ণ হয়, কালিদাসের কোনও কাবো সেরূপ নাই। সীতা ও রামের প্রগাঢ় প্রণয়, তাহীদের বিচ্ছেদে ভীষণ g -