পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ९s* সাধনা ৷ বেদন, তাহার পর পূৰ্ব্বকথাম্মরণে রামচন্ত্রেব হৃদয়ে শতবৃশ্চিকদংশনাপেক্ষ অধিক যন্ত্রণ, এসমস্ত বেরূপ ভবভূতির তীব্র । লেখনী হইতে নিঃস্থত হইয়াছে, কালিদাসের লেখনীর সেরূপ স্বমতা ... যায় না। শকুন্তলার শোকবর্ণনা সৗভার শোক বর্ণনার সমতুল নহে ; দুষ্মস্তের মনস্তাপ রামচন্দ্রের মনস্তাপের নিকট বৎসামানা বোধ হয় । ফলতঃ সয়ম্ব্যহৃদয়ের তীব্র ও গভীর ভাবগুলি বর্ণনা করিতে ভবভূতি ভারতবর্ষে অতুল্য। বে গুণে ইংরাজী কধিদিগের মধ্যে শেক্ষণীয়র প্রাধনা লাভ ফরিয়াছেন, সে গুণ ভারতবধিদিগের মধ্যে ভবভূতির অধিক পরিমাণে আছে। “ওগেলো" পাঠ করিলে পাঠকের হৃদয় যেরূপ অতিপর উদ্বিগ্ন ও যাতব্যস্ত হয়, উত্তররামচরিত পাঠ করিলে পাঠকের হৃদর সেইরূপ ব্যাকুল ও पञशेौद्र श्हेग्रां ऊँt* । আমর কবিদ্বয়ের দেব গুণ বর্ণনা করিলাম, এক্ষণে কে বড় তাছা ছদনাতলার স্বন্দরীগণ নির্ণর করিয়া লইবেন। এখন কালিদাস ও তবভূতির সময়ে ভারতবর্যের অবস্থা, হিন্দুদিগের অবস্থা জালিতে ইচ্ছা করে। কবিগণ আকাশ হইতে পড়েন নাই, এই আমাদের হিন্দুসমাজেই বাস করিতেন, হিন্দু রাজাদিগের সভা ভূবিত করিতেন, হিন্দু শ্রোতাদিগকে তুষ্ট করিতেন। কোন সময়ের কি প্রকার সমাজে তাহীর আবিভূত হইয়াছিলেন, কোন রাজার সভা বিভূষিত করিয়াছিলেন, এ সকল কথা মামীদের জানিতে ইচ্ছা হয় । কালিদাদের কথা আমরা পুৰ্ব্বে অন্যত্র লিখিয়াছি। খৃষ্টেছ অমুনান ৫৫০ বৎসর পর বখন বিক্রমাদিত রাজা, বিদেশীর আক্রমণৰাষ্ট্ৰীগণকে পরাও ও বিদূরিত করিয়া সিন্ধুতীয় হইতে মগধ | | \ | yr - * جہہ | ?

- - * -

  • -

- - কবি ভবভূতি। ❖፬ፄ প্রদেশ পৰ্য্যস্ত সাম্রাজ্য বিস্তার করেন, বখন উজ্জয়িনী-রাজ১ ধানীতে ভারতবর্যের প্রধান প্রধান পণ্ডিতদিগকে জড় করি, লেন, তখন যেই পতিতদিগের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, সরস্বতীর বরপুত্র কাfণসাস সেই সভায় বিরাজ *fནྀ་རྒྱ༈ ། বিদ্যার আলোক, জ্ঞানের আলোক, কাব্যের আলোক সেইকালে বেরূপ ভারতক্ষেত্রে চারিদিকে বিকীর্ণ হইয়াছিল, সেরূপ তাহাঙ্গ পর আর কখনও হয় নাই। সেই সময়েই, কালিদাসের কিছু পূর্বে, মগধদেশে পাটীপুত্র নগরে জগদ্বিখ্যাত জ্যোতির্ষিদ পণ্ডিত আৰ্য্যভট্ট জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি যে গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন ভাহী অধ্যাপি বর্তমান আছে। স্বৰ্য্য ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ তিনি ণিথিয় গিরাছেন, এবং পৃথিবী যে প্রত্যহ ঘুরিতেছে এ কণাও তাহার প্রাচীন গ্রন্থে প্রতীয়মান হর। আর্য্যভট্ট লিথিয়া গিয়াছেন, "নেীকারোহী ধ্যক্তি যেরূপ নদীর তীরের দিকে চাহির মনে করে, তীরস্থ স্থির বস্তু গুণি পশ্চাভে সরিয়া বাইতেছে, সেইরূপ পরিবর্তদান জগতের লোকে মনে কম্বে যে, আকাশের স্থির তারাগুলি প্রত্যহ সরিয়া বাইতেছে, অর্থাৎ উদয় হইরা অস্ত দাইতেছে।” আৰ্য্যভট্টের পর বরাহমিহির নাগক জ্যোতির্বিদ পণ্ডিত কালিদাসের সগরের লোক, এবং বিক্রমাদিত্যের সভার এক পণ্ডিত ছিলেম। পাচটা প্রাচীন সিন্ধান্ত একত্রিত করিয়। তিনি “পঞ্চসিদ্ধাপ্তিকা" • লামক গ্রন্থ প্রণয়ন করেন, এবং “বৃহৎ • এ পুস্তকধানি প্রতি কাশীধামে মুক্তি ও প্রকাশিত হইয়াছে। হফম্বর কুঙ্কবিহারী সেন মহাশয়ের নিকট আমি এ গ্রন্থ প্রথমে মেখি ।