পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S • আয়োজন করে। লেডী অ্যাসটনও ঠিক সেইরূপ ভাবিয়। আনন্দিত হইলেন । একত্রিংশ পরিচ্ছেদ

In which a witch did dwell, in loathly weeds, And wilsni want all careless of her needs : So choosing solitary to albido, Far from all neighbours, that her devilish deeds And hallish arts from people she might hide, And hurt far off, unknown, whoine'er she envicd. Fairy Queen. লুণী অ্যাস্টনের স্বাস্থোর অবস্থা দেখিয় লেড়ী অ্যাসটন তাঙ্গার পরিচর্য্যার জন্য এল্‌সি গোলেকে নিযুক্ত করিলেন । এই নারীর বিচারবুদ্ধির দৃঢ়তা দেখি লেডী অ্যাস্টন তাহাকে কণ্ঠার জন্য মনোনীত করিয়াছিলেন । অশিক্ষিত জনসাধারণের মধ্যে এলুসি গোলে এক জন বিচক্ষণ ভৌতিক চিকিৎসক বলিয়৷ খ্যাতিলাভ করিয়াছিল । সাধারণ চিকিৎসকগণ যে সব রোগ নিরাময় করিতে পারিতেন না, এই স্ত্রীলোকটি না কি ভাস্থা আরোগ্য করিতে পারিত ; কতকগুলি গাছ-গাছড়া কোন কোন নিদিষ্ট তিথিতে সংগ্ৰহ কঞ্জিয়া মন্ত্ৰ-তন্ত্র দ্বারা সে রোগীর উপর প্রয়োগ কৱিত । তাহাতেই ন! কি অনেক সময় রোগার মনের উপর বিশেষ প্রভাব বিস্তার করির্ত এজন্ত এক্তিবেশীর এবং ধৰ্ম্মযাজকগণ তাখাকে সন্দেহের দৃষ্টিতে দেখিতেন । গোপনে সে ইন্দ্রজাল বা যাদু বিদ্যার চর্চা করিত ; কিন্তু তাঙ্গা সে প্রকাশ করিত না । প্রকৃতপ্রস্তাবে সে শয়তানের উপাসনা করিত । লেড অ্যাসটন ইচ্ছাপূৰ্ব্বক তাহাকে লুসীর জন্য নিযুক্ত করিয়াছিলেন । অন্য কোন সাধারণ গৃহস্থ এরূপ কাৰ্য্য কবিলে জনসাধারণ সে বিষয়ে প্রতিকূল আলোচনা করিত - কিন্তু লেডী অ্যাস্টনের বেল তেমন আপত্তি উথাপিও হইতে পারিল না। সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী গোৰ্ণে মনুষ্যচরিত্র সম্বন্ধে অভিজ্ঞ ছিল । লুসীর উপর তাহার মনে একট। রণা ছিল । কারণ, অন্ধ এলিসের মৃতদেহ পাশ্বে গোলের কদাকার চেহারা দেখিয়া লুসী শিহরিয়া উঠিয়াছিলেন । এই মায়াবিনী লুলীর সঙ্গিনী হিসাবে নিযুক্ত হইবার পর, লুসী তাহার কুৎসিত মূৰ্ত্তি দেখিয়া শিহরণ অনুভব করিলেও, ঐন্দ্রজালিকা বাঙ্গিরের সহানুভূতিপূর্ণ মিষ্ট ব্যবহারে লুসীকে বশ করিবার চেষ্টা করিতে লাগিল । তাহার কৌশলে ক্রমে লুসী তাহার কথায় কর্ণপাত করিতে লাগিলেন । সে অনেক কাঙ্কিনী জানিত । বর্ণনাকৌশলে সে এমনভাবে কল্পনার সাহায্যে কাহিনীগুলির উল্লেখ করিভ ৰে, লুসীর তাহ শুনিতে ভাল লাগিত । ধীরে ধীরে মায়াবিন বহুবিধ বীভৎস কাহিনী লুসীকে শুনাইঙে লাগিল । র্যাভেনসউড পরিবারের সহিত কত চমৎকার কাহিনী বিজড়িত ছিল, তাছাও সে সাঁকে শুনাইতে লাগিল । র্যাভেনসউড পরিবারের শেষ ধংশধর উৎস-সন্নিধানে মৃত কুমারীর প্রণয় যাদ্ধা করিবেন, সে কথাও সে গুণাইতে ভুলিলন । র্যাভেমসউড এলিসের প্রেভাত্মা উৎস-সমাপে দেখিবার পর এলিসের কুটীরে অনবধামত প্রযুক্ত যে সব প্রশ্ন করিয়াছিলেন, ভাঙ্গাও চারিদিকে রাষ্ট হইয়াছিল। গোলে সেই ব্যাপারের উপর রং চড়াইয়। লুসীকে অনেক কথা শুন ইয়া দিল । অন্য কোন ও পরিবার সম্বন্ধে লুসী এরূপ কাহিনী শুনিলে উপেক্ষাভরে উ৬fইয়া দিতে পারিতেন ; কিন্তু তাহার মানসিক অবস্থা এমন সামায়ু পৌঁছিয়াছিল যে, তিনি মনে করিলেণ, এই প্রমের ব্যাপারে র্তাeার কখনই কল্যাণ শুষ্টবে না। এই চিস্ত প্রবল হওয়ায় তিনি অষ্ট কিছুষ্ট আর ভাবিয়া উঠিতে পারিলেন না ! কুসংস্কারের প্রভাব অসামান্ত । সুতরাং দুঃখপীড়িত চিত্ত এই সংস্কারের প্রভাব অতিক্রম করতে পারিল না । কুহকিনীর সহিত অনবরতঃ বসবাস করিয়l, sাহীর গল্প শুনিতে শুনিতে ঙিনি অনেকট। তাহার কবলে গিয়া পড়িলেন। সে নানাভাবে স্বপ্নদৃষ্ট বস্তুর ব্যাখ্যা করিয়া লুসীকে শুনাইত, ঐন্দ্রজালিক বিদ্যার প্রভাবে প্রণয়পাত্রের চিত্র মুকুরে দেখাইত । অনেকের পাণিপ্রার্থ তিনি হইতেছেন, সেরূপ দৃশুও দেখাইত । ইহাতে লুণীয় । যে দৃঢ়তা অবশিষ্ট ছিল, ভাঙ্গাও বিলুপ্ত হইয়। গেল । দিন দিন লুসীর স্বাস্থ্যহীনভার লক্ষণ প্রকাশিত হইতে দেখিয়া, তাহার উচ্চত্রাস্ত দৃষ্টি এবং অসলংগ্ন বাক্য শুনিয়া সার উইলিয়ম শঙ্কিত হুইয়া উঠিলেন ।