পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর ঐন্দ্রজালিকার প্রভাবে এই সব ঘটতেছে মনে করিয়া তিনি অবশেষে তাহাকে বাড়ী হইতে তাড়াইয়া দিলেন । কিন্তু তখন তাঁর যথাস্থানে বিদ্ধ হইয়াছে —আহঙা হরিণী ওখন বিদীর্ণ হৃদয়ে যন্ত্রণায় অস্থির হুইয়া পড়িয়াছে । উক্ত স্ত্রীলোকটির বিতাড়নের অব্যবহিত পরেই পিতামাতার পীড়াপীড়িতে লুসী এক দিন উত্তেজনাভরে বলিয়া উঠিলেন, “স্বৰ্গ, মৰ্ত্ত ও নরক যড়যন্ত্ৰ ক’রে র্যাভেনসউডের সঙ্গে আমার মিলনে বিঘ্ন ঘটাচ্ছে । কিন্তু তবু আমি যে সর্ত করেছি, ত{ ভাঙ্গবার নয় । সুতরাং র্যাভেনসউডের সন্মতি না হ’লে সে বন্ধন ছিন্ন হবে না । তিনি আমাকে মুক্তি দিলে, তোমরা যে পথে ইচ্ছে আমাকে স্বাকে তাকে বলিয়ে দিন্তে পার । হীরা যদি হারিয়ে যার, তখন ষ্টারকপিারের কি মূল্য থাকে ?” যেরূপ ভাঙ্কোঞ্চল এবং উল্লান্ত বৃষ্টিতে চাহিয়া লুসী কথা গুলি বললেন, তাহাতে আর কেহ কোন প্রকার আপত্তি উত্থাপিত কৰিতে পারিল না । সেই সময়ে লেডী অ্যাসটনের প্ররোচনায় এবং নির্দেশক্রমে লুস র্যাভেনস্টডকে যে পত্র লিখিয়াছিলেন, পূৰ্ব্বপরিচ্ছেদে শাহ। ধর্ণত গুঃমৃtছে । কিন্তু সময় আভীত হইলেও উলুর ভাংসিল না। তখন লেউী অ্যাসটন আর এক জনের শরণ লক্টলেন ; রেভাবে ৫ মিঃ বাই দু-দি-বন্ট নামক এক জন প্রেসবিটারীয ধম্মযাজককে তিনি লুসীয় সংস্রবে অনিয়া ফেলিলেন । এই বৃদ্ধ ধৰ্ম্মসজিক অঙ্যস্ত গোড়া ছিলেন । কিন্তু লেড়ী অ্যাসটন তাহাকে আনিয়া পরে নিজের ভুল বুঝিতে পারিলেন : এক দিন সুসীর সহিত গোপনে আলোচনা করিয়া বৃদ্ধ ধৰ্ম্মযাজক অত্যওঁ বিচলিত হক্টয় পড়িলেন । তিনি স্পষ্টই লেডী অ্যাসটনকে বলিয়। দিলেন যে, র্যাভেনসউড়ের সহিত সরাসরি পত্র-ব্যবহার না করিয়া এ বিবাহ ভঙ্গ হইতে পারে না । লুসী বুদ্ধকে জানাইলেন যে, হয় ত র্যাভেনস্টড তাহার পত্র পান মাই। তখন ধৰ্ম্মযাজক স্বয়ং পত্র পাঠাইবার ভার লইলেন । প্রথম পত্রের অনুধারা পরে লিখিয়া লুলী বুদ্ধকে দিলেন । তিনি তাহার শিষ্য সণ্ডাস মুলসাইন নামক এক জন সমুদ্রগামী ব্যক্তিকে ঐ পত্র র্যাভেনসউডের হাতে পৌছাইয়া দিবার আদেশ করিলেন। সে জানাইল যে, র্যাভেনসট্রড যে রাজদরবারে আছেন, সেইখানেই তাহাকে পত্র পৌছাইয়া দিবে । , ইহার পর যাহাবটিয়াছিল, তাছা পূৰ্ব্ব-অধ্যায়ে বর্ণিত হইয়াছে । ృeరి লুীর অবস্থ। তখন ঝটিকাবিক্ষুব্ধ সমূদ্রে নিক্ষিপ্ত নাবিকের মত। যদি একখানি কাষ্ঠদও ঠান্থাব হস্তগত কয়, তাহারষ্ট উপর নির্ভর করিয়৷ জীবন রক্ষা করিলেন । কিন্তু প্রতি মুহূৰ্বেঙ্গ আশা ক্ষীণতর হইতে লাগিল । সম্মুখে শুধু সনান্ধকারমী রজনী--- বিদ্যুতের দীপ্তিতে ফেনাঙ্কিতশীর্ষ উত্তালতরঙ্গমালার ভীষণ দৃপ্ত চক্ষুর সমক্ষে ভালিয়। উঠিতে লাগিল । হয় ত পর-মুহূৰ্বেই অনপ্ত বারিরাশির মধ্যে র্তাহার সমাধিলাভ ঘটিবে । সপ্তাহের পর সপ্তাই-দিনের পর দিন চলিয়া গিয়া নিদিষ্ট দিন সমাপ্যগত হইতে লাগিল, কিন্তু র্যাভেনসউডের কোন ও সংবাদ নাই । দ্বীত্রিংশ পরিচেছদ How far these names, how much unlike they look To all the lilurr'd subscriptions in my book 1 Tho hridegrcoln's letters stand in row above, Tapering, yet straight, liko pine trees in his grove ; While frce and fine the bride's appear Helow, As light and slender as her jessamin's grow. Craile. সেণ্ট জুড়ের উংসবাদন সমাগত গুহল লুসী এই দিনের মধ্যে সংবাদ পাইবেল বলিয়া সময় লইয়াছিলেন । কিন্তু সে দিন a কোল १५ी আসিল না। ্যাভেনসউড় সম্পূর্ণ নীরব । কিন্তু বাক্লে ও ক্রেগেনগেল্ট সেই দিন সকালেই দুর্গে আসিয়া উপস্থিত ইষ্টলেন প্রয়োজনীয় দলিল স্বাক্ষর করিয়। উঠা সম্পাদনের জন্য র্তাহার। আসিলেন । সার উইলিয়ুম অ{{সটন স্বয়ং উই{ সযত্নে সম্পাদন করিয়াছিলেন মসীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখিয়া শুধু যাহার উপস্থিত না থাকিলেই নয়, তাহারাই উপস্থিত হইয়াছিলেন। সার. উইলিয়ম আর কাহাকেও আহবান করেন নাই । দলিল স্বাক্ষরিত হইবার চারি দিন পরেই বিবাহ-ব্যাপার সম্পন্ন