পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 2 ο পারে, এজন্য তাঙ্গকে অনেক প্রকার কৌশল ও চেষ্টার আশ্রয় লইতে ইষ্টল । তিনি ভাল করিয়াই জানিঙেন যে, কন্যার অনিচ্ছার ভাব আছে, ইহা জানিতে পারিলেই, বাক্লো বাকিয় দাড়াইবেন এবং লুসীকে বিবাহ করিতে ঢাহিবেন না । ইতাতে লেড অ্যাস্টনের লজ্জা ও অপমানের সীমা থাকিবে ন। । এ জন্স তিনি সংকল্প করিলেন যে, সে তারিখে বিবাহ হইবে বলিয়া কথা ছি, কন্যার বর্তমান অবস্থা সত্ত্বেও সেই তারিখে বিবাহ দিলেই হইবে । তাহার মনে এইরূপ ধারণ জন্মিল যে, অবস্থাভেদে ৪ স্থানবৈচিত্রে লুসীর এই প্রকার অব্যবস্থতfচ৫৩ার অবসান ঘটিবে । সুতরাং চিকিৎসকগণ ধীরে ধীরে যে ব্যবস্থ অবলম্বন করিতে বলিয়াছিলেন, সে বাবস্থার তিনি অনুমোদন করিলেন না ; সম্বর উইলিয়ম্ অ্যাসটন? মাকু ইসের কবল হইতে সম্পত্তি রক্ষার লেভে তাড়াতাড়ি বাঞ্চলের ন্যায় সম্পত্তি ও প্রভাবশালী পাত্রের সহিত শীঘ্র শীঘ্র কন্যার বিবাহ দিতে সম্ম ত হইলেম কাহা ন৷ হইলে, তিনি ও এগু ভাড়াতাড়ি এ কাজ করিতে চাহিতেন না । বাকলো এবং কর্ণেল অ্যাসটন জানাইলেন যে, স্বেরূপ ব্যাপার ঘটয়া গিয়াছে, তাহার পর নিৰ্দ্ধারি ৩ দিনের এক দিন পরের জন্যও বিবাহ স্থগিত রাখ! সঙ্গত ইষ্টবে ন! ! কারণ, ৬াহাতে অপমানের আশঙ্কা অত্যুগু অধিক । তাহারা উভয়েই র্যাভেনসউডের ব্যবহারের প্রতিশোধ লইতে চাহেন । বাকলে সদি পর প্রকৃত অবস্থার কথ জানিতেন, তাঙ্গ হইলে তত্ত্ব ত তিনি এন্ড তাড়াতাড়ি করিতেন না । কিন্তু দেশীয় তদানীন্তন প্রথা অনুসারে বিবাহের পূৰ্ব্বে কষ্ঠ ও বরের সাক্ষাতের বিধান ছিল না। লেডী অ্যাসটনের ব্যবস্থায় বাঞ্চলে এক দিন ৪ লুলীর দেখা পান নাই, বা তাহার শরীর ও মনের অমুস্থ অবস্থার কথা জানিতে পারেন নাই ; ষে দিন বিবাহ হইবে, তাহার পূঞ্চদিবস, সহস। লুসী বালিকাসুলভ কৌতূহলের বশবৰ্ত্তী হুইয়। স্তস্থার বিবাহকালীন পরিচ্ছদ প্রভৃতি কিরূপে ইয়াছে, তাই দেখিঙে চাহিলেন । বিবাহের দিন স্বর্য্যালোকে চারিদিক ঠালিয়। উঠিল। দূরবর্তী স্থান হইতে নিমন্ত্রিতগণ কল্পার গুহে সমাগত হইলেন । শুধু সার উইলিয়ম ও লেডী অ্যাস্, টনের সম্পর্কিত, আত্মীয়-স্বজন ধে আসিয়াছিলেন, তাহা নহে, ৫০ মাইল দূরবস্ত্রী প্রসিদ্ধ প্রেসবিটারীয় পরিবারের অনেকেই বিবাহোপলক্ষে নিমস্থিত হইয়া সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী ছিলেন । মাকুইস এ—র উপর জয়ডঙ্ক বাঞ্জাইবার জন্য এইরূপ আয়োজন । তাহারা উপস্থিত হইলে প্রচুর ভেঙ্গে তাহাদিগকে পরিতৃপ্ত করা হইল। তার পর সকলে অশ্বারোহণ করিলেন । মাতা ও কনিষ্ঠভ্ৰাভা উভয়পাশ্বে থাকিয়া লুসীকে বাপ্তিরে আনিলেন। সেদিন সী নয়নে এক অপূৰ্ব্ব জ্যোতি এবং আননে গোলাপরাগ ফুটিয়া উঠিয়ছিল। এমন দৃপ্ত বহুদিন কেই দেখে নাই । মহাঙ্গ বসন-ভুষণে অলোকসামান্ত মুন্দরীকে যেন দেবক্যার মত দেখাইতেছিল । পুরুষ 5 মহিলাদল সকলেই তাহার রূপের প্রশংসা করিতে লাগিলেন । সকলে যখন অশ্বারোহণ করিতেছেন, তখন সার উইলিয়ুম কনিষ্ঠ পুত্র হেনরীকে অমুযোগ করিলেন, তাই1র বয়সের উপযোগী তরবারি না লষ্টয়া সে তাহার দাদার তরবারি কটিদেশে ঝুলাইয়াছে কেন ? ঈষ্ঠাতে তাহাকে ভাল মালায় নাই । পিণ্ড। বললেন, “eোমায় যদি আজ তলোয়ার নেবারই ইচ্ছে ছিল, তবে এডিনবরা থেকে যে ছোট গুলোয়ার এসেছিল, সেটা নে গুনি কেন ?" বালক বলিল যে, সে অস্ত্র পাঞ্জয়া যাইতেছে না । সার উইলিয়ম বলিলেন, “সৰ্ণ তুমি যত্ন ক’রে আলাদা ক’রে নিশ্চয় রেখেছিলে । সেটা খুব ভাল জিনিষ, এমন কি, সার উইলিয়ম্ ওয়ালেসেরও যোগ্য—বাল, এখন ঘোড়ায় চড়ে তোমার বোনটির দিকে সতক দৃষ্টি রেখ ” বালক উপদেশ মত অশ্বারোপ্তিদলের মধ্যস্থানে রহিল । সে নিজের বেশভূষা লষ্টয়াই ব্যস্ত ছিল, তাই অন্য দিকে দুষ্ট ছিল না । কিন্তু পরে, তাহার श्रृङ्काকাল পর্য্যন্ত তাহ1র মনে ছিল, গঙ্গার সহোদর প্ল যে ই। ৬ সে স্পর্শ করিয়াছিল, তাই সেন যুতের হাতের ন্যায় হিম-শীতল বলিয়৷ বোধ ইহঁয়াছিল । পাহাড় ও উপত্যক। উত্তীর্ণ হইয়া যথাসময়ে বর ও কন্যাকে লঙ্গয় সঙ্গার দল গির্জায় পৌছিলেন । পরিচারক বর্গ ছাড়াও প্রায় একশ ও নরনারী সে বিবাহ-উৎসবে যোগদান করিয়াছিলেন । প্রেসৰিঢারীয মতে বিবাহের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হইল । গির্জার বাহিরে সমবেত ভিক্ষুক ও দরিদ্রদিগকে খাদ্য ও অর্থাদি বিতরিত ইষ্টল। ডেম্‌ গোলেও ৩tহার দুই জন সঙ্গিনী-ইহারা অন্ধ এলিসের ক্রিয়ার সময় উপস্থিত ছিল—একটা পাথরের উপর বসিয়াছিল । তাহার ও যথাযথভাবে ভিক্ষা পাইল । আলোচনা প্রসঙ্গে এলসি গোলে বলিল, “ওরা যে ভিক্ষে দেছে, তা আমাদের ভালবাসে ব’লে নয়। আমরা খেতে পাইনে, কষ্টে আছি, তার জন্যও নয় ।