পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর হইলে ঙাহাকে বাচান যাইবে না। এই কথা শুনিয়া বাক্লোর বন্ধুর দল নিরস্ত হইলেন । ইহার প্রথমতঃ প্রস্তাব করিয়াছিলেন যে, বাক্লোকে দুর্গ হইতে অন্যত্র লইয়া যাইবেন । এখন তাহার বলিলেন, চারিজন বন্ধু রোগশয্যর পাশ্বে অনুক্ষণ থাকিবেন–র্তাহীদের মনে আর বিশ্বাস নাই । কর্ণেল অ্যাস্টন ও সার উইলিয়ম এই প্রস্তাবে সম্মত হইলেন । তখন বরের অঙ্গাষ্ঠ বন্ধু দুর্গ ত্যাগ করিয়া গেলেন । অতঃপর ডাক্তার লুসীর অবস্থ{ পরীক্ষা করিলেন । তিনি বলিলেন, লুপীর অবস্ত অভ্যস্ত সাংঘাতিক । অল্প চিকিৎসক ও অনতিবিলম্বে আনীত হইল। সমস্ত রাত্রি ধরিয়া লুসী প্ৰলাপ বকিতে লাগিলেন । প্রভাভের দিকে র্তাহার চৈতন্য সম্পূর্ণ ভিরোহিত হুইল । পরদিন অপরায়ুকাল জীবন-সঙ্কটের সন্ধিক্ষণ বসিয়া চিকিৎসকর। ঘোষণা করিলেন । অবস্থ৷ সেইরূপষ্ট দাড়াইল । যদি ৪ একবার তাহার চৈতন্ত সম্পাদিত হইল, এবং কোন রকমে তাহার দেহ হইতে নৈশবাস খুলিয়া লইয়া অন্ত বসন পরীন হইল, কিন্তু যখনই তিনি কণ্ঠদেশে চাত দিয! কি পূজিতে গিয়! পাইলেম না, তখন অfর তাহার দেহ ও মনে শ ক্রর অবশেল রঙ্গিল ন । উৎক্ষেপের পর উৎক্ষেপ তাঙ্গার দেহে দেখা দিল । অবশেষে মৃত্যু আসিয়া সব শেষ করিয়া দিল । সেই ভীষণ দৃষ্ঠের সম্বন্ধে তাহার মুখে একটি কথাও শোনা গেল না । যুবতীর মৃত্যুর পরদিবস বিভাগীয় বিচারপতি তদন্তের জন্ত আসিলেন । কৰ্ত্তব্য অত্যস্ত কঠোর । সুতরাং সেইরূপ শোচনীয় পারিবারিক দুর্ঘটনা সত্ত্বেও যথাসাধ্য কোমলভাবে ঘটনার তদন্ত করিলেন । উন্মাদরোগের আকস্মিক আক্রমণে কন্যা বরকে হত্য করিয়াছেন, এইরূপ অনুমানমূলক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নিৰ্দ্ধারিত হইল না । সে অস্থসাহায্যে বর আহত হইয়াছিলেন, ঘরের মধ্যেই তাহ। আবিষ্কৃত হইল। হেনরী যে ক্ষুদ্র তীক্ষুধার তরবারি ধারণ করিয়া বিবাহ উৎসবে যোগ দিবে বলিয়া এডিনবরা হইতে উন্থ। সংগৃহীত হইয়াছিল, লুণী তাহা কোনও কৌশলে সরাইয়া রাখিয়াছিলেন । বাক্লোর বন্ধুবৰ্গ আশা করিয়াছিলেন যে, আরোগ্য-লাভের পর তিনি এই ঘন তমসাবৃত কাহিনীর উপর আলোকপাত করিবেন। এজন্য সকলেই তাহাকে ব্যাপারটা জানিবার জন্য পীড়াপীড়ি করিবেন । কিন্তু তিনি শারীরিক দুৰ্ব্বলতার দোহাই দিল্প লে প্রশ্নজাল এড়াইয়। যাইভেন । రిఫ్ట్-t ১১৩ তার পর একটু সুস্থ হুইবার পর যখন র্তাহাকে নিজের বাড়ীতে লইয়া যাওয়া হইল, তখন জিজ্ঞাসু বন্ধুগণকে ডাকাইয়া আনিলেন । র্তাহার সম্বন্ধে বন্ধুধর্গের উৎকণ্ঠ ও যত্ন চেষ্টার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া বলিলেন, “বন্ধুগণ, আপনার আমার কথাট। প্রণিধান ক’রে দেখবেন—কোন গল্প আপনাদের শোনাবার মত নেই, আমার আঘাতের জন্য প্রতিহিংস নেবারও অবকাশ নাই । এর পর যদি কোন মহিলা বন্ধু আমাকে সেই শোচনীয় রজনীয় ঘটন। জানবার জন্য পীড়াপীড়ি করেন, আমি এ হ'লে তার কথার কোন জবাব দেব না । কিন্তু মনে করব তিনি আমার বন্ধুত্ব চান না । আর যদি কোন পুরুস বন্ধ এ রকম প্রশ্ন করেন, তা হ’লে তার সে রকম অভদ্রতার ফল হবে দ্বন্দ্বযুদ্ধে আহবান । এই কথা মনে রেথে তারা যেন তামার সঙ্গে ব্যবহার করেন " এরূপ চরম সিদ্ধান্তের পর আর কোনও মন্তব্য করা চলে না । তার পর দেখা গেল, রোগশয্যা ত্যাগ করিবার পর ধাকুলে যেন গম্ভীর, বিষণ্ণ এবং বিচক্ষণ ব্যক্তিতে রূপান্তরিত হইয়াছেন । তাহার এরূপ পরিবর্তন সম্পূর্ণ বিচিত্র ! ক্রেগেনগেল্টকে তিনি অর্থ দিয়| বিদায়ু দিলেন । অতঃপর বাকৃলো প্রবাসে গমন করিলেন। জীবনে তিনি আর স্কটল্যাণ্ডে ফিরিয়া আসেন নাই। যত দিন তিনি জীবিত ছিলেন, বিবাহরজনীর সাংঘাতিক ব্যাপারের প্রসঙ্গ ভিনি কখনও উথাপিত হষ্টতে দেন নাই । অনেকে হয় ত লেখকের এই উক্তিকে কল্পনামূলক অসম্ভ ব্যাপার বলিয়া ভাবিতে পারেনপাঠকের কৌতুহলতৃপ্তির জন্য লেখক বীজে কথা লিখিয়াছেন বলিয়া মনে করিবেন । কিন্তু ঐ সময়কার স্কটল্যাণ্ডের পারিবারিক ইতিহাস পাঠ করিবার সুযোগ যাহাব পাইয়াছেন, তাহার! বুঝিবেন, উপন্যাসে বর্ণিত প্রক্ল ও কাহিনীই কল্পিত ছন্দনামে পরিব্যক্ত হইয়াছে ।