পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর বলিলেন, “আমার বোনের হত্যাকারীর সঙ্গে আমি কথা বলুছি কি ?” কম্পিতকণ্ঠে র্যাভেনসউড বলিবেন, “আপনি ঠিক আমাকে চিনৃতে পেরেছেন ।” কর্ণেল বলিলেন, “আপনার যদি অনুতাপ হয়ে থাকে, ভগবানের সঙ্গে তা নিয়ে বোঝাপড়া করবেন। কিন্তু আমার কাছে ও সব চলবে না।” একখণ্ড কাগজ তাহার হাতে দিয়া কর্ণেল বলিলেন, “এটা আমার তরবারির মাপ | কটার সময়ু আমর! মিলিত হব, এ৩ে লেখা আছে ৷ কলি স্বৰ্য্যোদয়ের পর উলফসহোপের পূর্বদিকের সীমান আমাদের দেখা হবে ।” * র্যাভেনসউন্ড কাগজখানি হাতে লইয়া খানিক ইতস্ততঃ করিলেন । তার পর বলিলেন, “যে লোক মরিয়া হয়েছে, তাকে আরও মরিয়া ক'রে তুলুবেন ন| যত দিন পারেন, জীবনকে ভোগ করুন ; আমার মৃত্যু আমি অঙ্গের কাছ থেকে চেয়ে নেব ।” ডগলাস অ্যাস্টন বললেন, “না, তা হতে পারে না। হয় আপনি আমার হাতে প্রাণ হারাবেন, নয় ও অামাদের পরিবারের ধ্বংসসাধন আপনার হাতেই হবে । আপনি যদি আমার • প্রস্তাবে রাজি ন৷ হন, তা হ’লে আমি আপনাব কাপুরুষ তার কথা গুটিয়ে দেব । একেই রাভেনসউড রিবারের নাম ছড়িয়ে পড়েছে, আপনি নিজ পরিবারের নাম আরও তা হ'লে বাড়ীৰেল ।” উত্তেজিতভাবে র্যাভেনসডন্ড বলিলেন, “তা আমি হ’লে দেব না। আমি ধে বংশের সস্তান, সে বংশকে কেউ কলঙ্কিত করতে পারবে না । বেশ, আমার সঙ্গে সঙ্গেই আমার পিতৃপুরুষের মাম শেষ হয়ে যাবে । আপনার দুন্দযুদ্ধ আমি মেনে নিলাম । ঐ সময়ে ঐখানেই আমার দেখা পাবেন । আমরা ছাড়া তার সেখানে কষ্ট থাকবে না ত ?" “ন, শুধু আমি ও আপনি । সেখান থেকে মাত্র দু জনের এক জন ফিরে আস্থ ।" র্যাভেনসউণ্ড বলিলেন, “ত হ’লে যিনি মারা যাবেন, ভগবান তার অক্সার যেন সদগতি করেন ।” কর্ণেল অ্যাসটন বললেন, “বেশ, তাই হবে । ষে লোককে আমি সৰ্ব্বাস্তঃকরণে ঘৃণা করি, তার সম্বন্ধে আবার এতটা অনুগ্রহ করলুম । তার কারণও আছে। যাকৃ, এখন সরে পড়ুন । ওরা সব এখুনি এসে পড়বে। উলফ তোপের পূৰ্ব্বদিকে সমুদ্রতারের কাছে, কথাটা যেন স্মরণ থাকে । সময় স্বর্ষ্যোদয় – অস্ত্র শুধু তরবারি " , ওী ও 32(t মাষ্টার বলিলেন, “যথেষ্ট হয়েছে। আমি ঠিক যাব ।” উভয়ে পরস্পরের নিকট হইতে সরিয়া গেলেন । কর্ণেল অ্যাসটন তাহার দলের লোকের কাছে ফিরিয়৷ গেলেন। গির্জার বাহিরে একটি বৃক্ষকাণ্ডে র্যাভেনস্ উডের অশ্ব বাধা ছিল । তিনি তাহার পৃষ্ঠে আরোহণ করিলেন । কর্ণেল অ্যাস্টন গুণে ফিরিয়ু গিয়া কোন একটা অজুহাতে সকলের নিকট বিদায় লইলেন । তার পর বেশ পরিবর্তন ক্ষরিয়! অশ্বারোহণে সেই দিন সন্ধ্যায় উল্‌ফসহোপের পান্থনিবাসে আশ্রয় লইলেন । সকালেই সাহাতে প্রতিদ্বন্ধীর সম্মুখীন হইতে পারেন, তাই এই ব্যবস্থ। । র্যাভেনসউড সমস্ত দিনটা কি ভাবে কাটাইয়াছিলেন, তাহ কেহ জানে না । অনেক রাত্রিতে তিনি উলুগ্ধসক্রাগে আসিয়া বৃদ্ধ পরিচারক ক্যালেব ব্যালুডারষ্টোনকে ঘুম হষ্টতে জাগাইলেন । সে ভাবে নাই, সে রাত্রিতে তাহার প্রভু ফিরিয়া আসিবেন । বৃদ্ধ নানা লোকের মারফত মিস অ্যাস্টনের মৃত্যু সম্বন্ধে নানাপ্রকার জনরব শুনিয়াছিল । সে জন্য সে উৎকণ্ঠায় কাপমাপন করিতেছিল । কারণ, পীর মৃত্যুঙে প্রভুর মনের অবস্থা কিরূপ হইবে, তাহা সে কতকট। অনুমান করিয়া লইয়াছিল । র্যাভেনসউড়ের ব্যবহার দেখিয়া সে নিশ্চিন্তু হইতে পারিল না । বৃদ্ধ তাহাঙ্কে কিছু আহার্য দিতে চাহিলে,র্যাভেনস্টড প্রথমে কোন উত্তরঙ্গ দিলেন না । তার পর অকস্মাৎ সুর। পান করিবার ইচ্ছ! প্রকাশ করিলেন । স্বভাবতঃ তিনি পরিমিতভাবে কুর। পান করিতেন । কিন্তু আঞ্জ অনেকটা মদ পান করিয়া ফুেলিলেন । অন্ত কোন আহার্ষ্য গ্রহণে প্রভুর বিরাগ দখধ বৃদ্ধ অবশেষে তাহীকে বাতি ধরিয়া তাহার শয়নকক্ষে লইয়! যাইতে চাহিল । বারবার সে কথা স্মরণ করাইয়। দিলে ৪ ব্ল্যাভেমসউণ্ডের চৈতন্য হইল ন} । অবশেষে তৃত্যের অভিপ্রাঃ હાજમાદા કfમ ૭ાફ1દ્ર પ્રશ્નલ દ કફેનન : ટિકા হইতে আসিবার পর ক্যালের মানবের শয়নগুহু BB BBBS BKKK BBggSBBB S BBBBBB আসিম্বাই রাভেনস্টড বলিলেন, “ন, এখানে নয় । বাবা যে ধরে মারা গিয়েছিলেন, সেই ঘরে অমায় নিয়ে চল । সেই ঘরেই মিস লুসী এক দিন ঘুমিয়েছিলেন ।” “কে বললেন, হুজুর ?" * “মিস্ লুসী, মিস্ অ্যাসন ! বারবার তার নাম উচ্চারণ করিয়ে তুমি কি আমায় মেরে ফেলুতে চাও?”