পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se প্রবল ছিল । নানা প্রকার কৌশল উদ্ভাবনে তাহার অসাধারণ দক্ষতা ছিল।. তিনি বিরুদ্ধবাদী, সংঘর্ষ কামী পাৰ্ব্বত দুর্গাধিপগণকে তেমন শাসনও করিতে পারিতেন না। কিন্তু তাছাক্ট অনুবস্তু ধাছার ছিলেন, তাহারা সংখ্যায় যেমন বেশী, শক্তিতেও তেমনই অপরাজেয় ছিলেন। র্তাহারাই দলপতিকে সকল বিষয়ে পরিচালিত করিতেন ৷"" ক্যাম্বেলরা প্রতিবেশী দুর্গাধিপগণকে যে ভাবে পরাজিত করিয়াছিলেন, তাহাতে সহজে কেহ জায় মাথা তুলিয়া দাড়াইতে পরিবে, সে সম্ভাবনা ছিল না । এইরূপে স্কটল্যাণ্ডের সমগ্র পশ্চিম ও দক্ষিণাংশ তাঙ্কাদের করতলগত হইয়া পড়িয়াছিল। এই অংশই সমগ্র রাজ্যের মধ্যে ঐশ্বৰ্য্যবিভবে শ্রেষ্ঠতম ছিল । ফাইফ শায়ার অঞ্চলটি প্তাহাদেরই একান্ত নিজস্ব হইয়াছিল। 'ফোর্থ’ এবং ‘টের উত্তরাঞ্চলের যাবতীয় শক্তিশালী বন্ধু তাহাদের পক্ষেই ছিলেন । এইরূপে শক্তিশালী হইয়া “স্কটিশ কনভেনসন অব ষ্টেটুস ভাৰিয়াছিলেন যে, তাছাদের অবলম্বিত নীতির পরিবর্তনের কোন প্রয়োজন হইলে, এবং যে ২০ হাজার সৈনিক ইংলিশ পালামেণ্টের বন্ধুগণের সাহায্যার্থ প্রেরিত হইয়াছে, তাং দেশে ফিরাইয়া আনিবার প্রয়োজনও তাহারা অনুভব করেন নাই । যে কারণে কনভেনসন অব ষ্টেটস ইংলণ্ডের গৃহবিবাদের সময় এইরূপ সতর্কতা ও শক্তির কৌতুহল প্রদর্শন করিয়াছিলেন, ইতিহাসে তাহার বিস্তুত বিবরণ প্রদান্ত হইয়াছে । এখানে তাহার সংক্ষিপ্ত ইতিহাস অপ্রাসঙ্গিক হইবে ন । রাজার নিকট হইতে র্তাহাদের নূতন কোন ক্ষতি হইবার আশঙ্ক। ছিল না । রাজা চালর্স এবং স্কটল্যাণ্ডের প্রজাবর্গের সহিত যে সন্ধি হইয়াছিল, তাহ সম্বড়ে রক্ষিত ইষ্টত। কিন্তু স্কটল্যাণ্ডের শাসকগণ ভালরূপই জানিতেন যে, ইংলণ্ডের পালামেণ্টারী দলের সাহায্যে তাহারা রাজার নিকট হইতে বলপূৰ্ব্বক সন্ধিপত্র স্বাক্ষর করাষ্টয়ু লইয়াছিলেন। অবশু রাজ চালর্স এই প্রাচীন রাজ্যের প্লাজধানীতে স্বয়ং দর্শন দিয়াছিলেন, ধৰ্ম্মমতের মৃত্তন সংস্কারে অভিমতৎ প্রদান করিয়াছিলেন, বিরুদ্ধ দলের নেতৃগণকে খেতাবও বিতরণ করিয়াছিলেন, এ সৰই সত্য ; কিন্তু তাহাদের মনে এই সন্দেহ সদা জাগ্রত ছিল যে, সুযোগ আসিলেই রাজা ঐ সব অনিচ্ছা-প্রাপ্ত অধিকার আবার কাড়িয়া লইতেও পারেন । ইংরেজ পালর্ণমেণ্টের দুৰ্ব্বলতা তাহারাশঙ্কিতভাবেই লক্ষ্য করিতেছিলেন । তাছার সার ওয়াটারফ্লটের গ্রন্থাবলী সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন যে, পিঞ্জোই ইংরেজদিগকে কাবু করিৰাৱ হুযোগ পাইলেই রাজা চালস স্কটদিগের উপর প্রতিশোধ লইতে দ্বিধা করিবেন না। যাহারা ভঁাহার বিরুদ্ধাচরণ করিয়াছে, তাহাদিগকে শাস্তি না দিয়া তিনি প্রতিনিবৃত্ত হইবেন না। এই কারণেই তাহারা ইংলণ্ডে একটা বিপুল বাহিনী পাঠাইয়া দিয়াছিলেন । ইংলিশ পালর্ণমেণ্টের বন্ধুগণের সাহায্যার্থ ঐ সেনাদল পাঠাইবার সময় একটি ঘোষণালিপিতে তাহারা সে কথাও জানাইয়া দিয়াছিলেন। ইংলিশ পালামেণ্টের সভ্যগণ তাছাদের বন্ধুজনই ছিলেন, ভবিষ্যতেও তাহারা সে বন্ধুত্ব রক্ষা করিবেন । রাজা চালর্স অবশু কনভেনসন অব ষ্ট্রেটসের অভিলাষাগুযায়ী তাঙ্কাদের ধৰ্ম্মমত প্রতিষ্ঠার অধিকার দিলেও, রাজার ঘোষণালিপিতে সে কথার উল্লেখ ছিল না । সুতরাং রাজার অঙ্গীকার ও কাৰ্য্যাবলীতে অসামঞ্জস্তই প্রকাশিত হইয়াছিল । র্তাহাদের. ঘোষণালিপিতে ছিল, “বিবেকের তুলনায় ভগবানই আমাদের কাছে শ্রেষ্ঠ। উভয় জাতির भtभा *ोखि ७धष्ठिर्छांद्र छन्न, ब्रांछांद्र जञांन-व्रक्रांद्र छछ আমরা ভগবানের বিভূতিই প্রধান লক্ষীভূত ব্যাপার বলিয়া মনে করি । আমাদের সাধু উদেশ্বসিদ্ধির জন্য আমরা সকল প্রকার উপায় বার্থ দেখিয়া অবশেষে ইংলঙে এক দল সেনা পাঠাইয়াছি । ইহা ছাড়া গত্যুস্তর ছিল না।” সর্তকারীদিগের মধ্যে এক দল, পবিত্র সন্ধিসৰ্ব লঙ্ঘনের জন্ত সন্দেহকেই পর্যাপ্ত হেতু বলিয়া মানিয়া লইয়াছিল কি না, সে বিষয়ের ভার আমরা তত্ত্বজ্ঞের উপর নির্ভর করিলাম । তবে এ ক্ষেত্রে দুইটি ঘটনার উল্লেখ প্রাসঙ্গিক বলিয়া মনে করি । রাজার বিশ্বস্ততা সম্বন্ধে স্কটল্যাণ্ডের শাসকগণ ও স্কটজাতি কোনও সন্দেহ পোষণ করিত কি না, তাহার বিচার ইহা হইতেই করা যাইতে পারিবে । প্রথম ঘটন,ট এইরূপ—তাহাদের সেনাদলের প্রকৃতি ও অবস্থা । সেনাদলের পুরোভাগে যাহারা ছিলেন, তাহারা সম্রাস্তবংশীয়, কিন্তু দরিদ্র । তাহাদের পরিচালনাধীন স্কটিশ সেনাদল বেতনভুক্ত ব্যতীত অন্য কিছু নহে। জাৰ্ম্মাণ-যুদ্ধে জাৰ্ম্মাণীর পক্ষে যুদ্ধ করিয়া তাহাদের রাষ্ট্রনীতিক মৰ্য্যাদাবোধ বা অভিমত কিছুই ছিল না। এমন কি, দেশাত্মবোধ পৰ্য্যন্ত তাহারা বিসর্জন দিয়াছিল । তাহারা বুঝিত, ষে বেতন দেয়, তাহার প্রতি বিশ্বাসভাজন থাকিতে হুইবে । কে অর্থ দিতেছে, কেন রাজার বেতনভুক্ত তাহার, সে কথা তাহারা ভাবিতে ভুলিয়া গিয়াছিল।