পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ox Ag সুভরাং বিরোধ-ব্যাপারে স্তায় অন্যায়ের কোনও ধার তাহারা ধারিত না, অথবা সে ব্যাপারে তাহাজের নিজেদের কোন সংস্রব থাকিতে পারে, সে বিচারও তাহারা করিত না। .এইরূপ বেতনভুক্ত সেনাদল এবং তাহাজের যুদ্ধ নায়কগণ সৰ্ব্বদাই লাভের জন্ত উন্মুখ হইয়া থাকিস্ত । ইংলণ্ডে ভাঙ্গর বিনা ভাড়ায় বাসভবন, আহার্য্য এবং বেতন পাইত । তাহার উপর প্রতিদিন ১২ হাজারেরও অধিক টাক। পাইবার লোভে তাহাদের নীতিজ্ঞান বলিয়। আর কিছু অবশিষ্ট ছিল না । ইংলণ্ডের ঐশ্বৰ্য্য যেমন এই সেনাদলকে প্রলুব্ধ করিয়াছিল, জাতির মনেও সেইরূপ একট। প্রবল উত্তেজনা জাগিয়াছিল। উভয় প্রকার ধৰ্ম্মমতের সম্বন্ধে এত অধিক বক্তৃতা ও রচনা বাহির হইয়াছিল যে, জনসাধারণের মন তাeাতে পূর্ণমাত্রায়ু প্রভাবিত হইয়া পড়িয়াছিল। প্রিলাটিষ্ট এবং প্রেসবিটারীয়গণের भ५१ बांशद्र অত্যন্ত গোড়া, তাহারা পোপের মতের অমুসারীদিগের মতই সঙ্কীর্ণচেত। হইয় পড়িয়াছিল । নিজ নিজ ধৰ্ম্মমতের সাহায্যে আত্মার মুক্তি যদি হয় হউক, নচেৎ অন্য ধৰ্ম্মমতে মুক্তির সম্ভাবনা নাই, এইরূপ অন্ধবিশ্বাসে তাহার। মোরিয়া হইয়। উঠিয়ছিল । উভয় দলেরই এই কথা-ভগবানু তাছাদেরই হাতে মুক্তির সনদ পাঠাষ্টয়া দিয়াছেন । প্রেসবিটারীয়রা ইংলিশ পালর্ণমেণ্টে দলে ভারী হইয়। রাজার বিরুদ্ধে অভিমত প্রকাশ করিতেছিল। ইণ্ডিপেণ্ডেণ্ট দল তখন অপেক্ষাকৃত ধনবান শক্তিশালী দলের আশ্রয়েই অবস্থান করিতেছিল। উহার পরিণামে ক্রমওয়েলের পতাকাতলে সমবেত হইয়া অস্ত্রসাহায্যে স্কটল্যাণ্ড ও ইংলণ্ডের প্রেস্বিটারীয় আদর্শকে ভুলুষ্ঠিত করিয়া দিয়াছিল। কিন্তু সে সকল ঘটন। তখনও ভবিষ্যতের গর্ভে নিহিত ছিল । বৰ্ত্তমানে স্কটিশ পালামেণ্ট ইংলণ্ডের কায়-পরায়ণতা, বুদ্ধিবিবেচনা এবং স্থার উপর নিভর করিয়া উহার সহিত সহযোগিতা করিয়াছিল। সামরিক ব্যবহারে ডাহাদের উদেশ্বমত ফল ফলিতেছিল। ফেয়ারফ্যাক্স ও ম্যাঞ্চেষ্টাবের সেনাদলের সহিত স্কটিশ সেনাদলের সম্মেলন-ঘটায়ু, পালামেণ্টারী দল ইয়র্ক অবরোধে সমর্থ হুইয়াছিল । সে যুদ্ধে প্রিন্স রুপাট এবং নিউকাসলের মাকু ইসের সেনাদল পরাভূত হয়। ডেভিড লেসলি অশ্বারোহী সেনাদল সহ বিপুল-বিক্রমে যুদ্ধ করিয়াছিল। ক্রমওয়েলের সেনাদলও অপূৰ্ব্ব বিক্রম দেখাইয়াছিল। ইহারই ফলে সে দিন যুদ্ধজয় হয় । কিন্তু প্রিন্স রুপাটের وهلأسسgني a fశాఖా R ১২১ প্রবল আক্রমণে লরেনের বৃদ্ধ আরল পরাভূত হইয়া ত্ৰিশ মাইল দূরে পলায়ন করেন। তিনি যখন স্কটল্যাণ্ডের দিকে পূর্ণ বেগে পলায়ন করিতেছিলেন, সেই সময় সংবাদপক্ষেষে, তাছাদের পক্ষ সে দিন জয়লাভ করিয়াছে * * - ইংলণ্ডে প্রেস্বিটারীয় প্রতিপত্তি প্রতিষ্ঠিত ইষ্টবার সময় এই বেতনভুক্ত সেনাদল অনুপস্থিত থাকায়, স্কটল্যাণ্ডের “কনভেনশন অব ষ্টেটস"এর শক্তি অনেকটা হ্ৰাস পাইয়াছিল। তাতারই ফলে র্তাহাদের বিরুদ্ধ-দলের আন্দোলন শক্তিশালী হইয়। উঠিয়াছিল । দ্বিতীয় পরিচ্ছেদ |His mother could for him as cradle set Her husband's rusty iron corselet ; Whose jangling sound could hush her babe to rest, That never plain’d of his uneasy nest Then did he dream of dreary wars at hand, woke, and fought, and won, ere he could stand. Hall’s Satires” And আমরা ষে অব্যবস্থিত ও উৎকণ্ঠাপূর্ণ অবস্থার কথা বর্ণনা করিয়াছি, সেই সময়ে, একদা গ্রীষ্মের অপরাহ্লে, এক জন সন্ধাস্ত যুবক, সশস্ত্রভাবে সুশিক্ষিত অশ্বে আরোহণ করিয়া পাৰ্ব্বতা পথে চলিতেছিলেন । র্তাহার পশ্চাতে দুই জন পরিচারক ও সশস্ত্রভাবে অশ্বারোহণে আগমন করিতেছিল ! একটা হ্রদের তাঁর ভূমি দিয়া এই তিন জন অশ্বারোঙ্গ ধীরে ধীরে চলিতেছিল পশ্চিম দিক্‌চক্রবালের সুর্যকিরণ, হ্রদের জলরাশিকে অমুরঞ্জিত করিয়া লিয়াছিল। অতি কষ্টে অশ্বারোল্পীরা অসমওল পথে চলিতেছিল । হ্রদের উত্তরদিকে পাহাড়, কিন্তু দুরারোঙ্ক নহে । পাহাড় অরণ্যে সমাবৃত । প্রকৃতির অনবদ্ধ শোভা পথিকের মন হরণ করিবার উপযোগী হইলেও দেশের সঙ্কট-সঙ্কুল অবস্থায় অশ্বারোহীরা সে মাধুর্য উপভোগ করিবার মত মানসিক অবস্থায় ছিলেন না । দলের যিনি প্রভু, তিনি মাঝে মাঝে অনুচরের সস্থিত কথা বলিবার চেষ্টা করিতেছিলেন । সম্ভবতঃ বর্তমান রাষ্ট্রনীতিক ব্যাপার লইয়াই প্রথম