পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেও অব মনট্রোঙ্গ, তোমার মনিব এখন পাহাড়ে আছেন ? তার সঙ্গে কয়েক জন ইংরেজ অতিথি আছেন বুঝি ?” “আঞ্জে হ্যা। তার সঙ্গে সার মাইল্স মনগ্রেভ এবং ক্রিষ্টোফার হিল আছেন । তারা করেকের অধিবাসী * স্বীয় অনুচরগণের দিকে তাকাইয়া লর্ড বলিলেন, “ছিল ও মনগ্রেভ ? আমি এদের সঙ্গেই দেখা করবার | रु]र्छ ।" ডোনাল্ড বলিল, “সত্যি কথা বলুতে কি, ওঁরা এখানে না এলেই আমি খুশী হই ।” লর্ড বলিলেন, “কেন, ডোনাল্ড ? তুমি ত এমন কৃপণ ধরণের ছিলে না যে, কাউকে খাবার দিতে তোমার অনিচ্ছা হ’তে পারে ?" “ন, হুজুর, খাবার দিতে আমার আপত্তি নেই । কিন্তু এর ভেতর বাজির ব্যাপার অাছে " “ৰাজি!—” লর্ডের মুখে বিস্ময়-রেখা ফুটিয়া ੇਠਿੰਗ | ডোনাল্ড কথাটা লর্ড মেনটিথকে জানাইবার জন্য ব্যগ্র হই। উঠিয়ছিল । সে বলিল, “হুজুর এ পরিবারের আত্মীয় এবং বন্ধু । আপনাকে সব বলছি । আপনি শুনে সুখী হবেন, আমার মনিব প্রায় ইংলণ্ডে গিয়ে থাকেন । সার মনগ্রেভের বাড়াতে তিনি অতিথিও হন । আহারের সময় সার মাইলু মন্‌গ্রেভের টেবলের উপর ছষ্ট বাতিদানে আলে জলে । সেগুলো রূপে দিয়ে তৈরী : সার মনগ্রেভ রহস্যচ্ছলে বলেন যে, এ বকম বাতিদান স্কটল্যাণ্ডে নেই । আমাদের মনিব তা শুনে বলেন যে, ওর চেয়ে ভাল বাতিস্থান র্তার ৰাড়ীতেই আছে। তাই নিয়ে বাঞ্জি লর্ড বলিলেন, “সে তিনি দেশাত্মবোধের জন্যই বলেছিলেন—ভালই করেছিলেন " “সে কথা ঠিক । কিন্তু আমার মনিব বাজি ত জিততে পারবেন না। তা হ’লে দু'শ সোনার টাকা তাকে গণে দিতে হবে * লর্ড বলিলেন, “যে রকম ব্যবস্থা দেখছি, তা হয় ত দিতে হবে । কারণ, সে রকম ভাল বাতিদান তোমরা দেখাভে পারবে না ।" “হুজুর ত জানেন যে, তার সে টাকা দেখার অবস্থা এখন নয় । আমি বলেছিলুম, দুজন ইংরেজ বন্ধু ও তাদের সঙ্গীদের এই দুর্গে বন্ধ, ক’রে রেখে দেওয়া হোক্ । তার পর যখন তারা দাবীর টাকা ছেড়ে দেবেন, ওখন মুক্তি দেওয়া হবে । কিন্তু আমার মনিব সে কথা শুনৃত্তে রাজি নন।” ৩ -১৭ SRS আলান এই সময় উঠিয়া দাড়াইয়া আলোচনায় বাধা দিল। সে বজ্ৰগম্ভীরকণ্ঠে ডোনাল্ডকে বলিল, “তোমার স্পৰ্দ্ধ ত কম নয় ষে, আমার ভাইকে এই রকম পরামর্শ দিয়েছিলে । তুমি কেমন ক’রে জানলে যে, তিনি এই বাজি হারবেন, বা অন্য বাঞ্জি হারতে পারেন ?” বৃদ্ধ পরিচারক বলিল, তা বলেছেন, আলান এম্‌ অউলে। আমার বাবার ছলে একথা বলুতে পারে না, আপনার বাবার ছেলে কি বলুবেন, বা না বলবেন । সুতরাং আমার প্রভু নিঃসন্দেছে বাজি জি ততে পারেন । তবে বাতি জ্বালবার মত শুকনে। গাছের ভাল ছাড়া আর কিছু নেই আলান তীব্ৰকণ্ঠে বলিল, “চুপ কর, বুড় । আর আপনার মশাই, যদি আপনাদের আচার শেষ হয়ে থাকে, অনুগ্রহ ক’রে এ ঘর ছেড়ে দিন। আমি দক্ষিণাঞ্চলে অতিথিদের অভ্যর্থনার জন্ত ঘরট। সাঞ্জিয়ে র! ডোনঃ :, লর্ড মেনটথের বাহু আকর্ষণ করিয়া ব৪ি ল, "চ' : আসুন, কুঙ্কুর । ওর মাথা খারাপ র পর ওকে ঠিক রাখা কঠিন হবে।” সক গুলদর হইতে বাহির হইলেন । লর্ড ও ডেলগেঢ়ি দিক দিয়ু, অপর দুষ্ট জন অন্ত দিক্ দিয়! নিক্রিাপ্ত হুইলেম লর্ড মেনটি ক্যা স্টনের ঠিং বাহির ইয়া কিছু দুর অগ্রসর হইতেষ্ট স্বামী :াঙ্গস এম্‌ অউলে এবং ইংরেজ অতিথিদিগকে আসি দেখিলেন । উভয় nধ্বনি থিত হইল । কারণ, লর্ড মেনটিথ ংরেজ অভ্যাগতদিগের মধ্যে ঘনিষ্ঠ পরিচয় ছিল ক্যাপ্টেন ডেলগেটিৰ পরিচয় পাইয়! গুহস্বামী ভtহাকেও সাদরে অভ্যর্থনা করিলেন । প্রথম পরিচয়ের পলি শেষ হইলে লর্ড মেনর্টিথ দেখিলেন, তঁiষ্ঠার পাৰ্ব্বত্য-দুর্গাধিপের ললাটে অন্ধকারের ছায়া ঘনীভূত হইয়াছে। সার ক্রিক্টোফার ছিল বলিলেন, “আপনি হয় ত শুনেছেন, কমবারল্যাণ্ডে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে । সেনাদল স্কটল্যাণ্ডের দিকে অভিযান করতে নারাজ ; কভেনান্টাররা আমাদের দক্ষিণাঞ্চলের বন্ধুদের উপর অত্যন্ত কঠোর ব্যবহার করছে । আমরা বুঝলাম যে, এখানে কিছু কাজের মত কাজের জোগাড় হচ্ছে, তাই শুধু শুধু ব’সে না থেকে মসগ্রেভকে সঙ্গে নিয়ে এখানে এসেছি ” লর্ড মেনটিথ হালিয়া বলিলেন,"আপশার বোধ হয় সেনাদল, অস্ত্রশস্ত্র এবং টাকা-কড়ি নিয়ে এসেছেন "