পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, পঞ্চম পরিচ্ছেদ Thereby so fearless and so fell he grew, That his own syre and maister of his guise Did often tremble of his horrid view ; And if for dread of hurt would him advise, The angry leastes not rashly to despise, Nor too much to provoke ; for he would «learne The lion stoup to him is lowly wiso, ( A lesson hard, ) and make the libbard storno Leave roaring, when in rage he for revenge did earne. Spenser, সে যুগে ইংরেজরা ভোক্ত বলিয়। প্রসিন্ধিলাভ কর! সত্ত্বেও ক্যাপ্টেন ডেলগেটর কাছে ইংরেজ অভিপির নগণ্য বলিয়' পরিগণিত হইলেন । আহারের সময় ক্যাপ্টেন একটি কথা ? কহে নাই, শুধু গোগ্রাসে ভোভন করিতেছিল । সকলের ভোজন শেষ হইলেও ড়ে গেটির আহারপপা শেষ হইল না । এত দ্রুত এবং এত অধিক পরিমাণ আহারের লম্বন্ধে ডেলগেটি বলিল, “প্রথম অভ্যাসটা কলেজে পড়বার সময়েই আরম্ভ করেছিলাম ; পৰ্য্যাপ্ত ভোজনের অভ্যাসটা বিদেশে গুয়েছিল । আহার্য্য পেলেই আকণ্ঠ ভোজন কর। প্রত্যেক সেনানায়ুকের ধৰ্ম্ম হয়ে উঠেছিল ; যদি কোন দুর্গ অবরুদ্ধ হয়, আর আহাৰ্য্য ন। পা ওয়া যায়, এজহ সকলেই এমন ভোজন করুভ ষে, ২৪ দিন খাবার ন| পেলেও কষ্ট্র ইবে না বলে । তিন দিনের খোরাক সংগ্রহ নীতিটা আমরা মেনে চ'লে এসেছি ।" গৃহস্বামী ক্যাপ্টেনের বুদ্ধির তারিফ করিয়া বলিলেন, এরূপ ব্যবস্থা যথার্থই দুরদর্শিতার স্তোতক । স্বরা আসিল, ডেলগেটি তাহার সদ্ব্যবহার করিল ; ভোজন টেবল সংস্কৃত হইলে লর্ড মেনটিথ প্রশ্ন করিলেন, কোন কোম্ দল শীঘ্র সেনাসহ আসিবে শুনিলেন, যুবক কলকিটো বা আলষ্টার ম্যাকডোনাল্ড আসিতেছেন । তাহাৰ সঙ্গে আন্‌ট্রিমের আরলের সেনাদল আসিবে । মঙ বলিলেম, *ঞ্চল্লকিটো তা হ'লে তোমার নেতৃত্ব মানবে না ?” ১৩১ আলান উপহাসভরে বলিল, “কলকিটে ! আমরা শুধু এক জনকে নেতা করব । তিনি মনট্রোজ ।” “কিন্তু মনট্রোজের কথ। অনেক দিন ধ'রে ও শুনতে পাওয়া যাচ্ছে না । সকলে জ্ঞানে যে, তিনি অক্সফোড এ রাজার কাছে উপদেশপ্রার্থী হয়ে গেছেন " আলান বিদ্রুপভরে বলিল, “ফিরে এসেছেন তিনি ! কিন্তু সে কথায় আমার দরকার নেই । আপনারা শীঘ্রই সব জানতে পারবেন।” লর্ড মেনটিথ বলিলেন, “ভাই আলাম, তোমার এ সব কথায় বন্ধুর ক্লাস্তিৰোধ করছেন । তবে কেন তুমি এ সব বলছ, তার হেতু আমি জানি । আজ তুমি এনট লাইলীকে দেখনি ৷” কঠোরকণ্ঠে আলান বলিল, “কার কথা আপনি বললেন ?” লর্ড মেমটিথ বললেন, “এনট গাইলী-গানের সুন্দরী রাণী এনট লাইলী !" দীর্ঘশ্বাস ত্যাগ করিয়; আলান বলি, “ভগবান করুন, যেন তাকে আর না দেখতে হয় । দেখা যাচ্ছে, তার ইন্দ্রঞ্জাল আপনাকে ও অভিভূত করেছে।” উপেক্ষ ভরে লর্ড বলিলেন, “কেম, আমার উপর প্রভাব পড়বে কেন ?" আলীন বলিল, “আপনার কপালে সাল লেখ৷ রয়েছে যে ! আপনার পরস্পরের ধ্বংসের কারণ হবেন " 4झे द५ १लिदांद्र °द्र ८म अtद्र ड५iग्न भैक्लाझेण ন।--কক্ষ ত্যাগ করিল ! গৃষ্ঠস্বামীকে লক্ষ্য করিয়। লর্ড বলিলেন, “এ রকম অবস্থায় ও অনেক দিন ধ'রে:আছে না কি ?” আঙ্গস বললেন, “তিন দিন ধ'রে চলছে । অবশু ফিটের ভাবট। অনেকটা কেটে গেছে ! ক’ল সকালে ও বেশ মুস্থ হয়ে উঠবে কিন্তু বন্ধুগণ, আস্থন, চুপ করে না থেকে রাজার স্বাস্থ্য পান করা যাক ৷” সকলে তাহাই কারলেন ; শুধু ডেলগেটি আপত্তি জানাইয়। বলিল, “আমি আশ্রয়দাতা এবং লর্ডের স্বাস্থ্য পান করছি । আমি ব'লে রাখছি, যদি আমার ইচ্ছে হয়, কাল আমি কভেনান্টদের সঙ্গে যোগ দিতে পারব " এই কথায় একটা খালযোগ বাধিবার উপক্রম হইল । তথন লর্ড মেনটিথ মণ্যস্থ | সকল কথা বুঝাইয়। দিলেন এবং বলিলেন, “ক্যাপটেন ডেক্স গেটির সাহায্য আমর;ছ পেতে পারব i*