পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনটোজ, এণ্ডারসন বলিল, “আমিও শুনেছি, কিন্তু কথাগুলো বিশ্বাস করতে পারি না ।” লর্ড বলিলেন, “কিন্তু আমার আত্মীয় অtলানের সম্বন্ধে সে কথা খাটে না । আমি দেখেছি, প্রত্যেক বারেই আলান দূরদৃষ্টির পরিচয় দিয়েছে— প্রত্যেকটাই খেটে গেছে । কাজেই ও যে জুয়াচোর বা বাজে কথা বলে তা নয় ।" "হুজুর, তা হ'লে আপনি অলৌকিক ব্যাপার বিশ্বাস করেন " লর্ড বলিলেন, “না এণ্ডারসন, আমি বিশ্বাস করিনে । কিন্তু এ সব ব্যাপারের কোন কৈফিয়ৎ ও পুঁজে পাইনে । যাই হোক, রাত্রি অনেক হয়েছে, এখন ঘুমোনো দরকার ।” স্ৰষ্ঠ পরিচ্ছেদ Coming events cast their shadows hefore, ('ampbell প্রভাতে সকলেষ্ট শষ্যত্যাগ করিলেন । সঙ্গীর সহিত গোপনে দুই চারি কথা আলোচনার পর লর্ড মেনটিথ ডেলগেটিকে জিজ্ঞাসা করিলেন, “ক্যাপ টেন, আর দেরী করা চলে না । এখন বলুন, আপনি আমাদের দলে যোগ দেবেন, না চলে যাবেন ?” ডেলগেটি বলিল, “আগে প্রাতরাশটা শেষ হোক, "ভার পর কথা হবে I* লর্ড বলিলেন, “কিন্তু আমি মনে করেছিলাম, আপনি তিন দিনের খোরাক সংগ্ৰহ ক’রে নিয়েছেন।” ক্যাপ্টেন বলিল, “এখনো খানিকট খালি আছে । সেটা ভৰ্বি ক’রে নিতে অামি চাই । সুযোগ আমি কখনো ছাড়িনে ?” লর্ড বলিলেন, “কিন্তু কোন বিচক্ষণ সেনাপতি প্রয়োজনের অতিরিক্ত কাল অপরকে নিরপেক্ষ १ों कदांद्र अवक* Cशन न! I रङब्रां९ 'श्राँ"मlब्र অভিপ্রায় জানা আমাদের এখুনি দরকার । হয় আপনি নিরাপদে বিদায় নিতে পারেন, নম্ন ত আমাদের দলভুক্ত হতে পারেন ।” ক্যাপ্টেন বলিল, “ঠিক কথা । সুতরাং আমিও আর বৃথা সময় নষ্ট করতে চাইনে । আমার বেতন এবং খাওয়া-পরার একটা ব্যবস্থা হলেই আমি এখুনি আপনাদের দলভূক্ত হয়ে পড়তে পারি।" లి( লর্ড মেনটিগ বলিলেন,"এখন আমরা বেশী বেভন দিতে পারব ন । কারণ, আপাততঃ আমরা সকলে মিলে চাঁদা তুলে খরচ চালাব । মেজর হিসাবে ক্যাপ্টেন ডেলগেটিকে আপাততঃ আমরা অৰ্দ্ধ ডলারের বেশী দিতে পারব না ।" - ক্যাপ্টেন বলিল, “সাধা বা সিকি জাহান্নমে স্বাক ৷” লর্ড বলিলেন, “আপাততঃ আধা নিয়েই সন্তুষ্ট থাকুন, ক্যাপ্টেন । যুদ্ধ শেষ হ’লে বাকি অৰ্দ্ধেক আমি দিতে প্রতিশ দ্য থাকলাম !" ক্যাপ্টেন বলিল, “চিরকালই সব জায়গায় ঐ রকম বকেয়া পাপার প্রতিশ্রুতি পেযে এসেছি। কিন্তু বকেয়া আদায় তার হ’ল মা ; একটা কথা ব’লে রাখি লর্ড, আমার পৈতৃক সম্পত্তি—ড়মথ্যাকেট, যদি কভেনান্টারদের হাতে প’ড়ে থাকে, সেটা আমি ফিরে পেলে, যুদ্ধ শেষ হ’লে টাকা পাব, এই প্রতিশ্রীতিমতে কাজে লেগে যেতে পারি * সিবাল্ড নামক লর্ডের অপর সঙ্গী বলিল, “ক্যাপ্টেনের সম্পত্তিটা বোধ হয় প্রকাও জমি— এবারডিনের পশ্চিমে পাচ মাইল দূরে যে বৃহৎ জায়গাটা আমনি পড়েছিল । সেটা যদি হয়, ভা হ'লে আমি জানাচ্ছি, ইলায়াস ষ্ট্রাচীন সেটা কিনে নিয়েছে " ক্ৰোধ ভরে ডেলগেটি বলিল, “আমার ৪শ বছরের পৈতৃক সম্পত্তি সে গাধাটা কেনে কোন হিসাবে ? আমি তাকে কাণ ধ’রে তাড়িয়ে দেব। গুমুন, লর্ড মেনটিথ, আমি আপনাব কেন দাস-মৃত্যু না হওয়া পর্য্যন্ত আমি আপনাকে ছাড়ব না।” যুবক ওমরাহু বলিলেন, “আমি আপনাকে আগাম এক মাসের বেতন দিয়ে দিচ্ছি ।" টীকাটা পকেটস্থ করিক্তে করিত্রে ক্যাপ্টেন বলিল, “এখন না দিলেও চলত স্বাক্, এবার আমি নীচে গিয়ে ঘোড়ার তদ্ধির করে আসি । ঘোড়াকে জানাব, এবার আমাদের নতুন চাকরী হ’ল । । এণ্ডারসনকে লক্ষ্য করিয়া লর্ড বলিলেন, “তোমার মূল্যবান সেনানীকে পেলে ত? আমি গুর উপর নির্ভর করবার কিছু দেখছি না ।” এণ্ডারসন বলিল, “এখন ঐ রকম দরের লোকই সব । এ রকম লোক ন হ'লে আমাদের সংগ্রাম চালানও ষাবে না ।" লর্ড বলিলেন,"চল, আমরাও নীচে যাই । এদিকে ব্যাপার কতদূর গড়াল, দেখে আসি, গোলমাল ত অনেক হচ্ছে শুনতে পাচ্ছি।”