পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిక বাধা দিয়া আলান বলিল, “এ সব জিনিষ অামার, এনট । মা মরবার সময় এগুলো আমাকে দিয়ে গিয়েছেন । ৫ সব এবং আমার তলোয়ার মাত্র আমার সম্পত্তি । সুতরাং ভূমি এগুলো নিতে পার →এ সব আমার কাছে অকিঞ্চিৎকর । এগুলো তোমার কাছে রাখ—হয় ত যুদ্ধ থেকে আমি ফিরে নাও আসতে পারি ।” বাশ্নটি খুলিয়া এনটের সম্মুখে তুলিয়া ধরিয়া আলান বলিল, "এগুলোর যদি কোন দাম থাকে, তোমার গ্রাসাচ্ছাদনের জন্য ব্যবহার করে । কারণ, এই যুদ্ধের আগুনে এই দুর্গ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আর ত এখানে আশ্রয় মিলুবে না। এর মধ্যে একটা অঙ্গুরীয় তুমি আলানের স্মৃতিচিহ্নস্বরূপ ব্যবহার করে । তোমার দয়া ভুলবার নয়, ভার জঙ্গই আমার এই অনুরোধ ” এনট আশ্ররোধের জন্য ব্যর্থ চেষ্টা করিয়া বলিল, "ভাগ্যহীন পিতৃমাতৃহীন। আমার জন্য তোমার ৰে দরদ, শুধু সেই স্মৃতির জন্য আমি একটা আঙ্গটি নিতে পারি । কিন্তু এর বেশী অম্বরোধ আমায় করো না । এমন দামী জিনিষগুলি আমি নিতে পারি না—পারবও না ।” আলান বলিল, “বেশ, তবে তুমি নিজে একট। বেছে নাও। তামার এ রকম আপত্তির হেতু হয় ত আছে । অন্ত গুলি অবস্থাভেদে তোমার কাজে লাগতেও পারে ” এনট অলঙ্কারাবার হইস্তে সৰ্ব্বাপেক্ষ অল্পমূল্যের একটি অঙ্গুরীয় বাছিয়া লইয়া বলিল, “বাকিগুলি তোমার কাছে রােখ । নিজের জন্তই হোক বা তোমার দ:দার স্ত্রীর জগুই হোক । কিন্তু—হ ভগবান –এ আমি কোম্ জিনিষ পছন্দ ক’রে নিলেম !” জিনিষটা দেখিবার জন্ত স্বালান ভাড়াতাড়ি কাছে মাগাইয়া গেল । ভাস্থার মুখ অন্ধকারে আচ্ছন্ন হইল । জিনিষটা দেখিয়াই আলান বিড়-বড় করিয়া কি বকিল । উহা শুনিবমিত্র, এনটের হাত হইতে অঙ্গুরীয়টি মাটীতে পড়িয় গেল। কুড়াইয়া লইয়া উহ! পাণ্ড মেমটিথ ভৗত এলটের হাতে তুলিঃ দিলেন । গম্ভীৰভাবে আলান বলি, “ভগবান সাক্ষী, আমি নই, তুমি নিজেই এই অমঙ্গলজনক অজুীয় এনটের হাতে দান করেছ। আমার মা এই আংটী উার নিষ্ঠত ভ্রাতার স্মরণার্থ ব্যবহার করতেন ।" হাসিকান্নাজড়তকণ্ঠে এনট বলিল, “আমি অমঙ্গলজনক ব’লে কোন কিছু বিশ্বাস করিনে। আমি ষে সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী छूछमद्दक श्रांयांब्र शृéc°ांवक ब'tण अंक कब्रि, छैitनब्र কাছ থেকে যা কিছু পাব, তাতে আমার কোন অনিষ্টই হ’তে পারে না ।” সে অঙ্গুরীয়কটি তাহার অঙ্গুলীতে ধারণ করিল। তার পর বীণা তুলিয়া লইয়। তাহাতে ঝঙ্কার দিল । সঙ্গীতের ভাবার্থ এইরূপ — - জ্ঞানবৃদ্ধ তত্ত্বদশী ! নক্ষত্রপুঞ্জের দিকে তাকাইয়৷ থাকিয় মনে করিও না যে, তাহীদের কোন শক্তি আছে । যদি বাৰ্দ্ধক্য ও যৌবনের অদৃষ্ট্রলিপি জানিতে চাহ, তাহা হইলে আমার হেলেনের নয়নযুগলে দৃষ্টি সন্নদ্ধ কর । তথাপি, হে মূঢ় জ্যোতিষী, তুমি থাম । তোমার নিজের দুঃখের মাপকাঠিতে যদি তুমি অপরের বেদনার পরিমাণ করিতে চাহ, তাহা হইলে তোমার পরিণামদর্শন সার্থক হইবে না । লর্ড মেনটিথ বলিলেন, “ঠিক বলেছে, এনট । এই প্রাচীন গান ব’লে দিচ্ছে, ভবিষ্যতের বিষয় জানবার চেষ্টা করলে, আমাদের ব্যর্থ হতেই হবে।” দৃঢ়স্বরে আলান বলিল, “না, লর্ড, ও ভুল বলেছে । আমি সাবধান ক’রে দেওয়া সত্ত্বেও তুমি সেটা অগ্রাহ করছ, তা কর । ছয় ত বেঁচে থেকে তুমি সে ঘটনা দেখতে পাবে না । হেসে নী—বিদ্রুপ করো না । অথবা যত জোরে পার ঠাট্ট-বিন্দ্রপ ক’রে নেও । শীঘ্রই তোমার হাসি-ঠাট্ট বন্ধ হয়ে যাবে " লর্ড মেনর্টিথ বলিলেন, “আমি তোমার ভবিষ্যৎ মানিনে । আমার জীবন যত সংক্ষিপ্তই হোক না কেন, হাইল্যাণ্ডের কোন তত্ত্বদশী তার নাগাল পাবে না।" বাধা দিয়! এনট লাইলী বলিল, “দোহাই ভগবানের, আপনি ওঁর স্বভাব ত জানেন । প্রতিবাদ সহ করবার শক্তি ওঁর নেই—* আলানও লাইলীর কপায় বাধা দিয়া বলিল, “আমার জন্য ভয় পেয়ো না । আমার মন এখন স্থির হয়ে আছে—কিন্তু যুব লর্ড, তুমি শোন, আমার দৃষ্টি তোমাকে খুজে বেড়াচ্ছে । কিন্তু হাইল্যাণ্ড লোল্যাণ্ডের সেনারা যেখানে মরে স্ত,পাকারে পড়ে আছে, সেখানে তোমার মৃতদেহ নেই! নিরস্ত্র বন্দীদের মধ্যেও আমি তোমাকে খুঁজে দেখেছি, না, সেখানেও তুমি নেই। বন্দুক-কামানের গোলা ছুটে চলেছে, দলে দলে সৈনিকরা মৃত্যু আলিঙ্গন করছে, কিন্তু সেখানেও তুমি নেই। ফাসৗকাঠ প্রস্তুত । भूब्रांश्ऊि मञ्च °फ़ाउ छेछङ । छल्लोन कूळांब्र झाल প্রস্তুত । কিন্তু সেখানেও তোমার দেখা পেলাম না ।" “তবে কিলে আমার মৃত্যু হবে বল ?”