পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মন্‌ট্রোঞ্জ, কোৰৰদ্ধ ভরবারিতে হস্তার্পণ করিয়া ভিক্‌ অলিষ্টার মুর বলিলেন, “সে প্রমাণ এখুনি দেওয়া যেতে পারে ।" লর্ড মেনটিথ উভয়ের মধ্যস্থলে দাড়াইয়া বলিতে লাগিলেন, স্কটল্যাণ্ডের স্বার্থের দিকে লক্ষ্য রাখিয়া কেহ যেন আত্মকলহে লিপ্ত না হন । দেশের স্বাধীনতা এখন বিপন্ন। বিশেষতঃ রাজার দিকটাই সকলকে বিশেষভাবে লক্ষ্য করিতে হুইবে । অনেকগুলি সর্দার উল্লিখিত উভয় সর্দারের কাহাকেও প্রাধান্ত দিতে সন্মত ছিলেন না, কিন্তু লর্ড মেনটিথের আবেদনে সকলেই সন্মতি দিলেন । এমন কি, স্বপ্রসিদ্ধ ইভান ধু পৰ্য্যস্ত সদন্তকণ্ঠে তাহা ঘোষণা করিলেন । তিনি বলিলেন, “আমি আমার হ্রদ-রাজ্য থেকে এখানে এসেছি ; যেমন নদা ব'ছে আসে । আমি উদ্দেশু সিদ্ধ না হওয়া পৰ্য্যস্ত আর ফিরব না । রাজা র্যাকে সেনাপতিত্ব করবার ভার দেবেন, আমিও র্তাকে মেনে নেব । আমাদের মত লোককে পরিচালিত করতে রাজার নির্বাচিত সেনাপতি নিশ্চয়ই গুণলন হবেন এবং তার বংশমর্য্যাদাও তেমূনি উচ্চ হবে । তা না হ'লে শুধু গুণবান হ'লেই আমরা তার অধীনে যুদ্ধ ক’রে বংশমর্য্যাদা হারাব । ভিনি হবেন সাহসী বীরদিগের অগ্রগণ্য, দৃঢ়চেতা । আমাদের সকলকে সঙ্ঘবদ্ধ ক'রে চালাবার শক্তিও ক্টার চাই ! এমন সেনাপতি দরকার। এখন বলুন লর্ড মেমটিথ, এমন সেনাপতি কি পাওয় স্বাবে ?” আলান ম্যাক্ অউলে বলিয়া উঠিল, “সে রকম এক জনই আছেন “ এই বলিয়া এণ্ডারসনের স্কন্ধদেশে হাত রাখিয়া বলিল, “তিনি এখানেই দাড়িয়ে আছেন ।” সমবেত সদারদিগের মধ্যে বিস্ময়-জনিত গুঞ্জলধ্বনি উত্থিত হইল । তখন এণ্ডারসন তাহার অঙ্গবরণ ফেলিয়া দিলেন । এভক্ষণ তাহার মুখমণ্ডল দেখা যাইতেছিল না । সম্মুখে অগ্রসর হইয়। তিনি বললেন, “এমন কৌতুহলপূর্ণ দৃতে নিৰ্ব্বাকৃভাবে থাকবার আমার ইচ্ছে ছিল না । আমার উপর ষে ভার দেওয়া হয়েছে—এই কাগজে ত! আপনার দেখতে পাবেন–রাজা স্বয়ং স্বাক্ষর করেছেন— তার ভার আমি সাম্লাতে পারব কি না, পরে তা প্রকাশিত হবে । এ আদেশ মোহরাঙ্কিত ক’রে দেওয়া হয়েছে, জেমস গ্রাহাম—আল মনট্রোজকে । তিনিই মহামান্ত প্লাজার পক্ষে সেনাবাহিনী পরিচালিত করবেন ।” እ8% সভাস্তল হইতে প্রবল আনন্দোচ্ছ্বাস উত্থিত হইল । বাস্তবিক, এই পাৰ্ব্বত্য-সর্দারগণ র্তাহার নামুকতা ছাড়া অন্ত কাহারও অধীনতায় যুদ্ধ করিঙে সম্মত ছিল না। বংশমর্য্যাদা ও বীরত্বে তিনি গরীয়ান ছিলেন । মাকু ইস আর্গাইলের সহিঙ তাহার বংশগত শত্রুভ ছিল । আল যমট্রোজ সামরিক কৌশলে মুদক্ষ ছিলেন । তাহার বীরত্ব পরীক্ষিত হইয়াছে । সুতরাং তাহার নেতৃত্বে হাইল্যাণ্ডবাহিনী যুদ্ধজয়ের আশায়ু উৎফুল্প হইয়া উঠিল । অষ্টম পরিচ্ছেদ Our plot is as good a plot as ever was laid ; our friends true & constant ; a good plot, good friends, and full of expectation . an excellent plot, very good freinds. Henry IV. Part I. আননারোল থামিয়। যাইবামাত্র রাজকীয় ঘোষণা পাঠের জন্ম সকলকে নীরব থাকিতে অনুরোধ করা হইল । সকলেই সেই সময় স্ব স্ব মস্তকবরণ উন্মোচন করিলেন । রাজকীর ঘোষপায়ু লিখিত ছিল যে, আল মনট্রোজকে রাজা সেনাপতিপদে নিযুক্ত করিয়৷ বিদ্রোহ-দমনে পাঠাইতেছেন। সকলেই যেন স্ব স্ব সেনাদল সঙ্ক তাহার পতাকাতলে সমবেত হন । রাজকীয় ঘোষণবলে আল মনট্রোজ নিয়মবিধান প্রবর্তন করিতে পারিবেম, ফুস্কৃতকারিগণকে শাস্তি দিণ্ডে পরিবেন, অপরাধীকে ক্ষৰ। করিবার অধিকৃারও তাহার থাকবে । কোন সৈন্তাধাক্ষ বা সৈনিককে নিৰ্ব্বাচন বা কাহাকেও পদচ্যুত করিবার অধিকার ও তাহার রহিল । এক কথায় সকল প্রকার ক্ষমতা তাহাঞ্চে রাজ) প্রদান করিয়াছেন । ঘোষণা-লিপির পাস সমাপ্ত হইৰামাত্র চারিদিক হইতে উচ্চ প্রশংসাধ্বনি উত্থিত হইল । সদারগণের শুভেচ্ছা জ্ঞাত ইছয় আল মমূট্রোঞ্জ সাধারণভাবে এবং প্রত্যেকের নিকট গিয়া সে শুভেচ্ছার বিনিময়ে আমন জ্ঞাপন করিলেন । প্রধান প্রধান সর্দারগণ র্ত{হfর সহিত ব্যক্তিগত ভাবে পরিচিত ছিলেন । , পাৰ্ব্বত্য-পদারগণের রীতিনীতি, চরিত্র সবই উহার সুবিদিত ছিল। তাহার পরিচ্ছদের আড়ম্বর-বিহীনতার সহিত, তাহার ব্যবহারের এমন ৰৈলক্ষণ্য প্রকাশিত হইল