পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ যে, তাহা বিস্ময়কর। প্রথম-দর্শনে মনে হইবে না, তাহার আকৃতিতে কোনও বৈশিষ্ট্য বিদ্যমান। কিন্তু তাহার দিকে দৃষ্টি নিবন্ধ করিয়া রাখিলেই মনে কৌতুহল-উদ্রেক অবশুম্ভাবী। আকারে তিনি মধ্যম অপেক্ষ একটু উচ্চ, কিন্তু তাহার দেহ অসাধারণ বলব্যঞ্জক এবং সুগঠিত । শক্তি-প্রয়োগে এবং পরিশ্রমে তিনি ক্লাস্তিবিহীন বলিয়াই মনে হইবে । মোট কথা, তাহার দেহ লৌহবং দৃঢ় । এমন বলবান দেহ না হইলে তিনি অসাধারণ অভিযানে সাফল্য লাভ করিতে পারিতেন না । সৈনিকের প্রধান গুণ শ্রম-সহিষ্ণুতা , উহা তাহাতে পৰ্য্যাপ্ত পরিমাণে বিদ্যমান ছিল । সকল প্রকার ব্যায়ামে তিনি সুদক্ষ ছিলেন এবং উtহার অঙ্গভঙ্গীও মনোরম } র্তাহার দীর্ঘ পীতাভ কেশরাজি তদানীগুন প্রথামত দ্বিধাবিভক্ত হইয়। কুঞ্চিতভাবে স্বন্ধের দুই পাশ্বে বিলম্বিত । রাজপক্ষভুক্ত উচ্চশ্রেণীর গুণী ব্যক্তিরা এই ভাবের কেশ রক্ষা করিতেন । মনট্রোজ মোটের উপর দেখিতে স্থপুরুষ ছিলেন । র্তাহার নয়নে উজ্জ্বল তীক্ষ দৃষ্টি, আননে দৃঢ়তা ছিল । সমবেও সর্দারবৃন্দ তাহার আকৃতি-প্রকৃতিতে মুগ্ধ হইলেন । আল মনট্রোজ অতঃপর তাহার বর্তমান কৰ্ম্মপন্থার বিপ্নসমূহের ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিলেন । প্রথমতঃ উত্তর-ইংলণ্ডে রাজকীয়দল গঠনে তিনি চেষ্টা করিয়াছেন । মাকু ণ্ঠস্ নিউকাসল স্কটল্যাণ্ড অভিমুখে একদল সেনাসহ এত দিনে যাত্রা করিয়! থাকিবেন । কিন্তু তিনি এখনও পৌছেন মাই । সম্ভবতঃ ইংরেজরা সীমাস্ত অতিক্রম করিতে অনেকট। নারাজ এবং আল এনটিম আইরিশ সমাদল সহ এখনও আসিয়া পৌছেন নাই। এজন্য বোধ হয় বিলম্ব হইতেছে । তাহার অন্যাস্ত চেষ্টাও তেমন ফলবতী হয় নাই | পরমাদ্মীয় মেনটিথের সাহায্যে তিনি ছদ্মবেশে লোল্যাণ্ড বা নিম্নভূমির ভিতর দিয়৷ আসিয়াছেন । কিন্তু আলান ম্যাক্ অউবল কি করিয়া তাহার ছদ্মবেশ সত্ত্বেও তাহাকে চিনিতে পারিয়াছে, তাহা তিনি এখনও বুঝিতে পারেন নাই । একথা শুনিয়া, যাহার। আপানের ভবিষ্যদৃষ্টির কথা বিশ্বাস করত, তাহারা রহস্তভরে হাস্ত করিল। কিন্তু আলান উত্তরে বলিল যে, আল মনট্রোজ হাজার হাজার লোকের নিকট স্বপরিচিত। তিনি হয় ত তাহা নিজেই জানেন না । অবকাশ পাইয়া ক্যাপ্টেন ডেলগেটি বলিয়। উঠিল, “আপনার স্বায়ু মহাশয় ব্যক্তির অধীমতায় সার ওয়াটার স্কটের গ্রন্থাবলী আমি তরবারি-নিষ্কাষণের অবকাশ পেয়ে আঞ্জ ধষ্ঠ হুলুম, লর্ড মহোদয় । স্বতরাং মিঃ আলান भTांद् ७ठेrणग्न चालांछन चांऽब्रt१ चांयाग्न बटन cश ঃখ ছিল, তা আমি দূর ক’রে দিলুম । উনি আমাকে টেবলের সব শেষে বসিয়ে দিয়েছিলেন ব'লে মনে যে ক্ষোভ ছিল, তা আর নেই । তিনি ঠিকই করেছিলেন । সে জন্য আমি মি: আলানকে অভিবাদন জানাচ্ছি।" - হয় ত ডেলগেটির এই উক্তি হইতে আবার বিবাদ বাধিতে পারিত , কিন্তু সেই সময় মনট্রোজ বলিয়। উঠিলেন, “গুমুন, ক্যাপ্টেন ডেলগেটি—না, নী, মেজর ডেলগেটি ! যে আইরিশ-সেনাদলকে আপনার সামরিক অভিজ্ঞতা শেখাবেন, তারা আর বেশী দূরে নেই, আমি সংবাদ পেলুম ” আঙ্গস ম্যাক অৰ্ডলে বলিলেন, “আমাদের শিকারীর মুগমাংস আনবার জন্ত গিয়েছিল । তারা বলছে ষে, একদল বিদেশী অস্ত্রশস্ত্র সহ আসছে । তাদের ভাষা এদেশের কোন লোক বুঝতে পারছে না । আলাষ্টার ম্যাকডোনাল্ড—যাকে লোক ইয়ং কলকিটো বলে, তিনি তাদের নিয়ে আসছেন।” মনট্রোঞ্জ খলিলেন, "ওরা আপনাদেরই সেনাদল । এখনি তাদের কাছে দুভ পাঠান হোক। তাদের ধ! কিছু অভাব আছে, তl uমটাবার ব্যবস্থা করা চাই " আঙ্গস ম্যাক অউলে বলিলেন, "সেটা খুব সহজসাব্য হবে ন! আমি শুনলুম যে, বন্দুক ও সামান্ত গুলীবারুদ ছাড়া আর সব জিনিষেরই তাদের অভাব । সমরের প্রয়োজনীয় অষ্ট কোন জিনিষই তাদের নেই। ঢাকা, জুতা ও পোষাকের অভাবই সব চেয়ে শ্ৰেণী ।” মনট্রোজ বলিলেন, “বড় গল! ক'রে সে কথা ব’লে কোন লাভ নেই । গ্লাসগোর পিউরিটান তাতির বড় বড় গরম কাপড়ের থান তাদের জন্য দেবে— অৰশু ধখন আমরা নেমে যাব । স্কটল্যাণ্ডের বয়স্ক মহিলারা তাদের জন্ত তাবু তৈরী ক’রে দেবে, তা আমি ঠিক জানি । তারা সবাই দেশভক্ত। আর তাদের স্বামীরাও টাকা দিতে পথ পাবেন না ।" ক্যাপ্টেন ডেলগেটি বলিল, “আন্ত্রের কথা যদি বলেন, তা হ’লে এই পুরাণে সৈনিকের কথা শুনুন ; সেনাদলের তিন ভাগের এক ভাগের হাতে থাকুক বন্দুক, বাকি সেনাদল বল্পম নিয়ে যুদ্ধ করবে। বনে ষথেষ্ট কাঠ আছে, আর স্কটল্যাণ্ডের কামাররা বর্শাফলক গ’ড়ে দেবে। প্রতিদিন এক এক জন কামার একশ ক'ৱে ফল তৈরী করে দিতে পারবে । যুদ্ধের