পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- সর ওক্সান্টার স্কটের গ্রন্থাবলী ধৰ্ম্মৰাজক যখন উপাসনাগ্রন্থ খুলিয়। প্রার্থনা করিতে যাইবেন, সেই সময় আদালতের কৰ্ম্মচারী নিষেধাজ্ঞ জ্ঞাপন করিলেন । সমবেত ব্যক্তিগণ অপমাণে জুলিয়; উঠিলেন । মুভের একমাত্র পুত্র এডগার, সকলে তঁহাকে মাষ্ঠীর র্যান্তেম উড় বলিয়া অভিহিন্ত কল্পিত, ইহাতে ভীষণ স্কুদ্ধ হইয়। উঠিলেন । ষ্ঠাহীর বয়স তখন কুড়ি বৎসব । কোষবৃদ্ধ তরবারির শীর্ষদেশে স্থাত রাখিয়! তিনি সরকারী কৰ্ম্মচারীকে ধলিলেন যে, শাক কার্যে বাধা দিতে গেলে তিনি বিপন্ন হইবেন । তার পর ধৰ্ম্ম-কাজককে র্তাহার কাজ কংিবাপ জুস্ত আদেশ প্রদান করিলেন । সরকারী লোকটি প্রাধ। দিবীর চেষ্টা করতে যাইবামাত্র, শত তরবারি কোষমুক্ত ইয়। শূন্তে ঝকৃঝক করিয়া উঠিল । সরকারী কৰ্ম্মচারী জানাইল যে, ভাস্কার কওঁধ্যকর্ঘ্যে বাধাপ্রদান করার ফল ভুগিতে কষ্টলে । এই বলিয়া সে এক পাশ্বে নিস্ক্রিয় হইয়: দাড়াইয়। রঞ্চল । মাঝে মাঝে সে বলিতে লাগিল, “এর ফল ভুগতে হবে, ত! ব'লে খলম ।” দৃশ্বট চিত্রকরের লিকার উপযুক্ত । মন্দিরে দাড়াইয়। পৰ্ম্মধাঞ্জ ক কম্পায় তন্মলেশ্বরে, অনিচ্ছা সত্ত্বে স্তোত্রপাঠ করিতে লাগলেন । তাহাকে বেষ্টন করিয়া মৃতের আত্মীয়-স্বজন দাড়াইয়। ; ঠ1হাদের মুখে ষেন শোকের টিস্থ নষ্ট, শুধু ক্রোধে উদ্দীপ্ত । প্রত্যেকে ; হাতে যুক্ত তরবারি । শুধু যুবক পুত্রের মুখে ক্ষণিক ক্রাধের রেখা ফুটয়া উঠিবার পর, শোকের ছায়ায় গুহ স্নান হুইয়। গিয়াছিল। এ জগতে একমাত্র পিতা ছাড়া তাহার কেহ ছিল না । তিনি গু ঠাক{কে স্ত্যাগ কারম! গিয়াছেন । এড়শার নীরবে তথার শেষ কৰ্ত্তব্য পালন করিলেন । জনস্থ। সমাধিক্ষেত্র হইতে বহির শুষ্টবামা", যুবক এডগার সকলকে সম্বে;ণন “বন্ধুঙ্গন ও ভদ্রমহোদয়-প, আত্মারের শেষকৃত্য-সম্পাদ•ে সাধারণ ক ধ্রুব। সম্পাদন করেন নি । মগদেশে এক জন সাধারণ খৃষ্টানের জন্ত যে ব্যবস্থা ধৰ্ম্মণাস্থে আছে, সপমলেপ পরমাস্কায়ের মৃতদেহের প্রতি সে সম্মানটুকু দেখান ত দুরে থাকুক, সে অধিকার থেকে ৪ বঞ্চিত করব ব চেষ্টা করা হয়েছিল । শুধু আপনাদের সাহসের ফলে আপনাদের আত্মীয়, একটা মহং বংশের লোক আঞ্জ অপমান থেকে রক্ষা পেয়েছেন । সকলে শোক-করুণাচত্তে মৃতদেহের সৎকার করে, অামাদের BBBS BBBB BBBS BBKS MeeS ད་ག་ 3. করিয়া ধণিলেণ, "{{ঞ্জ স্থাপন দের শোকৃ-প্রকাশে বাধা দিয়েছে। আমি জানি, কোন ধন্থ হ'তে এই তাঁর নিক্ষিপ্ত হয়েছে। স্বারা মুতদেহের প্রতি এই রকম অশ্রদ্ধা অপমান দেখায়, তারা নিজের সমাধি নিজেই প্রস্তু ত্ৰ ক’রে রাখে । যার আমার ও আমার বংশের এই অসম্মান করেছে, ভগবান সাক্ষী, আমি তার ও তাঁর বংশের প্রতি উপযুক্ত ব্যবস্থাই করব ।” সমবেত জনতার অধিকাংশই এই বস্তৃতায় প্রশংসা করিল। কিন্তু যাহারা স্থিরবুদ্ধি ও শাস্ত প্রকৃতির, তাহারা বলিল যে, এমন ভাবের কথা না বলিলেই ভাল ছিল । র্যাভেন্‌সউডের উত্তরাধিকারীর এমন সম্পত্তি নাই যে, তিনি দীর্ঘকাল ধরিয়া এই বিরোধ চালাইয়া যাইতে পারিবেন। কারণ, কথাগুলি শুনিয়। অপর পক্ষের ক্রোধ উদ্দীপ্ত হইবেই। তাহাতে বিরোধ আরও বাড়িয়া যাইবে । শোকাৰ্ব্বগণ দুর্গে প্রত্যাবৰ্ত্তন করিল। পূৰ্ব্বপ্রথা অনুসারে—সে প্রথা ইদানী রহিত হইয়াছিল— মুতের আত্মীর উদ্দেশে সুরাপান অনর্গল চলিতে লাগিল । নানাবিধ ভোজ্যও সকলে গ্রহণ করিল। এক দিনের ভোজে “উগারের গুই বৎসরের অায় বাঞ্ছিত হুইয়া গেল । পুরাদমে পান-ভোক্তন শেষ করিয়া সকলে পরম উৎসাহ প্রকাশ করিতে লাগিল। শুধু যুবক এডগার এক বিন্দু স্বরাও গ্রহণ করিলেন ন! । পাণ-ভোজন শেষ হইলে একে একে সকলেই বিদায় গ্রহণ করিল। যাইবার সময় সরকার পক্ষের কর্যের কেহ কেহ ইব্র প্রতিবাদ করিল— অবং পরদিবস সে কথ! কাহারই আর মনে থাকিবে মা ! কেহ কেহ অপমাদিগকে নিরাপদে রাখিবার জন্য স্ব স্ব টক্তি ফিরাইয়া লইবার সংকল্পও স্থির করিয়! ট্রাথিল । যুবক র্যাভেনদউড় অবজ্ঞাভরে সকলকে বিদায় দিলেন । সে অবজ্ঞা ভাব গোপন রাখিবার প্রয়াসও তিনি পাহলেন না। বাড়ী নীরব হইলে ভিনি পরিত্যক্ত হলঘরে প্রত্যাবৰ্ত্তন করিলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হইলেন ।