পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6 to সে সময় সার ডনকান কোন উত্তর করিলেন না । পরে চলিতে চলিতে হস্তস্থিত ষষ্টির দ্বারা প্রাচীরে শব্দ কবিলেন । তাহাতে অভিজ্ঞ সৈনিক ডেলগেটি বুঝিল, সেখানে কামান সাজান আছে । ঐ প্রস্তরসোপানপথে সেনাদল আসিলে তাঙ্কার গোলার षाघाउ छूर्न इक्वेब याशेन । এইরূপ অনেকগুলি সোপানপথ অতিক্রম করিয়া ক্যাপ্টেন প্রাঙ্গণে নীত হইল । সে বুঝিল, সার ডনৃকান দুর্গটিকে সৰ্ব্বপ্রষত্নে স্বরক্ষিত রাখিয়াছেন । উভয়ে একটি হলঘরে উপস্থিত হইলেন । সেখানে নানা প্রকার সুস্বাদু ভোজ্য টেবলের উপর রক্ষিত ছিল । ডেলগেটি তাহার সদ্ব্যবহারে নিযুক্ত হইল । তাহার পর ক্যাপ্টেন বলিতে লাগিল যে, সার ডনৃকানের দুর্গ সুরক্ষিত হুইলেও স্থলপথে আক্রান্ত হইতে পারে। এজন্য সম্মুখের পাহাড়ে কামান রাখার ব্যবস্থা করা উচিত । সার ডল্‌কান সংক্ষেপে বলিলেন, “স্থলপথে কামান সই শত্ৰু-সৈন্সের আসবার কোন উপায় নাই। চার দিকে জল ভূমি । তা ছাড়া যে পথ আছে, ইচ্ছামাত্র তাকে জলাভূমিতে পরিণত করা যেতে পারে ” • ক্যাপ্টেন নাছোড়বনাভাবে বলিল, “সে কথা বলবেন না, সার ডনকান। আমাদের আভজ্ঞতায় জানি যে, যেখানে সমুদ্রতটভূমি আছে, যতই দুর্গম হোক, সেখানে কামান নিয়ে সেনা নিয়ে যেতে পারা যায় । কোন দুর্গই অজেয় নয়, সার ডনৃকান । এমন দেখ গেছে যে, অজেয়ু দুর্গ, বিশ ত্রিশ ক্ষুন খরমধারী সেনারা দখল করেছে । অথচ সে দুর্গে তার দ্বিগুণ সৈন্তও ছিল ! আমি জানি, পসিশ জুল বল্লমধারী সেনা, দ্বিগুণ দৈনিকপূর্ণ অজেয় দুর্গ দখল ক'রে সকলকে বন করেছিল ।” সার ডনৃকামূ অল্প কথা লোক হলেও বলিলেন, “ক্যাপ্টেন ডেলগেটি, সে কথা আমি বুঝি । আমার এই সামান্ত দুর্গে যে ব্যবস্থা আছে, তাতে ক্যাপ্টেন ডেলগেটিও যদি আক্রমণের চেষ্টা করেন, ও ৩ দেখতে পাবেন ।” ক্যাপ্টেন নিরস্ত হইবার আরও উপদেশ দিঠে গেল । ডস্কান্‌ কক্ষত্যাগ করিলেন । তখন ডেলগেটি তাহার অশ্বের ভাগ্যে কি ঘটিয়াছে, তাহা জানিবার জন্য প্রাঙ্গণে নামিয়া আসিল । , ভেগগেটি বলিয়া উঠিল, "এরা ও আমার লোক নষ্ট্রে । সে এমন সময় সার সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী ভাষা বোঝে না, ওদের সঙ্কেঙকথাও এখন কি করা যায় ?” সহসা দেখানে অতর্কিতভাবে আবিভূর্ত হইয়৷ সার ডনকান বলিলেন, “ক্যাপ্টেন ডেলগেট, আমি আপনার ঘোড়ার জামিনদার আছি । চলুন, আমরা দুজনে গিয়ে দেখে আসি, আপনার প্রিয় অশ্ব কেমন आtछ् " যাহতে যাইতে সার ডনৃকান দুৰ্গরক্ষার উপায়গুলি দেখাইয় দিলেন । কিন্তু তথাপি ক্যাপ্টেন নিজের জিদ ছাড়িল না । সে বুঝাইয়। দিল, অদুরবৰ্ত্তী পাহাড়ে কামান সজ্জা করিয়া রাখা উচিত । সে কথার উত্তর এড়াইয়া সার ডনৃকান অশ্বশালায় উপস্থিত হইলেন । সেখানে ডেলগেটি দেখিল, তাহার অশ্বকে যত্নের সহিতই রাখা হইয়াছে ; সেখান হইতে ডেলগেটি সার ডনকানের সাইত দুর্গে ফিরিয়া আসিল । যখন ডিনার ভোজ প্রস্ত্র ত হইবে, সে সময় ঘণ্টাধ্বনি হইবে । এই কথা জানাইয়৷ ৬েলগেটিকে বিশ্রাম কক্ষে রাখিয়া সার ডমৃকান চলিয়া গেলেন । জানিনে । একাদশ পরিচেছদ ls this thy eastle, Baldwin 7 Melancholy Displays her sabble banner from the donjon })arkening the foam of the surge beneath. Were s a habitant, to see this gloom Pollute the face of nature, and to hear The ceaselees sound of wave and sea bird's scream, I'd wish me in the hut that poorest peasant E’or framed, to give him temporary shelter. Brown. সাহসী রিটমাষ্টার ডেলগেটি অবকাশসময়টি সার ডনকান ক্যাম্বেলের দুর্গের বহির্ভাগটি ভাল করিয়া পরীক্ষা করিবার সংকল্প করিয়াছিল । কিন্তু তাহার সে উদেষ্ঠ সফল হুইল না । সে দেখিল, এক জন হাইল্যাণ্ডার একখানি কুঠার হস্তে তাহার ঘরের দ্বারদেশে দাড়াইয়া রহিয়াছে। সে ইঙ্গিতে এমন ভাব প্রকাশ করিল যে, ডেলগেটি তখনৃ সন্মানজনক বন্দিদশায় বুদ্ধিয়াছে। m