পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, কিন্তু প্রাতরাশের পর এত বেল পর্য্যন্তু ডেলগেটির উদরগহ্বরে কিছু পড়ে নাই বলিয়। সে এ সকল দৃশ্ব ;কছুই লক্ষ্য করিল না । হ্রদের তীরে তীরে সুবিস্তৃত অরণ্য-তন্মধ্যে অংসখ্য বাসভবন । তীরভূমিতে চর্ণ অবস্থিত। তাহার সুন্দর দুখ মনকে অভিভূত করে } ডেলগেটি এ সকল কিছুই দেখিল না। সে শুধু দেখিল, দুর্গের চিম্নী চইতে ধূমজাল বহির হইতেছে । সেখানে প্রচুর খাদ্য মিলিবে, ইহ ভাবিয়া আশাস্থিত wষ্টিতেই সেই দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখিল । জলযান অবশেষে তারভূমির কাছে আসিল । ক্ষুদ্র সন্থর ইনভারের দেখ! যাইতেছিল । ত্বদের পারঘাট। হইভে পথ দুৰ্গভোরণ পর্য্যস্ত প্রস্থত । সে দুর্গ দেখিয়! দুৰ্ব্বলচেত। লোক ভয়ে শিঙ্গরয় উঠিত। কিন্তু ডেলগোট অত সহজে ভয় পাইবার লোক নহে । দ্বাদশ পরিচে্ছদ For close designs and crooked counsels fit, Sagacious, hold, and turhulent of wit, Restless, unsix’d in principle and place, In power unpleased, in patient in disgrace. Absalom and Aeliitoloheł. সপ্তদশ শতাব্দীতে ইনভারেরি গণ্ডগ্ৰাম ছিল । তখন ইহার ব!ড়াগুলি .তমম স্নদণ্ড ছিল ন! ; রাজপথগুলিও বাধীন হয় নাই । গ্রামের বাজারের কাছ দিয়া ক্যাপ্টেন গুেলগেটি যখন আশ্বারোহণে যাইভেছিলেন, তখন একটা কণ্ঠদণ্ডে পাচ জন লোককে ক্রাসী দেওয়া হইয়াছিল । তাহাদের মৃতদেহ ঝুলিন্তেছিল । কাছেই কয়েক - জন নারী বসিয়াছিল । সম্ভবতঃ তাছার মৃতব্যক্তিদিগের আত্মীয় । ক্যাপ্টেন ডেলগেটি সঙ্গীiদগকে জিজ্ঞাসা করিল, যাহাদের দেহ ঝুলিতেছে, তাতার কি অপরাধ করিয়াছিল ? সঙ্গী দুৰ্ব্বোধ্য ইংরেজিতে যাহ! বলিল, তাহার ভাবাৰ্থ এই যে, ম্যাককলম্ মুর তাহাদিগকে যে কাৰ্য্য করিতে আদেশ দিয়াছিলেন, তাহারা তাক। প্রতিপালন করে নাই, তাই তাহাদের ফাসী দেওয়৷ হইয়াছে। ডেলগেটি আর কোন প্রশ্ন করিল না । কারণ, সার ডনকান ক্যাম্বেলের যে আত্মীয় সাঙ্গ আসিতে‘ছল, সে অধিক কথা বলিতে সক্ষত ছিল না। - هج سياسي (లి দুৰ্গতোরণে গিয়া ডেলগেটি আর একটি দৃপ্ত দেখিল । একটি হাড়িকাঠ ও তাহার সন্মুখে একখানি রুধির-রঞ্জিত কুঠার । অল্পদিন পূৰ্ব্বেই ঐ কুঠারে কাচার ও জীবন গিয়া থাকিবে । ক্যাপ্টেনের সঙ্গী আঙ্গুলী-নিৰ্দেশ সহকারে একটি কাষ্ঠদণ্ডের উপর একটি ছিন্ন নরমুণ্ড দেখাইল । তোরণের কাছে আসিয়া ডেলগেটি অশ্ব হইতে অবতীর্ণ হইল । অন্য লোক আসিয়! গুস্থার অশ্ব আস্তাবলের দিকে লইয়া গেল ! ইহাতে ক্যাপ্টেনের মনে বড় যক্ষ্মণ বোধ হইল ! সে তখন একবার মনে করিল, ঘোড়াটাকে সে যদি ডারমলিনভারচএ রাখিয়া আসিত ত খুবই ভাল হইভ । অবশেষে ডেলগেটি একটি হলঘরে প্রবিষ্ট হুইল । সেখানে বহু সশস্ত্র তাইল্যাণ্ডারকে সে দেখিল । এইখানে তাহাকে অপেক্ষা করিতে হইবে । মাকুষ্টিসেব কাছে তাহার আগমন-সংবাদ প্রেরণ করা হইল । সেই সময় ক্যাপ্টেন সার ডনকাম্ লিখিত শীলমোক্ষর কর পত্ৰখালি সংবাদ-বাক্ষকের হাতে দিয়া বলিল যে, পত্ৰখানা যেন খোদ মাকুইসের হাতে দেওয়! শুধু ! লোকটা স্বীকার করিয়া চলিয়৷ গেল । ক্যাপ্টেম আধঘণ্টাকাল সেখানে বসিয়। রহিল । অপর লোক গুলি তাহাকে দেখিয়ু নানাপ্রকার বিদ্যুপ ও অঙ্গ-ভঙ্গা করিতেছিল, কিন্তু সৈনিকপুরুষ সে সব গায় মাখিল না ! অতঃপর মাকুষ্টিসের বড় খানসাম কালো মখমলের পোষাল পরিয়া সেখানে আপিল । সে তাঙ্গকে গম্ভীরভাবে প্রভূর কাছে যাইবার জন্য আহবান কঞ্চিল । অনেকগুলি কক্ষ অতিক্রম করার পর ডেলগেটি আর একটি কক্ষে নীত হইল । সেখানকার স্বসজ্জিত ভৃত্যগণ কৌতুহলপূর্ণ দৃষ্টিতে ক্যাপ্টেনকে দেখিতেছিল। ক্যাপ্টেন সেন দেখিয় ৪ দেখিল অনুরূপ আর একটি কক্ষ পার হইয় লেগেটি মাকুইসের সমক্ষে নীত হুইল । সেখানে অনেক ভূত ছিল । ক্যাপ্টেন ডেলগেটিকে প্রবেশাধিকার দিবার জন্য রুদ্ধ দ্বার মুক্ত হইল । ঘবটি উত্তমরূপে সজ্জিত । কক্ষের এক প্রাস্তে উচ্চাসনে মাকু ইস দাড়াইয়। ছিলেন । তাহার চাৰ্বি পাশ্বে বহু হাইল্যাণ্ড ও লোলাগু কৰ্ম্মচারী বা পদস্থ সদার । গম্ভীরভাবে মাকুইস একবার ক্যাপ্টেনের দিকে দৃষ্টিপাত করিলেন । তাহার সহচরগণও ডেলগেটর মনে ভাঙি জন্মাইবার মত গাম্ভীৰ্য্য অবলম্বন 국 II