পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S6:8 করিলেন । কিন্তু ৬েলগেটি ভয় পাইবার লোক ছিল না। দীর্ঘকাল সে বিদেশে ভীষণ সংগ্রামে দিন কাটাইয়াছে—বস্তু বড় বীরের সহিত বলপরীক্ষা করিয়াছে । সুতরাং সে বেশ সহজভাবেই সব লক্ষ্য করিতে লাগিল ! পরিচিত হইবার পরই সে সপ্রতিভভাবে মাকুইসের দিকে অগ্রসর হইল। কিন্তু হস্তেঙ্গিতে মাকুইস তাহাকে থামিতে বলিলেন । মাকুইস বলিলেন, “আপনি কে, কি চান এখানে ?" ডেলগেটি বলিল, “এ খুব উত্তম প্রস্তাব । আমি সব বলছি—মার্শেল কলেজে এই রকম শিক্ষাই আমরা পেয়েছিলুম।” পাশ্ববৰ্ত্তী এক জন ভদ্রলোককে সম্বোধন করিয়া তীব্র কণ্ঠে মাকুইস বলিলেন, “সীম, দেখ ভ, লোকটা কে ?” ক্যাপ্টেন বলিল, “ওঁকে কষ্ট দিতে চাইনে, আমি নিজেই বলছি । আমার নাম ডুগাল ডেলগোট । আমি অনেক জায়গায় রিট মাষ্টার ছিলাম। এখন আমি মেজর । আইরিশ সেনাদলের মেজর । আমি শক্তিশালী আল মনট্রোজের মশাই ? কাছ থেকে সন্ধির বার্তা নিয়ে এসেছি । তিনি এখন রাজার প্রধান সেনাপতি । ভগবান রাজা চালকে দীর্ঘজীবী করুন।” মাকু ইস বলিলেন, “আপনি জানেন, কোথায় আপনি এসেছেন, আর কাদের সঙ্গে কথা বল্‌ছেন ? আপনি কি আমাকে খোক। পেয়েছেন না কি ? আল মনট্রোজ ইংরেজ শক্রদের দলে । আর আপনি টাকার লোভে দলত্যাগ—আইরিশদের এক জন—এদেশ জালিয়ে পুড়িয়ে দিতে এসেছেন ।” ক্যাপ্টেন ডেলগেটি বলিল, “আমি টাকার লোভে দল ছেড়ে আসিনি, লর্ড । অবস্থা আইরিশ সেনাদলের আমি সেনাপতি বটে ; এ ক্ষেত্রে আপনাকে চিরজয়ী গষ্টেভাস আডলফস, রণদক্ষ স্ত্যাক্সউইমারের ডিউক, টিলি, ওয়ালেন্‌ষ্টিন্‌, পিকোলোমিসি প্রভৃতি মৃত ও জীবিত সেনাপতির নাম স্মরণ করিয়ে দিতে চাই । আর আলি মনট্রোজের তরফ থেকে এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই যে, তিনি আমাকে পূর্ণ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন । পত্ৰখানা পড়ে দেখুন।” উপেক্ষাভরে মাকু ইল শীলমোহর করা পত্ৰখানির দিকে চাহিলেন । তার পর নিতান্ত অবজ্ঞাভরে উন্থ "টেবলের উপর নিক্ষেপ করিলেন। তার পর সমবেত সাfর ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী সদস্যগণকে জিজ্ঞাসা করিলেন, শত্রুপক্ষের নিকট হইতে যে ব্যক্তি আসিয়াছে, তাহার সম্বন্ধে কিরূপ ব্যবহার করা যায় ? এক জন বলিল, “ফাসৗকাঠে চটপট ঝুলিয়ে দিন ।” ডেলগেটি বলিল, “যে সৈনিক পুরুষ এখন কথা বল্‌ছেন, তাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, এত ভাড়াতাড়ি মাকুইস ষেন কোন সিদ্ধান্ত না করেন । যারা বীর, তাদের সম্বন্ধে এরকম ব্যবস্থা সঙ্গত হবে ন। ল ছাড়া দূতের সঙ্গে এ রকম ব্যবস্থা কেউ করে না ।" মাকু ইস বলিলেন, “আপনাকে আমাদের সামরিক আইন শেখাতে হবে না । যারা বিদ্রোহী, তাদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা আছে । সেই ব্যবস্থাই আমি করব ।” ডেলগেটি এবকম অবস্থার আশঙ্কা করে নাই । সে একটু বিরক্ত হইয়াই বলিল, “ভদ্রমহোদয়গণ, আমার ঘোড়া ও আমার যদি কোন অনিষ্ট হয়, সেজন্য আল মনট্রোজ আপনাদেরই দায়ী করবেন । তিনি তার উপযুক্ত প্রতিশোধও দেবেন।" এই ভাঙিপ্রদর্শনে সকলে হাসিয়া উঠিল। ক্যাম্বেলদিগের এক জন বলিলেন, “সে সাধ্য পালে ত!” তভাগ্য ক্যাপ্টেন তখন বলিল, “আমি এ দেশে নতুন এসেছি, সুতরাং কার কি সাধ্য হবে, তা জানিনে । কিন্তু সার ডনকান ক্যাম্বেল আমার নিরাপদে প্রত্যাবর্তনের দায়িত্ব নিয়ে এসেছেন । এখন যদি তার সন্মান আপনার মা রাখেন, তা হ'লে তার নামেই কলঙ্ক রটবে ” এ সংবাদ যেন অনেকের কাছেই নূতন বলিয়া মনে হইল । তাহার। তখন জনাস্তিকে কি আলোচনা করিতে লাগিলেন । মাকু ইসের আননেও যে ভাবস্তুর-রেখা ফুটিয়া উঠিয়াছিল, তাহা তিনিও গোপন করিতে পারিলেন না । এক জন মাকুইসকে সম্বোধন করিয়া ৰলিলেন, "সার ডনকান ক্যাম্বেল কি এই লোকটির জীবনের দায়িত্ব নিয়েছেন না কি ?” মাকুইস বলিলেন, “আমি কথাটা বিশ্বাস করিনে। তবে তার চিঠিখানা এখনো প’ড়ে উঠতে পারিনি।” ক্যাম্বেলদিগের এক জন বলিলেন, "তা হ'লে লর্ড মহোদয় চিঠিখানা প’ড়ে ফেলুন। তার নামে কলঙ্ক হৰে, সেটা আমরা সহ্য করতে পারব না।”