পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, এক জন ধৰ্ম্মযাজক বলিলেন, "মৃত পতঙ্গথেকে ঔষধ-বিক্রেতা মলম ক'রে থাকে " ডেলগেটি বলিল, “ধন্মযাজক মশাই, আপনার এ তুলনা আমি ক্ষমা করলাম। আর যে সৈনিক পুরুষ আমাকে "এই লোকটা ব’লে উল্লেখ করেছেন, তাকেও ক্ষমা করলাম। গষ্টেভস এলফস প্রভৃতি যাকে সন্মান ক'রে চলতেন, সেই লোকটিকে এরকম অবজ্ঞা করা উচিত হয় নি । বরং বলতে পারতেন, "এই সৈনিক’। তবে সার ডনৃকান ক্যাম্বেল সম্বন্ধে এই কথা বলতে পারি যে, তিনি আমার উক্তিরক্ট সত্যতা প্রমাণ করবেন । কালই তিনি এখানে আসৰেন " এক জন সর্দার বলিলেন, “সার ডনকান্‌ ধখন শীঘ্রই আসছেন, তখন এই বেচার। সম্বন্ধে কঠাৎ কিছু ক'রে কাজ মেই ।” fর এক জন বলিলেন, “তা ছাড়া, তার চিঠিই যখন আছে, তখন সেট পড়ে, কি সত্তে মেঞ্জর ডেলগেটিকে—উনি ঐ নামেই ষখন পরিচয় দিচ্ছেন —এখানে পাঠান হয়েছে, অ! জেনে নেওয়! দরকার ” মাকুইস স্বৈরশাসক গুইলেও এই সকল সদারকে অসন্তুষ্ট করিক্তে পারেন না ; সুতরাং তিনি আদেশ দিলেন যে, আপাতত: ডেলগেটিকে বন্দী করিয়া রাখ৷ ठूप्लेक !

  • বলী ।”—এই কথা বলার সঙ্গে সঙ্গে সে দুই জন হাইল্যাণ্ডারকে এমন ধাক্কা দিল যে, সে প্রায় মুক্তিলাভই করিল । ইহাতে মাকুইস অস্ত্র লইয়। তাহাকে আঘাত করিবার জন্ত অগ্রসর হইলেন । কিন্থ অন্তান্ত সর্দারর উভয়ের মাঝখানে আসিয়া দাড়াইলেন । হাইল্যাও রক্ষীর ইত্যবসরে তাঙ্গার হস্ত হইতে অস্ত্র কাড়িয়া লইয়া তাকাকে নিরস্ত করিল । তার পর তাহাকে এঘর সে ঘরের মধ্য দিয়া সোপানপথে নীচে টানিয়া লইয়া চলিল । এক স্থানের দরজা খুলিয় তাহারা ডেলগেটিকে ধাক্ক দিল । দ্বার রুদ্ধ হইল । ক্যাপ্টেন দেখিল, অন্ধকার সুড়ঙ্গের সোপানপথে সে দাড়াইয়া ।

Ꮌ©☾ ত্রক্কোদশ পরিচ্ছেদ Whatever stranger visits here, We pity his sad case, Unless to worship he draw near The king of kings-—his grace. Burn's Epigrain on a Visit to Inverary. অন্ধকারের মধ্যে ডেলগেট অত্যন্ত বিপন্ন হইল । অবশেষে সে যথাসপি) সতর্কভাবে সোপান অবরোহণ করিতে লাগিল সে ভাবিল, নীচে গেলে হয় ত বিশ্রামের স্থান মিলিন্তে পারে । কিন্তু এত সতর্কতা সত্ত্বেও তাতার প। ফস্কাই গেল—একবারে চারিপাচ পাপ নীচে সে পড়িয়া গেল । নীচে আসিয়া একটা কামল বস্তুর উপর সে হুমড়ি খাইয়া পড়িয়া গেল !" বঙ্গ নড়িয়া চড়িয়া অঙ্কুটকাতরোক্তি করিয়া

  • x

৬েলগেটি প্রকৃতিস্ত হইয়া প্রথমেই জানিতে চেষ্ট৷ করিল, কান্তর উপর সে পড়িয়া গিয়াছে । লোকটী বলিল, “আমি আগে মানুবই ছিলুম।" "এখন তবে কি ? অার একটু হলেই ত আমার হাত-পা ভাঙ্গছিল ।” “এখন কি ? একটা গাছের গুড়ি মাত্র । তার ডালপাল! সব কেটে ফেলা হয়েছে ; এখন ৰাকিট শেষ হলেই বাচি ” ডেনগেটি বলিল, “বন্ধু, তোমার জন্তু আমার দুঃখ হচ্ছে । কিন্তু আর একটু শাস্তভাবে থাকলে, আমি মাটীতে প'ড়ে যেতাম ন! ” বনী বলিল, “আপনি ত এক জন সৈনিক পুরুষ । একটু প'ড়ে গেছেন বলে অভিযোগ করছেন ? একটা বালক ও কিন্তু এমন অভিষোগ করত না ।” ডেলগেট বলিল, “আমি ষে এক জন সৈনিক, ত{ তুমি জামূলে কি করে, ভাই ?” "আপনার বন্মের শব্দে এথম ৩ দেখতে পাচ্ছি, আপনার বম্ম ঝকৃঝক করছে । অন্ধকার আর একটু অভ্যস্ত হোক, তখন আপনি ও সব দেখতে পাবেন ।” ডলগেটি বলিল, “চোখ আমার উপড়ে নিলেই হ’ত ? ষ{ঞ্চ, তোমার এখানে ২fবার জিনিষ কি পাব বল ত, ভাই !” “দিনে একবার রুট অ}র জন্স।” ডেলগেটি বলিল, “তোমার রুট যদি থাকে, আমাকে একবার পরখ ক'রে দেখতে দেও। তোমাতে আমাতে ষষ্ঠ দিন এখানে, থাকুৰ, বেশ বন্ধুভাবেই থাকা ধাথে "