পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনটোজ, মরডক বলিল, “আমি খৃষ্ঠান, আমি বলছি, ভ। &বে না।” দম্যদলপতি বলিল, “সে সংবাদ জানালে আমার প্রাণরক্ষা হবে বলছ ?” "यहे ब्रकशशे रुथ। " "তা হ’লে ৰলি, শোম । তার বাপের দুর্গ থেকে তাকে হরণ ক’রে নিয়ে গিয়ে, ভার উপর কেমন মায়! প'ড়ে স্বায় । তাকে আমার মেয়ের মত ক’রে লালনপালন করি । তার পর আমাদের প্রধান শত্রু আলান ম্যাক অট্টলে ব্যালেন্ডুগিল গিরি সঙ্কটে আমাদের আক্রমণ করে । সেই যুদ্ধে তারা মেয়েটিকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়।" মরডকৃ বলিল, “সেই পুনে আলানের হাতে মেয়েটি পড়ে ? সে মেয়েটি তোমাদের সম্প্রদায়ের ময়ে বলেষ্ট পরিচিত হয়েছে ? তা হ’লে দেখছি, তোমাদের রক্তের ধীর অস্ত্রকে রঞ্জিত করেছে, আর তোমার নিজের জীবন রক্ষার জন্ত তুমি চেষ্টা কর নি দেখছি " দম্য-সর্দার বলিল, “তার জীবনের উপর আমার জীবন যদি নির্ভর করে, ठ'एण 4 +4। तत्व, সে এখনে বেঁচে আছে । কিন্তু কোথায় আছে, তা আমি বল্ব না। আগে প্রতিশ্রুতি পাই, তবে বল্ব ” মরডক ক্যাম্বেল বলিল, “সে অঙ্গীকার তোমাকে কর.যাবে । আগে আমাকে প্রমাণ দেও, সে বেঁচে আছে এবং কোথায় আছে ” রেণাল্ড বলল, “দারুনলিনভারাচে দুর্গে সে আছে । সে এখন এন্‌ট লাইলা ব'লে পরিচিত , আমার আত্মীয়ের কাছে ভার কথ। প্রায়ই শুনন্তে পাই । আমি তাকে কিছুদিন আগে নিজের চোখে দেখে এসেছি " সবিস্ময়ে মরডক্‌ বলিল, “তুমি ! তুমি অন্ধকার রাজ্যের সর্দার হয়ে শক্রপুরীতে নিজে গিয়েছিলে ?” দস্থ্যপতি বলিল, “শুধু তাই নয়, আমি দুর্গের হলঘরে পর্য্যস্ত প্রবেশ করেছিলাম । বীণাবাদকের ছদ্মবেশে ছদ্মপরিচয়ে সেখানে গিয়েছিলাম । আমার ইচ্ছে ছিল, নিজের হাতে আলানের বুকে ছুরী মারব | তার নামে আমাদের সম্প্রদায় ভয়ে কঁপে, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব বলে গিয়েছিলাম। আমি যখন ছোরা তুলেছি, সেই সময় এনট্‌লাইলীকে দেখি । সে তখন আমাদের সম্প্রদায়ের প্রিয় একটা গান বীণার সঙ্গে গাইছিল। সে যখন আমাদের কাছে ছিল, তখন বনের মধ্যে, ঝরণার ধারে বসে ঐ গান করত—তাতে সমস্ত বন ও ঝরণার জল যেন উদ্বেলিত

  • )($

হয়ে উঠত । সে গান শুনে আমার হাত আর উঠল না । তখন আমার চোখের দৃষ্টির উৎস যেন বদলে গেল—মঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবার শুভ অবসর চ'ল্পে গেল। এখন বল তুমি, আমার মাথার দাম আমি চুকিয়ে দিয়েছি কি না ?” মরডক্‌ বলিল, “ कठे y” দনু বলিল, “স্বৰ্গ মৰ্ত্তা আমার সাক্ষী থাক ! লোকট! কেমন নিজের কথা ফিরিয়ে নিচ্ছে ।" মরডক বলিল, “তা নয়, তা নয় ! তুমি সত্যু কথা বলেছ, এ প্রমাণ পাবামার, আমার অঙ্গীকার মত কাজ করব । এখন তোমার সঙ্গী বন্ধুর সঙ্গে আমার গোট কয়েক কথা আছে ” এ-দিকে ডেলগেট নিবিষ্টমনে:সকল কথা শুনিয়া মনে মনে কৰ্ত্তব্য চিস্ত করিতেছিল । সে ভাবিল, “এই লোকটা, এই ধূৰ্ত্ত শয়তান, আমার কাছে কি শুনতে চায় ? আমার কোন ছেলে মেয়ে আছে ব’লে ক্ত আমি জানি না । অন্য কারুর ছেলে-মেয়ের কথাও জানিলে যে, তাই নিয়ে একটা গল্প বানাতে কবে । যাক, অম্বিক না লোকটী, তার পর ওকে এক হাভ খেলাব পরিচমু দিয়ে দেব |" সে নিৰ্ভীকভাবে মরডকের প্রতীক্ষা করিতে লাগিল । মরডক বলিল, “তুমি জগতের এক জন নাগরিক, কেমন ? স্বটল্যাণ্ডে একটা প্রবাদ আছে—তুমি অামায় দেখবে, আমি ৪ তোমায় দেখব । এ-কথাটা সভ্য জাতিতে সব সম্প্রদায়ের মধ্যেই আছে “ষ্ঠ্য, কথাটা আমি জানি । এক তুর্কীরা ছাড়া আর সব জাতের লোকষ্ট ত ক’রে থাকে । আমি অনেক জাষ্টির কাছে কাজ করেছি ” মরডক্‌ বলিল, “ত হ’লে তুমি আমার কথাটা চট্ট ক'রে বুঝতে পারবে । তুমি যে ভদ্রলোকদের কাছ থেকে এসেছ, তাদের সম্বন্ধে গোটা কতক সামান্ত কথা জিজ্ঞাসা করব ! ঠিক ঠিক উত্তর দিলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে । এখন বল ত, তাদের লোকবল কি রকম, যুদ্ধের আয়োজনষ্ট ব! কিরূপ ? অর্থাৎ তারা কি ভাবে আক্রমণ করতে চায়, সব আমায়ু জানা ও ” ডেলগেটি বলিল, “শুধু তোমার কৌতূহল চরিতার্থ করবার জন্তই ত বলছ ?” মরডক বলিল, “আমার মত গরীব লোকের যুদ্ধ আয়োজন সম্বন্ধে কথ। জেনে কি লাভ হবে ? শুধু কৌতূহল মাত্র !” 3া পটে, কিন্তু প্রমাণ