পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>"o

  • ভ ক’লে প্রশ্ন ক'রে যাও । আমি জবাব দিচ্চি।" “জেমস্ গ্রাহামকে সাহায্য করবার জন্য কত আইরিশ-সেন। আসছে ?”

ডেলগেটি বলিল, “বোধ হয়, হাজার দশেক ৷” সক্রোধে মরডক্‌ বলিল, “দশ হাজার । আমরাও জানি চ হাজারও হবে ন! আউলমিরচানে নেমেছে ।” শান্তভাবে ডেলগেটি বলিল, “ত হ’লে তুমি আমার চেয়ে বেশী খবর রাখ দেখছি। আমি তাদের এখনো দলবদ্ধ হতে দেখিনি, অস্ত্র নিতেও দেখিনি “ মরডক জিজ্ঞাসা করিল, “আর অন্য অন্ত সর্দারদের কত লোক জমায়েৎ হবার কথা আছে ?" ক্যাপ্টেন বলিল, “যতদূর পারে ” মরডক্‌ বলিল, “তুমি দেখছি মতলব ক’রে উত্তর দিচ্ছ । সোজা কথায় বল, পাচহাজার লোক তবে ?” ডেলগেটি বলিল, “ঐ রকম হতে পারে " লোকটা বলিল, “দেখ, জীবন নিয়ে তুমি খেল করছ। অামার সঙ্গে যদি বাজে কথা বল, তা হ’লে আমার বঁাশ শুনবামাত্র লোক এসে পড়বে। আর দশ মিনিটের মধ্যে তোমাকে ফঁাসীকাঠে লটকিয়ে দেsয়া হবে * ডেলগেটি বলিল, “মিঃ মরডক্‌, আমি স্পষ্টভাষাতেই বলছি—আমি যে দলে আছি, তাদের সেনাবলের গোপন-সংবাদ তোমাকে দেওয়া কি সঙ্গত হবে বলে মনে কর ? আমি তাদের হয়ে যুদ্ধ করব ব’লে অঙ্গীকার করেছি । মনট্রোজকে কি ক’রে পরাজিত করা যাবে, সেকথা যদি ব’লে দেই, আমার মাইনে কে দেবে, বা মুঠপাঠ করে ষা পাব, তা কে দেবে ?" ক্যাম্বেল বলিল, “আমি তোমাকে ব’লে রাখছি, তোমাদের দলের অভিযান, প্রথম দফাতেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমার কথার ঠিকঠাক উত্তর দেও, আমি তোমাকে আমার—ম্যাক কলম মুরের সেনাদলে নেওয়া হবে " ক্যাপ্টেন ডেলগেটি বলিল, “ভাতে ভাল মাইনে পাওয়া যাবে ভ ?" “র্তার নির্দেশমত যদি কাজ কর, মনট্রোজের কাছে সেই উপদেশ নিয়ে যদি ফিরে যাও, তোমার বেতন দ্বিগুণ হবে * চিস্ত করিবার ভাণ করিয়া ডেলগেটি বলিল, *ওদের কাজের ভার নেওয়ার আগে তোমার সঙ্গে দেখা হ’লেই ভাল ছিল দেখছি " সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী ক্যাম্বেল বলিল, “ষাকৃ, এখন তোমাকে বিশেষ সুবিধাজনক সৰ্ব দিচ্ছি, যদি তুমি বিশ্বস্তভাবে কাজ কর ।” ক্যাপ্টেন বলিল, “তোমার বিশ্বাসভাজন হ’ভে গেলে, মনট্রোজের কাছে অবিশ্বাসী হ’তে হবে ।” মরডক্‌ বলিল, “ধৰ্ম্মের দিকে এবং শৃঙ্খলার তরফে বিশ্বাসভাজন হওয়া চাই। সে জন্য তুমি যতরকম প্রতারণাই কর না কেন, সব পবিত্র ठू८म्न थाप्रु ।” ডেলগেটি বলিল, “মাকু ইস আর্গাইলের কাজে আমি যদি ভক্তি হই, তিনি ভাল লোক বটেন ত?” “এমন দয়াবান লোক আর নেই ।” ক্যাপ্টেন বলিল, “বেশ মুক্তঃস্ত ?” মরডক বলিল, “সারা স্কটল্যাণ্ডে এখন মুক্তহস্ত লোক আর নেই।” ডেলগেটি বলিল, “কথ} করেন ?" মরডক্‌ বলিল, “এমন ভদ্রলোক আর নেই।" ডেলগেটি বলিল, “ৰ্তার যে এই গুণ, আগে ত ত শুনিনি " তার পর অঞ্চ স্মাৎ মরডকের উপর আপতিত ইয়। সে বলিল, “তুমি মাকু ইস্কে খুব ভাল জান দেখছি, অথব৷ তুমি নিজেই মাকুইস্ — লর্ড আর্গাইল : রাজ চালসের নামে আমি তামাকে দেশদ্রোহী ব’লে গ্রেপ্তার করলাম। যদি তুমি কাকে ৪ ডাকবার চেষ্টা কর, আমি তোমার ঘাড় মুচড়ে ভেঙ্গে দেব ” ডেলগেটি এমন অকস্মাৎ, এমন তংপর তার সহিত আর্গাইলের উপৰ ঝ"পাইয়া পড়িয়াছিল যে, লোকটা পে বেগ সহ্য করিতে না পারিয়া অন্ধকার কারাকক্ষের ভূমিতলে পড়িয়া গেল । বামহস্তের সাহায্যে র্তাহাকে সবলে চাপিয়া ধরিয়া দক্ষিণ হস্তের সাহায্যে সে মাকু ইসের কণ্ঠদেশ পীড়ন করিতে লাগিল। একটা চীৎকার করিলেই সে র্তাহাকে শ্বাসরোধ করিয়া মারিয়া ফেলিবে, এমনই ভাব প্রকাশ করিল। ডেলগেটি বলিল, “লৰ্ড আর্গাইল, এখন সন্ধির সঞ্জ আমি দেব। তুমি কোন গুপ্ত পথে এই গুহায় এসেছ, তা যদি ব'লে দেও, তুমি মুক্তি পাবে। তবে যতক্ষণ কারারক্ষক না আসে, তোমাকে আমার জায়গ। অধিকার ক’রে থাকতে হবে । তা যদি না কর, আমি তোমায় শ্বাস বন্ধ ক'রে মেরে ফেল্ব। এ বিদ্যেট। আমি তুর্কীদের অন্তঃপুররক্ষক খোজার কাছে শিখেছিলুম। তার পর যেকোন উপারে এখান থেকে পালাব ।” মত কাজ নিশ্চয়