পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, সাবধানে চলুতে হৰে । এখন দরজাটা বন্ধ ক’রে দেই। সকলে ভাববে, মাকু ইস এখন লোকজনেব সঙ্গে দেখা করতে চান না । যাকৃ, এখন গুপ্তপথের সন্ধান করা যাক, এস ” চারিদিকে পুজিতে খুজিতে পর্দার অন্তরালে সে একটা গুপ্ত দ্বার দেখিতে পাইল । একটি বোপ্পাল সাপানশ্রেণী দেখিয়ু সে বুঝিল, এই পথে মন্দিরে স্বাওয়া যায় । সেই পথে অগ্রসর হইয়। আর একটি দরজার কাছে আসিতেই সে শুনিতে পাইল, পুরোহিত বক্ততা করিতেছেন । শুনিয়া তাহার মন অপ্রসন্ন হুইল । সে বলিল, “বদমাসট। বলেছে, এটা গোপন পথ । ইচ্ছে হচ্ছে, ফিরে গিয়ে বদমাসটার গল। কেটে রেখে আসি ” ডেলগেটি তার পর নিঃশব্দে দরজা পুলিল । সে -দখিল, একটা গ্যালারী পদায় ঢাক। মাকু ইস সেখানে আসিয়া ধৰ্ম্মব কুত। শ্রবণ করেন । পর্দা ফেলা থাকায়, তিনি সেখানে আছেন, ইহাই প্রতিপন্ন হক্টতেছিল । সেখানকার আসন শূন্যকেহ তথায় ছিল না । সে যুগে এমন দস্তুর ছিল যে, মাকু ইসের পরিবারবর্গ অন্ত গ্যালারীতে বাসস্ত । মাকু ইসের সঙ্গে কেহ বসিতে পাইত না । ক্যাপ্টেন ডেলগেটি দ্বার বন্ধ করিয়ু দিয়! মাকু ইসের গ্যালারীতে উপস্থিত হইল । অত্যন্ত অধারভাবে ডেলগেটি পৰ্ম্মষাজকের প্রার্থনা শুনিতে লাগিল । খনিক পরে বক্তার কথা ফুরাইল । যবনিক-দ্বারা আচ্ছন্ন আসনের উদেশে ধৰ্ম্মযাজক ভক্তিভবে নতি জানাইলেন । তিনি ভাবিতেছিলেন, মাকু হল স্বয়ং তাহার উপাসনা শুনিতেছেন । সাহসী হইলেও ডেলগেট ইতস্তম্ভ: করিতে লাগিল । এ দিকে সময় চলিয়া যাহতেছে ; বিলম্ব করা মোটেই চলে না । কারারক্ষা নির্দিষ্ট সময়ের পূৰ্ব্বে কারাকক্ষে গেলেই সব প্রকাশ পাহবে, তখন পলায়ুনের কোনও সুযোগ থাকিবে ম{ । অবশেষে রেণাল্ডকে কি করিতে হইবে, বুঝাইয়া দিয়া ডেলগেঢ়ি বেশ স্থির গম্ভীরভাবে গ্যালারীর সোপান-পথে মন্দিরচত্বরে নামিয়া আসিল । তখন সেখানে শুধু ধৰ্ম্মযাজক ব্যতীত অপর কেহ ছিল ন! ! বক্ততা-শেষে সকলেই চলিয়া গিয়াছিল । অপেক্ষাকৃত অনভিজ্ঞ ব্যক্তি ধৰ্ম্মযাজকের অজ্ঞাতসারে চলিয়; ষাইবাব চেষ্টা করিত , কিন্তু ড়েলগেটি বিচক্ষণ ব্যক্তি : সে বুঝিল, এরূপ ব্যাপারে বিপদের আশঙ্ক আছে । (3 زلم\ډ ধৰ্ম্মধাঞ্জক পরিক্রমণ করিয়৷ বেড়াইতেছিলেন । ডেলগেটি গম্ভীরভাবে তাহার কাছে উপস্থিত হইয়। তাহাকে অভিবাদন করিখে বলিয়ু সংকল্প করিল কিন্তু নিকটে গিয়া সে সবিস্ময়ে দেখিল, এই ধৰ্ম্মযাজককেই সে পূৰ্ব্বে সার ডনকানের বাড়ীতে দেখিয়া ছিল—উভয়ে একসঙ্গে আহাং করিয়াছিল । সে আত্মসংবরণ করিয়ু; সসম্মুমে বলিল, “ধৰ্ম্মাত্মা ! আপনাকে আমার শ্রদ্ধ-নিবেদল ন; ক’রে আমি চলে যেতে পারছি না । আপনি যে উপদেশ এইমাত্র দিয়েছেম, এমন উপদেশ-বাণী এর আগে আমি শুনিনি ।” “আমি ত আগে আপনাকে এখানে লক্ষ্য করিনি, মশাই to বশ নমভাবে ডেলগেটি বলিল, “মাকু ইস্ দয়া ক’ৰে তার জ্ঞাসনের পাশে আমাকে স্থান দিয়ে। ছিলেন ." কথাট; শুনিয়াই ধৰ্ম্মষজক সম্প্রদ্ধভাবে ৬েলগেটিকে অভিবাদন করিলেন । কারণ, মাকুইল ধtহাকে তাঁহাকে এ সম্মান প্রদর্শন করেন ন} : ক্যাপ্টেন বলিল, “আমি দেশবিদেশে ঘুরেছি, কাজেই সৌভাগ্যক্রমে অনেক মহাত্মার বক্তৃত। শুনবার অবকাশ হয়েছে ; কিন্তু আপনার মত উপদেশবাণী আর কার ও মুখে শুনিনি ।” অ’ প্রশংসায় সকলেই মুগ্ধ হয় ! ধৰ্ম্মধাঙ্গকও হইলেন । তিনি বলিলেন, “সত্য বলতে কি, আপনাকে প্রথমে দখে মনে গুয়েছিল, আপনি শুধু যুদ্ধবিদ্যা নিয়েই আছেন ; কিন্তু ধৰ্ম্মে আপনার মতি দেখে বাস্তবিক আমি আননা লাভ করেছি * ”ধৰ্ম্মাত্ম: ! আমি চিরদিনই ধৰ্ম্মপিপাসু । অমর গষ্ট্রেভস্ এর কাছে—কিন্তু হয় ত জামি আপনার ধানে ব্যাপ্ত জন্মাচ্ছি— না, আপনি যে রাজ1র নাম করলেন, প্রত্যেক প্রোটেষ্টাণ্ট তার নাম স্মরণ ক'রে ধন্ত হয় ।” ড়েলগেটি ইলিল, “ঠ্য, তিনি প্রত্যহ ঢাক পিটিয়ে সকাল-সন্ধ্যায় উপাসন করতে বলুতেন ! কোন সৈনিক কোন ধৰ্ম্মযাজকবে অভিবাদন না ক’রে চলে যেতে পারত না ! যদি কেউ তা করত, ভা হ'লে তাকে ঘণ্টাখানেক কাঠের ঘোড়ার উপর ব’সে শাস্তিভোগ করতে হ’ত মশাই, এখন বিদায়ু, আমাকে মাকু ইসের ছাড়পত্র নিয়ে এখুনি দুর্গ ছেড়ে চলে যেতে হবে " ধৰ্ম্মযাজক বলিলেন, "একটু দাড়ীন মহাত্মা গষ্টেভসের শিব্যের প্রতি সন্মান দ খাবার জন্ম কোন কাজ আমি করতে পারি কি ?”